উজান তরী ,গাঙ্গের তীর ,প্রিন্সেপঘাট
মনে আছে
মনের চিবুক ছুঁয়ে যাওয়া সেই প্রেম শুরুর সাক্ষাৎকার ..
.
.
.
.
ঘরবন্দী এখন দুজনে তবুও চালিয়ে যাচ্ছি
দোঁয়াতের কালি আর ডায়েরির পাতার প্রেমালাপ ...!!-
চলো চোখ বুজে রই, আমি আর তুমি
আলোর স্পর্শে জ্বর,
সুখেদের ভিড়ে মহাদেশ আঁকি
একটা সেতু আর কিছু বাড়িঘর।-
কোলকাতা শুধুমাত্র বাঙালি বা রসগোল্লার জন্যই বিখ্যাত নয় । কলকাতা জুড়ে রয়েছে রঙিন পাড়ার আড্ডা গুলো । আজও কলকাতায় আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের অতুলনীয় সব লেখা । রয়েছে রাস্তার ধারে সেই ছোট্ট চায়ের দোকান গুলো যেখানেজমে বেশ আড্ডা কিছু কফিশপের থেকে অনেক ভালো । কলেজ স্ট্রিটে রয়েছে তার অনেক নিজস্ব গল্প যেটা বইয়ের পাতায় প্রকাশ করা যায় না । রয়েছে গঙ্গার ঘাটের সেই মন মাতানো হাওয়া আর কিছু ভালোবাসা ।
...কলকাতা আমাদের সকলের ভালোবাসা...
..কলকাতা আমাদের সকলের গর্ব...
..কলকাতা আমাদের আবেগ..
॥ শুভ জন্মদিন কলকাতা ॥
শুভম ॥-
উত্তর কলকাতা খানিকটা দাঁড়িওলা ছেলেটার মত,সে কবিতা লেখে,গান গায় গিটার বাজায়।তাঁর মস্তিস্ক অতটাও উন্নতি মুখর নয়,তাকে ভালো লাগে লোকের তবে তা ক্ষণস্থায়ী,তবে মুষ্টিমেয় আহাম্মক এনাকে প্রাধান্য দেয়,বেশিরভাগটাই বাস্তবমুখী,স্বচল উন্নতিমুখর স্বত্তা দক্ষিণমুখী হয় জীবনধারণের জন্য।।
-
কলকাতা মানেই প্রাণের শহর, স্মৃতির আহ্বান
কলকাতা মানেই রবীন্দ্রসদন, রবিঠাকুরের গান।
কলকাতা মানেই ইস্টবেঙ্গল ঐতিহাসিক মোহনবাগান,
কলকাতা মানেই শোভাবাজার, বিসর্জনের বাবুঘাট।
কলকাতা মানেই সৌরভ ও তার হরিতমোড়া ইডেন,
কলকাতা মানেই বাজারমুখী নিউমার্কেট, এসপ্ল্যানেড।
যাদুঘর, গ্রন্থাগার আর ইমারতের মন্তাজ,
বিকেল দেখা গঙ্গা বা মনমিলনের প্রিন্সেপ ঘাট।
বড়দিনে পার্ক স্ট্রিট, বাকিদিনে ভিক্টোরিয়া
সকাল-সন্ধ্যা গড়ের মাঠ, সুরের আকাশে হেমন্ত-মান্না।
শহর মাঝে ট্রাম-ট্যাক্সি, ব্যস্ত শিয়ালদহ
বইপাড়ায় বইয়ের ভিড়, পুজো আড্ডায় একডালিয়া।
দিয়েছে কতো কবি কতো মনীষীদের উজার করে
অর্থনীতির দুটি নোবেল বা চারু অভিনয়ের হেঁশেল।
তাইতো বলি কলকাতা শুধুই ইতিহাস বই নয়,
সে আসলে নিজেরে রচিয়া মহামিলনের গান গায়।
-ঋত্বিজা
-
প্রবাসী বাঙালী আপনি, বছর দশেক পর শহরে পা,
ধূলো থেকে বাঁচাতে বিদেশী রোদচশমাটা চোখে ঢাকলেন,
আচ্ছা, এই রোদচশমাটা পারবে এই শহরের
প্রথম প্রেম, ট্রামের আওয়াজ, ইডেনে দাদার ছবি
ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির উত্তেজনা,
হাওড়া ব্রীজের লাইট, মানিকতলা বাজারের মাছের আঁশটে গন্ধ,
ঢেকে দিতে,পারবে শহরের বড়ো হবার স্মৃতিকথা ভুলিয়ে দিতে।-
শহর জুড়ে মেঘের ছায়া,মনের মাঝে দুখ,
আবেগ গুলো বড্ড কৃপণ,খালি জীবিত বিষাদ সুখ।
বৃষ্টি যদি নাই আসে তবে আকাশ কেন কালো?!
