Az Ad   (AZad)
26 Followers · 23 Following

read more
Joined 11 February 2021


read more
Joined 11 February 2021
17 JUL AT 18:29

অবান্তর উঠোন চুমুক দিয়ে
গোধূলি ত্রিভুজ এগিয়ে চলে
মিষ্টি মুখে বসন্ত বাগানে।

কলাপাতার ভূগোল ত্রিভুজ বাঁধন খুলে
স্পন্দন বিকেলে ভালোবাসার বৃষ্টি হয়ে
শিহরণ পাহাড়ের ধূসর শরীরে
জোনাকি পকেটে রেখে দেয় নদী।

দোতলা আকাশ ফোঁটা ফোঁটা বৃষ্টির জল
নিত্য নতুন জাহাজে বোঝাই হয়ে
নতুন উপত্যকার রুপ দিয়ে ছড়িয়ে পড়ে।

বিধান সদৃশ্য লেখার খাতা, লিটমাস জানে!

ত্রিভুজ জলে শূন্যতার হাওয়া
ডানার কাছাকাছি এসে, অচল উপত্যকায়
বানভাসি আচরণে অলকানন্দার জলে!

-


11 JUL AT 18:17

বলাকার ডানায় কবিতা ছড়াবো স্রোতের নীল জলে
অক্ষর কালি ছুঁয়ে গড়িয়ে পড়তে চায়
ভয় হয় ভুতুড়ে জীবন নিয়ে।

বৃষ্টির দেখা ঘরে মাটির সন্তান
পলক তখন অনুভূতির জলে,
ত্রিপল ত্রিভুজের হঠাৎ ধূসর মনে
ব্যর্থ চিলের আনাগোনায়
ময়ূর ময়ূরী নাচে স্থির জলে।

আমার বানভাসি দার্জিলিং
ঢেউ তুলে যায় কদম ফুলে,
পুকুর পাড়ের খেজুর গাছে
সেতুর সকাল বেনি সুতোর ভাঁজে ভাঁজে।

-


9 JUL AT 10:59

তোমার মাটি খুব কঠিন
মাথায় মস্ত ছায়া গাছ ,
তাই বলে নরম মাটির ভালোবাসা
উড়িয়ে যেও না! কষ্ট পাবে নরম মাটির গাছ।

কথার লাগামে হৃদয়ে আঘাত পেলে
করে দিও , লাল ঠোঁট চায়ের বাগানে
এমন করে চুমু দিওনা কষ্ট পাবে।

চেয়ার ছেড়েছে ভালোবাসায়
রুপান্তরের হাত ধরে
কালো পতাকায় আঘাত করে
শান্তি হারিয়ে চুম্বন করো না চোখের ইশারায়।

ভুলে যাওয়া সময় স্রোতে ভালোবাসা
ভুলে যাওয়া সবুজ ঠিক দাগ,
দৃশ্য - অদৃশ্য সমস্ত ভালোবাসার গন্ধ
খুবলে নিওনা মাটি ছুঁয়ে , মাটির ভালোবাসায়।

"ভালোবাসার আর এক রং তুলি দিয়ে আঁকা আকাশ পারবেনা দেখতে..."

-


7 JUL AT 18:40

বিদ্যার কালো জলে চুলে ভরা ঠোঁট
মরিচিকার উপর নিচে
তোমার চোখে চোখ রেখে।

জীবন সেতু আলো ছড়ায়
ধূসর রঙের মেঘের কোলে,
নীরব গোলাপ গোপন থাকে
নীরব মায়ের হাতে।

নারী পুরুষ মিলন হয়
হলুদ পিয়ানোতে - লেপ্টে থাকা অল্পকথায় তার সাথে।

-


2 JUL AT 18:07

আকাশ চঞ্চল হলে ত্রিফলা সমুদ্রের মাঝে দুটো পাহাড়
হৃদয় অচেনা সুরে তুমি হলে
জোয়ার ভাটার উৎপাদন অদৃশ্য ডানা।
ফুলের ঋতু হলে ত্রিপল অচেনা সৈকত
চোখের পাতা ডাকবাক্স হলে
হলুদ পাড় তার ঋতু।
শিউলি ফুল খোঁপায় নিলে
যুক্ত দুই ছয় ঋতু শূন্য নিটোল ছোঁয়ায় অন্তরালে।

ভাঙ্গা কথার শব্দ নিয়ে
কাঞ্চনজঙ্ঘা হারিয়ে যায়।
উত্তেজনায় তোলা ছবি বিন্দু বিন্দু ঘাম হয়ে যায়
বাহুডোরে চাঁদের আতর হৃদস্পন্দন বাড়িয়ে যায়।

-


27 JUN AT 17:33

রংতুলি লাগে উপত্যকায়, ওপার বাংলা ছুঁয়ে
উপত্যকা মুচকি হাসে, শূন্য বিকেল চুরি করে!

ফোনে ফোনে তরঙ্গ ছড়ায় সাঁকো
বদলে যায় ফুলের দামে, মাটির গন্ধে
বাহুডোরে গিটার বাজায় পাথর ঘরের গল্প বলে
চিবুক ছুঁয়ে হলুদ ফুল মুখ লুকায় উপত্যকায়।
খাতার পাতায় নাম লিখে যায় ডানা মেলে
উড়ে যায় রঙ্গিন চিল ,সন্ধ্যা হোলে।
উজ্জ্বলতায় লাল হয়ে যায়
মুখের চলন বদলে গিয়ে,
একা একা জড়িয়ে ধরে বালি ঘর।

-


24 JUN AT 18:08

প্রিয়জন প্রয়োজন হলে অনুভূতির ওজন এক
কিন্তু ,
প্রয়োজন প্রিয়জন হলে অনুভূতির ওজন ভর শূন্য হতে পারে !

প্রিয়জন অভিমান করতে পারে
প্রয়োজনের অভিমান করার প্রয়োজন হয় না।
' প্রিয়জনের স্বার্থে যুক্ত অনুভূতি '
' প্রয়োজনের সাথে যুক্ত অনুভূতি '
মন ও শরীরের মতো...!

-


11 JUN AT 17:49

অনুরোধ এখন টহল দিচ্ছে অবুঝ সবুজ ঘরে।
প্রকাশ ছিল অবুঝ হৃদয় মাঝে প্রদীপ জ্বালিয়ে।
টহল টহল টহল রাস্তার ধারে...

-


11 JUN AT 12:06

চাঁদের আলোয় ঠান্ডা হয়
সবুজ মাঠের ঘাস,
সূর্য উদয়ে ঝলসে যায়
কচি কচি সবুজ ঘাস।

-


7 JUN AT 18:49

সূর্য উদয় দেখা হয়নি বহুকাল
সূর্যাস্তের বাগান বাড়িতে, অবিরত
ওটাই কল্পনায় দুটোই!
রাস্তা বহুদূর সোজা হতে পারে
হতে পারে, কিন্তু হয় না
সময় কম, হয়না বিবরণ অবিরত তাইতো
এক কথায় বলা যায়
রাস্তার সূচনা থেকে উপসংহার সোজা হতে পারে না,
ঠিক সুখ দুঃখের মতো অবিরত অনুভূতি!

-


Fetching Az Ad Quotes