তাদের নিয়েই গড়ে উঠুক, যত আয়োজন..
এমন উৎসবে বেশি ছুটি, দেখতে পায় চোখে
অনেক মানুষ বছর ঘুরে, পা দেয় গ্রামের বুকে..
প্রায় প্রিয়জন ঘরে ফিরে, উৎসবটা দারুন কাটায়,
আসে তারা ধীরে ধীরে, পুজোর আশটা দারুন মিটায়..
কতো প্রিয়জন আসেনা, কাজের জ্বালায়,
কতো প্রিয়জন এসেও, পরে থাকে নালায়...-
আকাশ জুড়ে আলোর বর্ষণ
ভিজছে অলিগলি
আনন্দের সহিত জানাই সবারে
শুভ দীপাবলী-
" জয় মা কালী, করুণাময়ী মা "
বেঁচে থাক বিশ্বাস, যতদিন আছে প্রাণ,থাকবে মনের বিশ্বাস ।
হারাবোনা রাখবো ধরে যতনে, দিয়েছি প্রতিশ্রুতি রাখিও মনে বিশ্বাস ।।
অন্তহীন দিগন্তে নীল আকাশের ওই প্রান্তে, ওই দেখো এক দিব্য আলোর জ্যোতি ।
ও এক দেবদূত পূর্ণিমা রাতে, চন্দ্রলোকের চেয়েও তীব্র জ্যোতি ।।
আসছে ধেয়ে মম সম্মুখ পানে, আমি বসে আছি সাধন পথে ।
আমিও স্তব্ধ হয়েছি দেখে, ও আমার আরাধ্য দেবী, বছর পুজেছি,
এই বছর পূজি নাই কেন ? দিয়ে গেল আদেশ শুনি কর্ণ রন্ধ্রে, দেখি বন্ধ আঁখিপাতে ।।
গুরু বিনা দেহ মোর নিত্য কর্মে ব্রতী, সেই থেকে পূজি ভক্তি মনে ।
পূজা করি বছর বছর, উদ্যোগী কিছু সাথী মিলে, প্রাণ প্রতিষ্ঠা করি সহভাগী মনে ।।
যে রূপে দেখেছি ঠিক সেই রূপ বর্ন দিয়েছে মা, রঙের তুলিতে দেয়নি ঠিক রং মুকুটে,
সন্তুষ্ট হতে পারিনি দেখে মুকুট, তাই কিছুদিন পর এনে দেই নতুন মুকুট ।
মূর্তি কার করেন মূর্তি সৌষ্ঠব । গোপাল ভাই জিজ্ঞাসে কি নাম রাখিব মায়ের ?
কি নামে ডাকবে তুমিই, নাম দাও তুমি দাদা মায়ের ।।
করুন স্বরে ডেকেছি মা' মা' বলে, দিয়েছি তাই নাম "করুণাময়ী মা" ।
একজন বিরোধী, শত জন সাথে 7 জুলাই 2006 প্রাণ প্রতিষ্ঠিত হয় শুভদিনে
দিয়েছি নাম " করুণাময়ী মা " ।।
জনম জনম লইব তোমার নাম, কোটি কোটি প্রণাম জানাই তোমার চরণে 'মা' 🌺🌺🙏🙏
Panchanan Maiti,,,21/08/640🌺🌺🙏🙏
-
লক্ষ্মী আজি মান করেছে
বললো না কেউ ভালোবাসি,
ছাড়লো না স্ত্রী ভূতনাথকেও
আসছে কন্যা - এলোকেশী ।-
আলোর বর্ষণে ভিজছে সবাই
মেলে খুশির দিশা
কালীপুজো দীপাবলীতে জানাই
সকলকে ভালোবাসা।
ভীষ্মদেব রানা-
অন্ধকার মুছে যাবে এক চিলতে আলোর রেশে,
ভয়ঙ্করী মা কালীও কিন্তু বেশ সুন্দরী রমণীর বেশে।-