পারমিতা দে   (🥀পারমিতা......)
471 Followers · 59 Following

Joined 3 May 2020


Joined 3 May 2020

যেতে যেতে চাঁদ,
দিয়ে যায় অজুহাত!
মায়া লেগে থাকে,
নিঃস্ব শূন্য হাতে।
ভালোবাসা, চেয়ে থাকা,
সহজ কত!
পশ্চিমের মেঘ কাটিয়ে,
কেবল অনিশ্চিত -
তোমার ফিরে আসা !

দু-মেরু ধ্বনিহীন;
চিবুকের নীরবতা ছুঁয়ে,
নক্ষত্র সরে যায়-
আলোকবর্ষ দূরে!
নীল ব্যাথার ছায়াপথ ধরে।
আকাশ কেবল জানে;
আমি চাঁদের,তবুও
...হয়নি চাঁদের।


পারমিতা 🥀......

-




বৃষ্টি ভরা দিনের মাঝে ,
আলতো হাওয়ার মিষ্টি সাজে,
ঝিরিঝিরি প্রেমের খেলা-
মেঘ নিয়ে যায় বিরহ বেলা।
সিক্ত আকাশ,সিক্ত বাতাস
ভেজা গন্ধের হালকা আভাস-
ভাসছে নদী,ভাঙছে বাঁধ!
ডুবছে খেত আনছে বান,
চতুর্দিকে জলের কলতান-
এ তো নিষ্ঠুর শ্রাবণের পরিহাস।



ধুমকেতু

-




আকাশ‌ও কি কাঁদে প্রিয়র শোকে!
নাকি ফোঁটা ফোঁটা বিন্দু হয়ে,
এসে বসে জালনায়-
প্রিয়কে, দেখার লোভে।



-




ব্যস্ততার আবডালে
তোকে খুঁজেছি বারেবারে।
আসিসনি কখনো ফিরে,
একা হয়ে দাঁড়িয়ে আমি
সহস্র ভীড়ের মাঝে।

আলতো চোখের রং যে আলো,
এই তো বেশ ছিলিস ভালো!
অলীক সুখের খোঁজে,
হারালি সহজে ।

হাজারো পিছুটানের মায়া,
সব বেদনা ভরা কলো কালো ছায়া।
আজ চেনা পথের অচেনা পথিক হয়ে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছি তার অপেক্ষায় চেয়ে।



ধুমকেতু

-




বৃষ্টি ভরা দুপুরে-
তুমি আমি নির্জনে।
কতো কথা একসাথে;
নেই বাঁধা,নেই সাজা-
শুধু চোখের সিক্ত ভাষা।


বৃষ্টি মাখা কোনো এক দুপুরে,
ভিজেছি বারে বারে তোমারি ওই চোখে-
স্বার্থহীন ভালোবাসার টানে।
তাই তো বাড়ে বাড়ে ফিরে আসি তোমারি কাছে..


ভেজা চুলের মিষ্টি হাসি,
মায়ামাখা মুখটা ভারি-
তাই তো বলি আমি; তোমায় ভালোবাসি।
চোখের মায়ায় হারাই বারবার,
ওই চোখেতেই দেখছি, আমার সর্বনাশ।


ধুমকেতু...

-



बिछड़ने के लिए ही सही बेशक मिले तो थे ||

-



অপেক্ষা,
নাকি অবকাশ!
কি জানি হতেও পারে-
বেদনার এক আকাশ।


... ধুমকেতু...

-



....

-




যে শহরে; বিস্তৃতি_তোমার শূন্য!
খবরের সারিতে_ তুমি নিরুদ্দেশ,
মৃত সেজে সে শহরে...দাঁড়িয়ে দেখ;
কেউ নেবেনা_ মৃত শরীরের মমি'র ঘ্রাণ।
চেয়ে থাকবে অবিচল মানুষ,
রচবে কেবল অভিযোগের নামতা!
সুবিশাল সেই শহরের বুকে,
অবশেষে নিজের কাছে নিজেই তুমি একা।

-


16 SEP 2024 AT 0:46

আমি নেই, দিনে-রাতে ;
লুকিয়ে রাখা, কোনো অ্যালবামে!

আমি নেই, উদাস হাওয়ায় -
নিন্মচাপের মানচিত্রে, স্তব্ধতার ঠান্ডায়।

আমি নেই, কদমের ঘ্রাণে-
চাবুক মারা, ব্যাকুল নিঃসঙ্গতায়!

থেমে গেছি, অযত্নে রাখা ঘড়ির কাঁটায়!
আমি আছি- হেলাফেলায়, বিচ্ছেদের দাওয়ায়।

-


Fetching পারমিতা দে Quotes