QUOTES ON #কেউ

#কেউ quotes

Trending | Latest
13 JUN 2020 AT 10:44

লে খা টি ❤ ক্যা প্শ নে 👇

-


29 JUL 2018 AT 14:40

সময়ের অন্তরালে,
কিংবা পর্দার আড়ালে।
কত নিরীহ সবুজ মন,
পুড়ে মরছে লালসার আগুনে।
তার হিসাব কেউ রাখেনি।

-


19 NOV 2019 AT 14:57

বুঝলে মশাই ,
ভালোবাসা তো সীমাহীন হওয়া দরকার,
LIMIT তো অঙ্কেও থাকে 😌
প্রেমিক দের একটু রোম্যান্টিক হওয়া দরকার, PRACTICAL তো খাতাও হয় 😏

-



কেউ কারো প্রাণ,
কেউ বা বিষাদের গান!
কেউ না কেউ বাসে ভালো,
কেউ অগোচরে কাঁদে অবিরত!

-


20 AUG 2019 AT 8:33

মাস কেটে যাবে,বছর শেষ হবে।একদিন সবই শেষ হয়ে যাবে শবে।

-


31 AUG 2021 AT 14:11

কেউ বাঁশ দিলে মন খারাপ করবেন না,
চেক করে দেখবেন তার ভিতরে বিরিয়ানি থাকতে পারে😋
🤣😂😆

-



~স্বপ্ন ভাঙ্গার মিছিলে ..
একাই চলছি একদম একলাই চলেছি
শুধু লাশের খবর করেছি গোপন
যাতে কেউ না জানে ! কেউ না জানে!

-



কেউ বোঝেনা এ-ই হৃদয়ে কেন এতো হাহাকার?
কেন আমার চোখের জল ঝরে পরে বারেবার,
কেন আমি রাত্রি জেগে কবিতা লিখে যাই,
ঘুম নেই কেন আমার দুটি চোখের পাতায়?

-


19 JUN 2019 AT 14:15

বৃষ্টি আসতে গিয়েছে ভুলে
আকাশ ডুবেছে অন্ধকারে
কাঁদছে কেউ শহরের একপাশে
সে এখন একাকীত্বে ভুগছে,কাউকে ভালোবেসে।

-


3 OCT 2020 AT 1:02

কেউ হয়তো দূর থেকে লক্ষ্য করেছিল
কিন্তু কাছে এসে বলার সাহস পায়নি,
কেউ হয়তো বলতে পেরেছিল
কিন্তু সে বোঝাতে পারেনি,
আর কেউ হয়তো শুধু ভালোলাগায়
বেঁচে থাকতে চেয়েছিল,
কিন্তু পরিস্তিতি তাকে বেঁচে থাকতেই দেয়নি।।

-