QUOTES ON #খোঁপা

#খোঁপা quotes

Trending | Latest
6 FEB 2020 AT 22:51

পুনরায় যদি বাঁধি সুগন্ধি
বসন্তের ওই বিকেলে,
হতে রাজি আবারও বন্দী,
এলোমেলো তোর চুলে
পলাশরাঙা খোঁপার ফুলে।

-


14 MAR 2018 AT 23:23

#খোঁপা

আমি ছিলাম তোমার খোঁপার ভাঁজে...
বেণী খুলে খোঁপা গুটালে আমি জড়িয়ে বাঁচতাম তোমার চুলের গন্ধ,
কলমী ফুল গোজনি...
তবু খোঁপা ঘেঁষে কেশ থেকে চুইয়ে পরে আমার গন্ধ মাতাল উন্মাদতা,
আগুন ছুঁড়িতে বুক ফালাফালা করেছি... যতবার তুমি খোঁপায় গেঁথেছ কাঁটা,
আজও দোসর প্রেম জাগে জট পাকানো রোমকূপে,
বড্ড মিষ্টি সেই দৃষ্টি আভাস...
যখন ফুরফুরে হওয়ায় পালানো চুলগুলো খেলে তোমার গালের বারান্দায়,
শুধু বিঁধে রেখো আমায় আলপিনে...
তোমার আগুনমাখা কালোমেঘের বাসায়।

-


4 AUG 2021 AT 20:15

রুপের ছটায় রাঙিয়ে সাঁঝ
উঠেছে সে পূব আকাশে।
সেই জোছনায় অঙ্গ ধুয়ে
এলো খোঁপায় জুঁই বেঁধেছে..

কন্যা তোর জুঁইয়ের মালা,
অপেক্ষাতে মূর্ছা যায়..
তিতিক্ষার এই একেক পল
কাটবে কেমনে? জীবন দায়!!

-


7 FEB 2020 AT 7:52

আবার দুটিতে ঘুরে বেড়াবো
খোয়াই এর তীরে
পলাশ ফুলের আবীর মেখে
মিশে যাবো তোর নীলে

-


12 MAY 2022 AT 19:31

'খোঁপা'
চুলের খোঁপা তার মুখের অর্ধেক,
শরীরের সব শক্তি দিয়েছে শিলনোড়ায়-
মুখের খাবার তৃপ্তিভরে খায় বাড়ির ছেলেরা,
খোঁপা আগলে রাখে লজ্জা,
দিনশেষে চাটা পাতে খেয়ে বাড়ায় ভালোবাসা।
ভিজে কাপড়ে বাড়ি ফিরলেও খোঁপা আগলে রাখে লজ্জা,
আলপনার ফিতে দিয়ে বাঁধা উপহারে মেতে ওঠে সকলে,
অনুষ্ঠানের ভীড়ে নীরব দর্শক হয়ে উৎসাহের হরিলুটে কুড়িয়ে পাওয়া দু'চারটে বাহবাও বিলিয়ে দেওয়া মেয়ের খোঁপা আগলে রাখে লজ্জা।
ধূপের ধোঁয়া পৌঁছায় ঘরের প্রতিটি কোণে,
প্রতিটি মানুষের ভালথাকার আগুনে বসানো মন পাত্র আটকে রাখে দম।
ভুলেছে সে বেনীর সজ্জা,
শুধু খোঁপা আগলে রাখে লজ্জা।

-


3 MAR AT 15:35

অতীতের সব অনুভূতি উষ্ণতায়
মিশে আছে কি না জানা নেই!
জানা আছে হারিয়েছে বিশ্বাস অন্তরালে
কেন খোঁপার বাঁধন এমন মন!

-


24 AUG 2018 AT 21:10

নরম।
অনেক নরম চুল ওর।
বেশি লম্বাও না
কখনো খোলা থাকে।
মাঝে মাঝে ওয়েভ করে উঠে।
যখন ওর গালে এসে ডিস্টার্ব করে
তো ধরে তাদের খোঁপা বানিয়ে
সে,
ক্লিপ লাগিয়ে নেয়।

-