#যা কিছু কবিতা নয়
যতটুকু চেয়েছি আজ অবধি তার সিকিভাগই লিখে দিতে পেরেছি তোমায়,
কে আটকিয়েছে সে প্রশ্ন বৃথা, শঙ্কা? বা হয়ত আঁটোসাঁটো সামাজিকতা ?
তবু যতবার ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আওড়েছি শব্দ...
তুমিও বুঝেছিলে জানি, এ কবিতা নয় নেহাতই অপরাগতা।
অসময়ের অভিমানে,অগোচরে গোপনে,হারিয়ে যাব সুযোগ পেলে আবারও...
তবুও তোমায় ভালোবাসি বলেই বারবার লিখে যাই ছাইপাঁশ।
আমাকে নিষ্ঠুর ভেবো ক্ষতি নেই কিন্তু জেনো প্রতারক ছিলাম না কোনোদিন,
ভালোবাসি বলেই থেকে যাব সবদিন- কাউকে কভু দিইনি এমন বৃথা আশ্বাস।
- ইচ্ছেউড়ানের সঙ্গী-
#আয়ুষ্কাল
হারিয়ে তুলি-রং অসুখী এবং
কবিতার শবদেহ,
কলম কভু নিলে বারংবার গেছি ভুলে
হারিয়ে ফেলেছি স্নেহ।
আঁকড়ে ভিটে মাটি স্মৃতি নিয়ে ঘাঁটি
খুঁজে পাই যত,
বিস্ময় তার পরাজয় স্বীকার
বোবা কবিতার মতো।
তবু যদি কথা বলে নীরবতা
দু'হাতে করিব অক্ষয়..
অযাচিত ভোরে বিধাতার দোরে,
বলিব এখন ফুরোয়নি সময়।-
নগ্ন দেহে
প্রেম পেয়েছ,
রিক্ত
বুকে হাহাকার..
শরীর ছুঁয়েই
পূর্ণ যখন,
'মনের'
কী দরকার !
-Ichheuraner Songi
-
কাব্য জুড়ে লিখলাম জ্বর,
রাত নামবে সুখের চূড়োয়...
জেনো এক পৃথিবী কান্না এলে ,
তবেই কিন্তু দুঃখ জুড়োয়।
পেখম মেলে দুঃখ নিলো ছুটি,
ভিক্ষা দিলুম হলুদ মেঘের ঢেউ..
চোখ বুজেছি,হাত মেলেছি,
চাইনা ধরুক আপন কেউ!-
ছুটে যায় তারা গা ভাসিয়ে,
সুখী থাকতে পড়েছে হিড়িক...
হাসতে গিয়ে রোজ ভুলে যাই,
শান্তির খোঁজ পায় না ক্লসট্রোফোবিক।-
হাসছে সময় অনায়াসে,
আঘাত পেয়েই বাড়ছে ক্ষত..
বিষের ছোঁয়ায় বিষ কেটে যাক!
বাকিটা সময় ঠিক সারাবে দ্রুত।-
লিখতে গিয়ে রোজ হারিয়ে ফেলি শব্দ,
কবি বলেন অট্টহেসে 'বেশ করলুম জব্দ!'-
ভুলে যাই তুমি তো নও বিরিয়ানি।
গালে হাত দিয়ে মাছি মারি তাই,
কেউ তো কিনে খাওয়াবে না জানি!-
অনিশ্চিত
বলতে গিয়েও গিলছি রোজ দু এক পাতা শব্দ,
ভাবছো আমায় অহংকারী! বেশ করছি তোমায় জব্দ।
জলছাটে মন ঝাপসা হয়,স্বভাব যেন বিপরীত..
যেমন বৃষ্টিশেষে সাতরঙা দিন একটু বেশি অনিশ্চিত।
ভিড়ের মাঝে প্রেম হারালে জেনো কথা লুকাবে হলুদ খাম,
হয়তো ভাঙবে জেনেই আরো একবার মনের দেওয়াল গড়তে দিলাম।-