একজীবন সময় নিয়ে অপেক্ষা করতে পারি
একমুহুর্ত উপেক্ষা করতে পারিনা।
-ঋত্বিজা-
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহলভরে
আজি হতে শতবর্ষ পরে-রবিঠাকুর।
পৃথ... read more
শরীরের অশরীরী অংশ ব্যাকুলতার ভিটে হোক,
অপূর্ণতার অন্তঃস্থলে পূর্ণিমার শোক হোক।
-ঋত্বিজা-
শহরজুড়ে কংক্রিটের প্রতিশ্রুতি
শ্যাওলার স্পন্দন অবিরাম,
পুনর্জন্মের অপেক্ষায় প্রকোষ্ঠেরা
অন্ধকূপের গান গাইছে।
-ঋত্বিজা-
চোখ দর্পণে নতুন মুখ
নাকি নতুন করে চেনা?
চেনা শরীরে ভঙ্গি নতুন
মেটাস্যোমাটাইজেশনের পালা।
-ঋত্বিজা-
-সব ভুল কি সহ্য করা যায়?
- দেখ প্রত্যেক মায়ের কাছে আহ্লাদী
অসুরও বিদায় মিষ্টি খায়।
-ঋত্বিজা-
এক সমুদ্র সবুজ পেরিয়ে
লাল ইটের মন্তাজ,
পেরিয়ে গেলো দশটি বছর
বিদায় নেওয়ার সময় আজ।
পুরোনো স্মৃতি মনে করে
কাঁদেই যদি চক্ষুদ্বয়,
ভেবো আমরা প্রাক্তন নই
প্রিয় কি কোনদিন প্রাক্তন হয়?
-ঋত্বিজা
-
গভীর গোপন বৃষ্টি
-ঋত্বিজা দে
হরিতের গভীর অবেক্ষণ এখানে
একটু একটু করে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ,
গভীরতা কমে আসছে,অন্তর্বাষ্প অনেকটাই মলিন
স্যাঁতসেঁতে আবহাওয়াটা দেখতে পারছি না আর,
হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলেছি।
এখানের গাছগুলো অতটা লম্বা নয়,
আমার উচ্চতাকে ছোঁয়ার ক্ষমতাই নেই এদের।
পেছনে অনেক পেছনে স্মৃতির মহীরুহগুলো দাঁড়িয়ে,
ওখানে ভালোবাসার অন্ধকার, ফিরে গেলেই হারিয়ে যাবো।
এখানে আর গাছ নেই বললেই চলে
কয়েকটা আগাছা পা আটকাবার চেষ্টা করছে
ওদের তো মরতেই হতো,তাইনা?
তবে চিরহরিৎ পেরিয়েই যে মরুভূমির প্রাপ্তি ঘটে
ভূগোলের অক্ষরে শুনিনি কোনোদিন,
ভূগোলটা নাহয় বর্তমান,অতীতে সাহিত্যটাই সমীচীন।
-