Ášhm!ťâ 💫   (অস্মি✍)
148 Followers · 14 Following

read more
Joined 1 June 2019


read more
Joined 1 June 2019
15 MAR 2022 AT 10:21

না ছুঁলে অপ্রেমিক
সাদা কালো এই দুনিয়ায়
সবকিছুই তো ক্ষণিক......🖤

-


13 MAR 2022 AT 18:45

আবিরের গভীর রঙে রাঙা হয়ে ধরা দিল বসন্ত,
প্রকাশিত না হয়েও অনেক ভালোবাসা আজও বড় জীবন্ত

-


12 MAR 2022 AT 18:40

- "কি রোজ রোজ ফোন করে একই কথা জিজ্ঞেস করো বলোতো মা , জানো তো আমি কতটা ব্যস্ত, আর এই সময় আমি অফিসে থাকি, কতবার তোমায় বলেছি।"
- "আহা খোকা, রাগ করিস না বাবা, বাড়ি থেকে কতদূরে পড়ে আছিস, চিন্তা হয়না বুঝি আমার, তাই একটু খোঁজ নিই আর কি, ঠিক আছে তুই যখন বিরক্ত হোস কাল থেকে আর এই ফোন টাই আসবেনা দেখিস"।
ফোনটা কেটে যাওয়ার পর নিজেরই খারাপ লাগে নীলের, তারপর ভাবে এখন কাজ টা করে নিই, মাকে ঠিক মানিয়ে নেবে। এরপর কাজের চাপে সবই মাথা থেকে বেড়িয়ে যায়, বাড়ি ফিরে ঘুমে তলিয়ে যায় নীল।
পরের দিন অফিসে এসে জিভ কাটে , ইস্ কাল মা কে সরি বলতে একদম ভুলে গেছে , সেই মুহূর্তে সরি বলার জন্য ফোন বের করতেই দেখে মায়ের চারটে মিসড্ কল, নিজের মনেই হেসে ওঠে নীল।
সত্যি মায়েরা হয়তো এমনই হয় , রাগের মধ্যেও খেয়াল কিন্ত রাখতে ভোলে না......❤

-


11 MAR 2022 AT 10:05

স্নেহের পরশ পায় সে কিসে?
বর্তমানে অর্থ যাহার
সম্মানই তো প্রাপ্য তাহার,
হোক না সে খারাপ মানুষ
তবুও তো নয় পকেট ফানুস,
অর্থ প্রাচুর্য নেই তো যার,
অবহেলাই বরাদ্দ তার....

-


10 MAR 2022 AT 20:18

প্রেমে,
সবকিছুই নিখুঁত চাই
ভালোবাসায় একটু এলোমেলো হলেও,
ক্ষতি নাই.......❤

-


18 JUN 2021 AT 9:25

অন্ধকারে ডুবে মন,
আঁধার পেরিয়ে আলোর দিশা,
দেখাবে সে কোন জন.....

-


14 JUN 2021 AT 18:16

রয়েছে কলঙ্ক চাঁদে
তবু ছড়ায় সে স্নিগ্ধতা ,
সৌন্দর্যের আড়ালে যে,
ঢেকে যায় মানুষের কলুষতা ......

-


11 JUN 2021 AT 18:07

ছড়িয়ে দিও স্নিগ্ধতা
রুক্ষতা মুছিয়ে দিয়ে,
ভরাট কোরো শূন্যতা....

-


10 JUN 2021 AT 18:06

ডায়েরির পাতায়
অতীত ফ্যাকাশে
বেরঙীন মনের ক্যানভাসে .....

-


7 JUN 2021 AT 9:54

সৌন্দর্যতেই মুগ্ধ তারা
তাকে সাজিয়ে রাখে যত্ন করে
পরে ফেলে দেয় আস্তাকুঁড়ে ,
একই রকম মানব জীবন
সেই প্রিয় হয় যে প্রয়োজন ,
কিছুদিন পর সেই অচেনা
কারুর খোঁজ তো কেউ রাখেনা.....

-


Fetching Ášhm!ťâ 💫 Quotes