Rifat Alvi   (Mahmud)
7 Followers · 12 Following

যা বলবো তা বিশ্বাস করবে না।
Joined 11 December 2017


যা বলবো তা বিশ্বাস করবে না।
Joined 11 December 2017
24 AUG 2018 AT 21:10

নরম।
অনেক নরম চুল ওর।
বেশি লম্বাও না
কখনো খোলা থাকে।
মাঝে মাঝে ওয়েভ করে উঠে।
যখন ওর গালে এসে ডিস্টার্ব করে
তো ধরে তাদের খোঁপা বানিয়ে
সে,
ক্লিপ লাগিয়ে নেয়।

-


8 MAR 2018 AT 22:54

সে হাসলো,
একটুখানি হেসে দিলো।
কোথা থেকে এক বাতাস এলো,
আর গাছের পাতায় জমা শিশিরেরা
বৃষ্টি রূপে মন ভেজালো।

-


16 DEC 2017 AT 22:48

শিশির ভেজা দূর্বাঘাসে,
শিশির কনা বলছে হেসে।
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় সুপ্রভাত।

-


3 JUN 2020 AT 23:37

The more you have of something,
The less it makes you HAPPY.

-


18 NOV 2019 AT 21:19

They were the ones who started this whole ..... thing and they should be the ones on the top of the game.

-


13 NOV 2019 AT 20:21

If you need money, you are not using your brain / If you use brain, you dont need money.

-


13 NOV 2019 AT 20:19

It's not that hard to be a great but you have to have good teachers.

-


30 OCT 2019 AT 17:42

They have no value for what they do have, they only have value for what they dont have

-


10 NOV 2018 AT 23:36

ভালোবাসা থাকে যেমন নদীর প্রতি বাঁকে,
সে কবিতায় তোমার মায়াবি চোখের প্রতি তেমনই আবেগ থাকে,
যে মোহ তোমার চোখে আছে, আছে মুখে।
তুমি তা বুঝবে কি করে?
তুমি তো ব্যস্ত, অন্য কারও প্রেমে।

-


24 AUG 2018 AT 21:09

নরম।
অনেক নরম চুল ওর।
বেশি লম্বাও না
কখনো কখনো খোলা থাকে।
মাঝে মাঝে ওয়েভ করে উঠে।
যখন ওর গালে এসে ডিস্টার্ব করে
তো ধরে তাদের খোঁপা বানিয়ে
ক্লিপ,
লাগিয়ে নেয় সে।

-


Fetching Rifat Alvi Quotes