তোর কথাতেই,শীত পেরিয়ে আসে বসন্ত দিন
তোর ইচ্ছেতেই ইচ্ছেগুলো,মাঝেমাঝে হয় লাগামহীন।
তোর কথাতেই,মনের মাঝে জাগে নতুন ভাবনাগুলো
তোর ভরসাতেই বিদীর্ণ বুকে,জাগে এখনও আশার আলো।
তোর কথাতেই,দুঃখ সাগরে আজও নামে সুখের বৃষ্টি
তোর প্রেরানাতেই আজও,বিলীন হয়নি আমার সৃষ্টি।-
চিরকালীন এই ভালোবাসা আর মেঘ বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি....
ভুলে গেছ সব? বাতাসের উদ্বেগ, হাতের লেখাটা মনে রেখো লক্ষীটি.....
কালো করে ফের এসেছে আকাশ আজ
চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক
ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ
"আবার কোথাও আমরা ভিজব ঠিক"
-
🌹এক টুকরো স্বপ্ন 🌹
সময়ের ছন্দে রচিত হয় কত গল্প ,
সেই গল্পের শুরু কোনো এক অচেনা প্রকৃতির গন্ধে।
আজ না হয় মেখেই দেখি আশার গন্ধ
অচেনা অরন্যের মধ্যে,
যদি খুঁজে পাই কোনো এক গল্পের সূত্র।
না হয় শুরু হবে অন্য এক সুর!
সেই সুর দিয়েই না হয় শুরু করব আরেক গল্প,
যার নাম দেবো এক টুকরো স্বপ্ন!
- সুমন্ত সীট-
-
চোখের তারা ক্লান্ত হোলো যে,
আকাশের তারা নয়।
মেঘ কেটে গেলে ফুটবে যে তার,
হাসি মুখ নিশ্চয়।।
শুভরাত্রি।। ☺-
অন্তহীন ভালবাসাতে ভরুক সবার হৃদয়,
স্মৃতির পাতায় অবশিষ্ট ভাললাগা গুলি,
যেন মনের মাঝে এভাবেই বেঁচে রয়,
নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছা রইল মোর,
সকলের জীবনে আসুক এক নতুন আশার ভোর।-
নতুন প্রাণেতে আনুক দীপ্তি নতুন সূর্য কণা
সুখের তরীতে শুরু হোক আশার দিন গোনা
-
"সে আলোয় কি ফিরবো আমি "
"যে অন্ধকার তুমিতে ঘেরা "
"তবুও এ কোন আশার টানে "
"ডুবছে এমন তোমায় ছাড়া "-
যেসমস্ত তথাকথিত বিজ্ঞ পন্ডিতরা মোমবাতি/প্রদীপ জ্বালানোর বিরুদ্ধে যুক্তি হিসাবে এই আজব যুক্তি খাঁড়া করছেন যে মোমবাতি জ্বালানো হয় শোক পালনের জন্য তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি আপনাদের জন্মদিনে মোমবাতি জ্বালান শোক পালন করার জন্য?Candle light dinner করেন ভালবাসার মানুষটার সাথে শোক পালন করার জন্য?আর আমরা হিন্দুরা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসি মঞ্চে প্রদীপ জ্বালায় সেটাও কি শোক পালনের জন্য?মোমবাতি বা প্রদীপের আলো কি শুধুই শোকবার্তা বহন করে?নাকি সেটা আমাদের অন্তরের নিরাশার অন্ধকারকে দূর করে আশার আলোকে জাগরিত করে?আপনারা হয়ত এই চরম সত্যটা ভুলে যাচ্ছেন যে আলো কখনোই অন্ধকারকে ডেকে আনে না,বরং তা অন্ধকারকে দূরীভূত করে আলোর আগমন পথকে সুদৃঢ় করে।তাই এই কঠিন পরিস্থিতিতে অন্তরের হিংসাকে দূর করে আসুন না আমরা সবাই ঐক্যতার বন্ধনে নিজেদের বাঁধি।আমরা সবাই মিলে 'করোনা'-র বিরুদ্ধে লড়াই করে আবার সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে সাহায্য করি।"আমরা করব জয়,আমরা করব জয়,আমরা করব জয় নিশ্চয়।এই মনে আছে বিশ্বাস,আমরা করব জয় নিশ্চয়ই।✍🙏🏻✊🇮🇳
-
মন আজ দোটানায়,
খেলাঘর বাঁধতে চেয়ে
রঙিন স্বপ্ন ফিকে হয়।
নীড় খোঁজে নিঝুম রাত,
কল্পলোকের ভ্রম ছেড়ে;
জেগে থাকুক আশার আলো,
যেনো কোনো এক অচিনপুরে।
-
দারুণ রোদে যাচ্ছি পুড়ে
বুক ফেটে যায় তৃষায়,
কান্নারা সব বাষ্প হয়ে
মিশছে ধুলোয় ধোঁয়ায়।
একটু ও কি বোঝো না মন!
নেই কি কিছু চাওয়া?
অপেক্ষারা গুমরে মরে
তোমায় পাওয়ার আশায়।
-