ঘন্টা বাজে বিসর্জনের,
ঊমা এবার ফেরার বেশে।।
বাজলো বেণু ওই আশ্বিনের।।
চারিদিকেই অশ্রু সজল,
বিষাদ ছুঁয়েছে সবার মনে,
বিদায় বেলায় মায়ের আঁচল।।
মুছছে যে চোখ ক্ষণে ক্ষণে।।-
দূরে কোথাও মেঘ জমেছে,
বাঁধ ভেঙেছে পাড়ে।
তিস্তা তোমার উজান গাঙে
পার করে দাও মোরে।
একলা একাকী বিষন্ন দিন
কলকল যত রব।
ভাসিয়ে ভেলা তোমার বুকে
দূরে ঠেলে দেবে সব।
-
আকাশ ঘন কালো।
প্রেম ছুঁতে চায়
আলতো একটু ছোঁয়া,
এই বুঝি ক্ষণ এলো।
বাতাস মুখরিত,
ধুলো আজ কাদাময়।
হোক তবে ক্ষণিকের জন্য
জীবন প্রেমময়।-
শোনাবো তোমায়
নিশিযাপনে ভোর হয়ে যাবে
অনাবিল বার্তালাপে।
রাতের বালুকাবেলায়
শিহরিত হয়ে উঠবো
দু একটি রাতচোরার আনাগোনায়।
পাশে থেকো,
শুরুর গল্পের হাতছানি নিয়ে!-
দিনের অবশেষে।
মেঘের আড়ালে তাই
চাঁদ হাসে।
রাতের অন্ধকার
আলোকিত হয়ে উঠুক,
দোলা দিয়ে যাক
পূর্ণিমার চাঁদের বেসে।
-
হৃদয়ের যত কোণ।
আবেগের পিছুটান
অনন্ত অসীম।
তুমি ছুঁয়ে যাও সীমাহীন দিগন্ত,
ভরে ওঠে সুখী মন।
ঠিকানাহীন পথচলা,
দেশান্তরে ব্যস্ত সারাক্ষণ।
-
নিথর হয়ে দেহ মন,
বাধ সেধেছে করুন ক্ষণ।
সুখ সমুদ্র পাড়ি দিয়ে,
চলতে চাইছে দুই নয়ন।-
অনিশ্চিত যাত্রা।
এভাবেও চলে যাওয়া যায়
অগণিত দর্শক শুধুই হা হুতাশ করে।
তুমি থেকে যাবে হৃদয়ের গভীর কোণে
যেখানে অসমাপ্ত প্রেমিক প্রেমিকা
অঝোরে অশ্রু ঝরায়
প্রিয়জনের বিরহে।
-
সন্ধ্যে নামে চিলেকোঠার
একচিলতে ঘরে।
নিভু নিভু প্রদীপের আলোয়,
গল্পবুড়ি নিশ্চিন্তে চোখ বোজেন
নতুন আলো উঠবে বলে!-
আমার বেখেয়ালি জীবন।
তোমার একলা থাকার দিন,
বড়ই বে-রঙিন।
যদি চলতে চাও,
আমার সাথেই তুমি।
জীবন করবো সুখী,
তোমায় সঙ্গে নিয়ে আমি।
-