আবেগগুলো ক্ষণস্থায়ী,
কিন্তু আবেগের দেওয়া
ক্ষত গুলো দীর্ঘস্থায়ী..
-
ভালো মানুষ হও,
কিন্তু ভালোমানুষি দেখাতে যেও না।
লোকে দুর্বলতা ভাবে..
-
Ordinary people works
9AM to 5PM.
Great people works
5AM to 9PM.
That is the difference..
-
জীবনের ওপারের মোহনায়
যেখানে মিশেছে পাপ-পুণ্যের নদী;
ধৈর্যের নৌকায় চেপে যেতে হয় যেখানে,
সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি
পাপের কালো জল মিশে যাচ্ছে
পুণ্যের সোনার জলের সঙ্গে,
মিলিত সাদা ধারা বয়ে চলে;
বলে যায়, পাপ পুণ্য দৃষ্টিভঙ্গি মাত্র।।
-
খারিজের খাতায় জমা
অঘোষিত নামটি আমার,
আলোর এই রঙিন দেশে
তুচ্ছ জোনাকির মত।
পৃথিবীর মৃত্যু প্রান্তে
লড়তে থাকি বুক চিতিয়ে,
হাসি দিয়ে জাপটে ধরি
বেদনা ভরা দগদগে ক্ষত।।
-
আকাশের বুকে মিশে যাক সব অভিমান,
নেমে আসুক প্রশান্তি বৃষ্টির জল বেয়ে,
ধুয়ে যাক প্রত্যাশার জমা ধুলো,
থেকে যাক ভালোবাসার শীতল আবহাওয়া।
-
শান্তি খুঁজে পেতে এসেছি তোমার দ্বারে,
পাখিদের সাথে বাসা বেঁধে,
পিঁপড়েদের সাথে খাবার খুঁজে,
চাতকের সঙ্গে জলের আশায় বসে থেকে
এখন আমি ক্লান্ত।
তাই শান্তি খুঁজে পেতে এসেছি তোমার দ্বারে।-