Shubham Reet Kundu  
2 Followers · 3 Following

Smile and start again ❤️
Joined 24 August 2019


Smile and start again ❤️
Joined 24 August 2019
12 NOV 2021 AT 21:57

এইযে শুনছো ?
জানোতো তুমি না ঠিক আমার কাছে এক খাঁচা হিন পাখির মত যার কোন বাঁধন নেই যাকে ধরে রাখা যায় না তবে আদর যত্ন করে ভালোবাসা যায়...আর আমি তোমার জীবনে ঐ কৃষ্ণচুড়ার ডাল হয়ে থাকতে চাই যখনই মন খারাপ হবে বা কোথাও আশ্রয় পাবে না তখন এসে বসো না হয় এই ডালে ছায়া হয়ে রবো আমি তোমার পাশে ।

-


24 SEP 2021 AT 23:20

কি হাস্যকর ব্যাপার না !!😂
আজকালকার দিনে সকলেই একটা পারফেক্ট রিলেশনশিপ চায় ফেসবুকের টাইমলাইনে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে সমস্ত প্রেম রিলেটেড পোস্ট দেখে সেখানে কমেন্ট করবেই যে "ইস যদি আমার একটা এরকম বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হত" কিন্তু ঠিক সেই মানুষটাই একটা সম্পর্কের জন্য কখনো খাটবেনা ভুলভ্রান্তি গুলোকে কখনো গুছিয়ে মানিয়ে ও নেবেনা কারণ এই যুগে অনেক অপশনস আছে তো একটা সম্পর্ক না থাকলে আরেকটা সম্পর্ক ঠিক হয়ে যাবেই ।
"কিন্তু তার বাপু পারফেক্ট রিলেশনশিপ চাই" 😌

-


3 FEB 2021 AT 0:12

শরীর দিয়েই যদি ভালোবাসা হোতো প্রিয়
তাহলে RED LIGHT এরিয়া বসে থাকা মহিলা গুলো ভালবাসার কাঙ্গাল হতো না...

-


11 JUN 2020 AT 19:12

এই গোধূলিবেলার রঙিন দিনে
ভালোবাসা কিছু এমনো হয়
হাজার কালো মেঘের আড়ালে
সূর্য হয়ে ফুটে ওঠে বারেবারে
সেই ভালোবাসার মানুষটিকে
ইচ্ছে করে মনের কথা কইতে
ইচ্ছে করে বলেই ফেলি ভালোবাসি তোমাকে
তবে মনের ভেতর খটকা লাগে
যদি সে ছেড়ে চলে যায় আমাকে
তাইতো ফিরে আসি আমি বারে বারে
ওহে প্রিয়সি বুঝে নিও মোর মনের কথা
যদি না কইতে পারি আমি
চলুক তবে এই বন্ধুত্বের খেলা
তুমি চাইলে তবেই ফিরে আসার পালা

-


6 JUN 2020 AT 10:55

তোর হাত ধরে লিখেছিলাম এক গল্প
অনেক স্বপ্ন বুনেছিলাম এক এক করে
রঙিন ডানা মেলে ছিল মোর আশা
ভাব সাগরে হারিয়ে ছিলাম আমি তোর সাথে
ভালোবাসায় পরিপূর্ণ ছিল এই গল্প
তবে হঠাৎ করে মাঝ পথে থমকে গেল সব
বিচ্ছেদের সুর শুনলাম অল্প অল্প
মাঝপথে আসিয়া ছাড়লি মোর হাত
তবে ছাড়বি যদি ধরলি কেন এই হাত
ফিরিবার পথ আমি খুঁজিয়া না পাই
তাই রাতের অন্ধকার টা আমি একাই কাটাই
ফিরে পাই নি তোকে বহুবার ডেকে
তাই আজও ভাবি কোথায় ভুল ছিল
আমার তোকে ভালোবেসে 🙂

-


5 JUN 2020 AT 16:19

দূষণমুক্ত করো এই পৃথিবী
স্বচ্ছ করো এই দেশ
আজি নতুন প্রভাতে
গড়ে তোল এক নতুন পরিবেশ
স্বচ্ছ করো মন বাড়াও দুটি হাত
মিলেমিশে কাজ করি নাহি কোন লাজ
গাছ লাগাও সবে মিলে ঘরে ঘরে আজ
সুজলা সুফলা হোক এই ধরনী আমার
নাহি কোনো ভেদাভেদ নাহি মারামারি
ভালোবাসা দিয়ে চলো
এক সুন্দর জগৎ গড়ে তুলি ❤️

-


5 JUN 2020 AT 11:15

তোমার ওই আঁখিতে দেখেছি আমি স্বপ্ন
বেশ কিছু গল্প বুনেছি আমি মনে
তোমার ওই স্নিগ্ধ ঠোঁটে
অনেক না বলা কথা রয়েছে জমে
তোমার ওই নরম গালে
প্রচুর ভালোবাসা রয়েছে লেগে
তোমার ওই মিষ্টি হাসি
বহুবার উন্মাদ করেছে আমাকে
তোমার ওই খুনসুটি আর শিশুবৎ ব্যবহারে
আজ ও আনন্দে মাতিয়ে রাখে আমাকে
ভালো থেকো আমার ভালোবাসা
একরাশ সুখ নিয়ে ❤️

-


5 JUN 2020 AT 1:45

কিছু প্রেমের ভাষা হয়না
কিছু প্রেমের নেই মানে
তবুও এই অবুঝ মন কি বোঝে ?
ছুটে যায় বারে বারে সে দিক পানে
পাওয়া তাকে বড়ই কঠিন
নিজের মতো করে
দুচোখ আমার সবই বোঝে
শুধু ভাষা পাইনা খুঁজে
মনের মাঝে উথাল পাতাল
তবে শান্ত হওয়ার পালা
কেবল আমি ভাবি শুধু
এবার তোমায় ফিরে পাওয়ার পালা

-


3 JUN 2020 AT 18:48

ভালোবাসা বড়ই অদ্ভুত কেউ পাওয়ার আশায় অধীর অপেক্ষায় থাকে কেউবা পেয়েও তা হারিয়ে ফেলে কেউবা হয়তো পাইনা....
ওহে বন্ধু নাহি নাইবা হলো ভালোবাসা
নাহি নাইবা ভালোবাসলে তুমি
শত ভিড়ের মাঝে না হয় লুকিয়ে রাখলে তুমি থাক না বেচে ভালোবাসা তোমার অন্তরে
প্রকাশ্যে তা আসলে হারাতেই হবে তুমি জানো ভালো করে
॥ তুমি মোর হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে তুমি পাওনি ওহে দেখতে তুমি পাওনি ॥

-


10 MAY 2020 AT 10:57

মাগো এ শহর ভীষণ কঠিন
সরল চাবিকাঠি হলো তুমি
রাত জাগা দুটি চোখে
শান্তির ঘুম হলো তুমি
দিশাহীন পথের
সঠিক দিশা তুমি
এই সকল খারাপের মাঝে
আগলে রেখেছো তুমি
মাগো নেই যে তোমার তুলনা
মাগো তুমি যে অনন্যা
মাগো তুমি আমার সব না বলা কথা গুলো আজও বঝো এইটুকু আমি জানি ।।

-


Fetching Shubham Reet Kundu Quotes