তুমি নতুন নতুন মঞ্চে ওঠো
মাঝে মধ্যেই পাল্টে ফেলো রঙ
মানুষ কেবল লাইনে দাঁড়ায়,
হাতে ফাঁকা কোটো...
মানুষ শুধু চুপচাপ থাকে,
দেওয়াল জুড়ে পরিবর্তন,ভোটের টিকিট দর হাঁকে...
প্রতিশ্রুতি ঢেকে যায়,নেতা কি তাকে মনে রাখে ?
অবাক হয়ে দেখতে থাকে বোবা ভোট যন্ত্র,
উন্নয়নের যাঁতাকলে বোকা বনে যায় ধূসর গণতন্ত্র।
-
সমাজ আজকে অসহায় রাজতন্ত্রের বিপরীতে,
কেবলমাত্র গণতন্ত্রের নিরীহ থাকার অপরাধে।-
উদয়রত সূর্যের কিরণে ভাঙলো ঘুম,
পথ-ঘাট আজ সকলের শয়ন কক্ষ।
ঘুম? নাকি মগজস্ত্রের ঘটেছিল বিকার?
এখনও ঝিম ধরছে, বারুদের কটু গন্ধে।
রক্তের স্রোতে ভিজেছে পথের চারিপাশ,
অর্ধনগ্ন শরীরেরা করছে হাহাকার,
মৃত শরীরের স্তুপে আটকাচ্ছে পা বারবার
রুগ্ন পিঠ কাঁটাতারের আঁচরে হচ্ছে ছাড়কার।
কাঁটাতার পেড়িয়ে এসেছি বহুদিন,
কিন্তু রক্তের গন্ধ আজও ঘ্রানে বহুবার আসে।
ওই অর্ধনগ্ন শরীরেরা আজও রাতে হানা দেয়,
আবার ঝিম ধরা মগজাস্ত্রটা চিবিয়ে খেতে ইচ্ছে হয়।
ভোরের আলোয় আজও বারুদের গন্ধ আসে,
রক্তে রাঙা পথটা আজও চোখে পড়ে।
শুধু, গণতন্ত্রের বৃষ্টিপাতে খানিক ধুঁয়ে, ফ্যাকাসে হয়েছে রং,
রক্তের "সুগন্ধ" কিন্তু আজো গণতন্ত্রের বাতাসেই মিশে আছে।-
নির্লজ্জ আদর্শের জলাঞ্জলি,
অবস্থান নাকি উচ্চতর।
মৃতপ্রায় মনুষ্যত্ব,
শ্মশানে খুঁজছে, গণতন্ত্র।-
উৎসব শেষে--ভুলে যাওয়া'ই রীতি,
আধপেটা মানুষ বেঁচে থাকে-শুধু পরিচয়পত্রে,
অন্নের খোঁজে--শ্রমিক পরিযায়ী!
বিষন্ন চিত্তে,ঘর খোঁজে-পৃথিবীর মানচিত্রে ।।-
এ কেমন গনতান্ত্রিক দেশ?
বুঝিনা তো কোনো কিছু
যারা গণতন্ত্রের টুঁটি চেপে
আইনও চলে তাদেরই পিছু...-
"শুঁটিয়ে লাল করে দেবো" থেকে "রগড়ে দেবো"..
মাঝে জমে যত পাঁতিহাস।
"খেলা হবে"তে চাপা পড়ে তত ছাইপাশ..
গণ'রা দেখছে সব , যতদিন আছে চোখ।
বঙ্গযুদ্ধে সব সম্ভব, চেনা ক্ষমতার ভোগ।।
-
ওহে ; মানব চিনে নাও মানবতার বুক ভরা অন্ধকারে ,
কুড়িয়ে পাওয়া গণতন্ত্র কত ভয়াবহ হতে পারে।
বলতেই পারো,
এ উন্নীত গণতন্ত্রে বিষ কোথায় ??
নিভে গেলে ছাই,
সরিয়ে দেখে নিও কালি লাগা হাতের পাতায় .....-
কিছু বস্তাপচা সংলাপ আর কিছুটা পাগলের প্রলাপ, নিন্দুকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইনিয়ে বিনিয়ে চিবিয়ে চিবিয়ে নাইবা বললেন।
ভুলে যান কেনো বলুন দিকি, ওতে কোনো বাড়তি সুবিধা নেই। আপনার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই তো পাবেন।
তার অধিক একবিন্দু বৃদ্ধ গরুর মূত্রও নয়।-
গণতন্ত্র মানে কি শুধুই ভোটাধিকার,
নাকি নিজের ন্যায্য অধিকারের লড়াই?!
স্বন্তত্রতা বড়লোকের একচেটিয়া,
গরিবদের শুধু গলা ফাটানই সার।
-