@ আমি কৃষক বাড়ির কন্যা@
আমি দেখেছি কৃষক জীবনের তরী,
বিন্দু বিন্দু ঘাম ঝরানো কষ্টের কর্ম ঝুড়ি।
ওরা মাঠে কাজ করে, সোনার ফসল ফলায়,
খাবার জোগায়, মানুষের পেট ভরায়।
ওরা লালন করে, গাছে ফুল ফোঁটায়,
সবুজের কোলে খুশির আনন্দ মেশায়।
ওরা কৃষি বিদ্যার গবেষক ,জমি তাদের পরীক্ষাগার,
মূর্খ ওরা নয়কো মোটেও, ওরা কৃষির মাস্টার।
ওরা চাষ করে বারোমাস, ওরা মাটির বন্ধু,
আমি সেই সবেতে খুঁজে বেড়াই ওদের চলার সিন্ধু।
আমি গরীবঘরের রাজকুমারী,পেয়েছি খুশির বন্যা,
ও হে বন্ধু শোনো আমি কৃষক বাড়ির কন্যা।
24/12/19-
পদ্মের মতো চোখদুটি তোমার,
পাহাড়ী নদীর মতো সুন্দর ওই রূপ
আমার স্বপ্নে এসোনা আর কন্যা
তোমার হাসিতে হয়ে যায় নিশ্চুপ।-
পৃথিবীর সবচাইতে ধনী সে যে তার শ্রেষ্ঠ সম্পদ কন্যাকে সম্প্রদান করে l
-
. .কন্যা..
লোকালয়ের অদূরে, যত্রতত্র বিষ্ঠা ও আবর্জনাময়, কটুগন্ধপূর্ণ অন্ধকার স্হানের মধ্যে কাপড়ের পুঁটলিটা সযত্নে ছুঁড়ে দিয়ে একটা মানুষ গলিতে হারিয়ে গেল।
নাহ্, কোনো 'শকুন্ত' মখমলের মতো পালকের ওম দিয়ে তাকে আগলে রাখেনি।
সে শকুন্তলা হয়নি।
বরং দ্বিপদী জীব তার দাম বুঝেছিল। তাকে রেশমী চাদরে ঢেকে যত্নে রক্ষা করেছিল।
নাম দিয়েছিল রূপাজীবা।-
যেসব মহান ব্যক্তিরা বলেন ,
কন্যা সন্তান মানে বোঝা ....
কন্যা সন্তান মানে পরের বাড়ি গিয়ে রুটি করা ....
তার শ্বশুর-শ্বাশুড়ির পা টেপা ....
বরের সেবা করা ....
কেন রে ?
এইবার মানে, আর বিভেদ করা বন্ধ করুন ।
কন্যা সন্তানরাও আইপিএস অফিসার হতে পারে ।
কন্যা সন্তানরাও রাজ্য সরকার হতে পারে ।
কন্যা সন্তানরাও দেশের প্রধানমন্ত্রী হতে পারে ।
এইবার চিন্তাধারাগুলো বদলান ।।-
মাতোয়ারা হয়ে উঠেছিল দত্ত বাড়ি, বাড়িতে নতুন সদস্য আসছে বলে কথা....
( বাকিটা লেখাটা ক্যাপশন এ থাকলো )
-
আমি সেই রজনীগন্ধাদের চিৎকার শুনেছি,
যারা পরিস্ফুটিত হওয়ার আগেই
নাড়ি ছিন্ন হয়েছে।
-
/পরিণতি/
জন্ম হয়েছে আমার কন্যা সন্তান রূপে । নামটি রেখেছে আমার তনয়া । আমি ছোট্ট বালিকা হলেও , কুমারী থাকতে পারি না দীর্ঘদিন । কনের সাজ সাজতে হয় বয়স আঠারো হলেই । গ্রামে বয়স আঠারো পেরোনোর আগে শুনবে "মেয়েমানুষ হয়েছ, কুমারী থাকা পাপ" নতুবা "এই বেটির বিয়ে হয় নি এখনো" অথবা এইটাও শুনতে পারো "মাইয়াডারে একখান বিয়ে দিতি হইবো" । আজ বাড়ির কাজের মহিলা ঝি নামে নামাঙ্কিত হয় । আচ্ছা তারও তো একটা নাম আছে নন্দিনী ।
হ্যাঁ আমরা নারী আমরাই পারি আত্মজা হয়ে উঠতে । ।💁💁🙋
-
As a future Dad,
নিজের মেয়ের নাম রাখবো "মা"
প্রত্যেকটা দিনই হবে আমার কাছে মাতৃদিবস-