পারমিতা দে   (🥀পারমিতা......)
469 Followers · 59 Following

Joined 3 May 2020


Joined 3 May 2020
16 SEP 2024 AT 0:46

আমি নেই, দিনে-রাতে ;
লুকিয়ে রাখা, কোনো অ্যালবামে!

আমি নেই, উদাস হাওয়ায় -
নিন্মচাপের মানচিত্রে, স্তব্ধতার ঠান্ডায়।

আমি নেই, কদমের ঘ্রাণে-
চাবুক মারা, ব্যাকুল নিঃসঙ্গতায়!

থেমে গেছি, অযত্নে রাখা ঘড়ির কাঁটায়!
আমি আছি- হেলাফেলায়, বিচ্ছেদের দাওয়ায়।

-


29 JUN 2024 AT 7:36

মৃত্যু সহজ, তবে সহজলভ্য ক‌ই!

-


2 JUL 2023 AT 21:21

....

-


22 MAR 2023 AT 10:19

দিন-তো কখনো শুরু হ‌ওয়ার আগেও শেষ হয়ে যায়◼️◾◾▪️▪️।

-


31 JAN 2023 AT 23:45

খোলা জানালা,
বাতাসে অন্ধকার!
একফালি চাঁদ,
একরোখা আঘাত-
দূরত্বের লড়াই,
মুখ লুকিয়ে
তবুও, চেয়ে কাটাই!
আমি কবেকার সেই...
নির্বাসনের পাহাড়।


-


29 JAN 2023 AT 22:56


নিয়ম করে ভুলি_তোমায়, নিঃশব্দে দুঃখপুষী; বন্দী পাখি...
হাহাকারের গাছে; থমকে গেছি_মিথ্যে মায়ার খাঁচায়, মাথা খুঁড়ে মরি।



-


26 JAN 2023 AT 21:50

রোজদিন সাদা-কালো'র বায়না-
বিলাসী, ভালোবাসা'র-
নীল রং;
বাঁধা পেন্ডুলামে।

-


24 JAN 2023 AT 7:35

Time and water, very expensive in the cheap world.


_Paramita🥀

-


16 JAN 2023 AT 20:13

....



-


9 JAN 2023 AT 0:10

দিনের শেষে, আঁধার জুরে অপূর্নতার ছন্দ;
কল্পনাতে আগুন কতো;শরীর পুড়ে,গভীর জুড়ে- মৃত মনের গন্ধ।

-


Fetching পারমিতা দে Quotes