প্রেমিক,তোমার প্রিয় শহর কী সত্যিই আছে ভালো ?!
-
*"কলকাতা"*
আমার শান্ত "কলকাতা" আবার সুস্থ হয়ে উঠছে,,আমার সুস্থ "কলকাতা" আবার ব্যাস্ত হয়ে উঠছে,,
-
ফিরবে এক নতুন ভোর,
খুলে যাবে বন্ধ দোর ||
ব্যস্ত হবে কলকাতা,
কেটে যাবে নিস্তব্ধতা ||
বড়বাজারে যানজট,
আরাধনায় বেলুড়-মঠ ||
কেটে যাবে ক্লান্তি,
ব্যস্ত দিবারাত্রি ||
কলেজস্ট্রিট-এ বইয়ের সারি,
অফিসপাড়ায় চড়বে হাঁড়ি ||
স্কুলপাড়ায় চেনা ভিড়,
আলোকিত গঙ্গার তীর ||
ময়দানে ঘোড়ার গাড়ি,
আর্সালানে বিরিয়ানি ||
প্রেমে ভরবে সরোবর,
নিউমার্কেট-এ দাম-দর ||
লঞ্চ চলবে গঙ্গার জলে,
শহর মাতবে কোলাহলে ||
অসুখ শেষে শান্তির হাসি,
শহর, তোমায় ভালোবাসি ||-
!!আমার তিলোত্তমা!!
কলকাতাকে যেন কলকাতার মতো দেখতে লাগে সব সময়,
শত ব্যস্ততা, ক্লান্তির পরেও হারায়নি এই শহর তার সৌন্দর্যতা ।
অগোছালো ধুলো,কাদা,মাটির পরেও এই শহরের ওলি,গলিতে লুকিয়ে আছে এক আন্তরিকতা।
এ শহর ক্ষণিকের মধ্যে সবাইকে আপন করে নেয়,
তাই হয়তো সবাই বলে কলকাতা মানেই প্রানের শহর ,আমার তোমার ভালোবাসার শহর।
কলকাতা মানে,দুর্গাপুজোর আমেজ
কলকাতা মানে,ইস্টবেঙ্গল-মোহনবাগান
কলকাতা মানে লেকের ধারে lovers corner
কলকাতা মানে, কফি হাউসের ধোঁয়ামাখা সন্ধ্যার আড্ডা,
কলকাতা মানে, গর্বের ইডেন গার্ডেনস
কলকাতা মানে ,হাওড়া স্টেশনের বাইরে হলুদ
ট্র্যাক্সির লাইন।
কলকাতা মানেই, বাবুঘাট জেটি,দ্বিতীয় হুগলি সেতু,
কলকাতা মানে ,কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে বই প্রেমিকের লাইন
কলকাতা মানে, বিশ্বকবির জোড়াসাঁকো ঠাকুরবাড়ি
কলকাতা মানে আরও কতো কিছু যা শেষ করে বলা যায় না এক নিশ্বাসে ।
হয়তো সেই জন্য এত সুন্দরী,আমার ,তোমার তিলোত্তমা
-