হে মোর প্রাণের সহজ-সরল মরণ,
হাসিমুখে করব করবই তোমায় বরণ...
তোমায় অবজ্ঞা করে-কার এত সাহস?
পাবনা ভয়,হব না ক্ষয়...
যদি পাই তোমার অমৃত পরশ।✍-
"বসন্ত আজ রঙিন বেশে ধরায় অবতীর্ণ।"😍
সকলকে জানাই বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা।নব বসন্ত সকলের জীবন আবারও নতুনভাবে রাঙিয়ে দিক।🤗-
সোস্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে একটা পোস্ট খুব ভাইরাল হয়ে অনেকেরই টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে।পোস্টটি হল এইরূপ-"ইউক্রেন যেটাকে যুদ্ধ বলছে পশ্চিমবঙ্গে সেটাকেই পঞ্চায়েত/পুরসভা ভোট বলে।" এহেন অমানবিক পোস্ট কোন সুস্থ মস্তিষ্কের মানুষের মস্তিষ্কপ্রসূত হতে পারে না,তা নিশ্চিতরূপেই কোন বিকৃত ব্যক্তির বিকৃত মস্তিষ্কের মস্তিষ্কপ্রসূত।একটা কথা সবসময় মনে রাখবেন-"War is not a joke neither to a soldier nor to a citizen belongs to that country."
আর যেসমস্ত ব্যক্তিগণ মজার ছলে এরূপ পোস্ট কপি করে ফেসবুক,হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন তাদের মস্তিষ্কের শীঘ্র সুস্থতা কামনা করি।✍🙏🏻🙏🏻🙏🏻-
যদি 'দেশপ্রেম' অপেক্ষা 'ব্যক্তি প্রেম' আপনার কাছে বড় হয় তাহলে আজকের দিনটা আপনি 'ভ্যালেন্টাইন্স ডে' হিসাবে পালন করবেন।আর যদি আপনি একজন প্রকৃত দেশপ্রেমিক হন তাহলে আজকের দিনটা আপনি 'কালো দিবস' হিসাবে পালন করবেন,পুলওয়ামায় বীর শহীদদের 'শাহাদত'-কে শ্রদ্ধা নিবেদন করবেন।
জয় হিন্দ!বন্দে মাতরম!
বীর জওয়ান অমর রহে।🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🙏🏻
-
সম্পর্কে যতদিন রাগ,মান-অভিমান,বিরহ ইত্যাদি আছে ততদিন জানবে সম্পর্ক ঠিক আছে।যেদিন থেকে এগুলো শেষ হয়ে যাবে সেদিন বুঝবে আর সেটা সম্পর্ক নেই,দুরসম্পর্ক হয়ে গেছে।✍💔🙂
-
আমার হৃদয় জুড়ে শুধু তুমি'-ই আছো
সকাল-সন্ধ্যা-রাতে,❤😍
মুখ ফুটে একথা তোমায় বলি বা না বলি-কী এসে যায় তাতে?✍🙂-
আগে ছোটবেলায় স্কুল জীবনে 'স্বাধীনতা'র অর্থ ছিল সকাল সকাল স্কুলে গিয়ে হাতে পতাকা নিয়ে 'বন্দে মা তরম' ধ্বনির সাথে প্রভাতফেরী করা।তারপর স্কুলে জাতীয় সংগীত গাওয়ার পর হেড স্যারের জাতীয় পতাকা উত্তোলন।সবশেষে সমস্ত ছাত্র-ছাত্রীদের বিস্কুট ও চকোলেট বিতরণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হত।তখন কি আর ওই অপরিণত ছোট্ট মস্তিষ্কে 'স্বাধীনতা'র সুবিশাল অর্থ বুঝতাম?তারপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে বুঝতে শিখলাম 'স্বাধীনতা'র প্রকৃত অর্থ,আজ আমরা যে স্বাধীনতার সুফল ভোগ করছি তা অর্জনের পিছনে কত স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী জীবন বলিদান রয়েছে,স্বাধীন ভারতের জাতীয় পতাকায় কত বীর বিপ্লবী শহীদরা তাঁদের রক্তের দাগ রেখে গেছেন।শহীদ ক্ষুদিরাম বসু,ভগৎ সিং-এর মতো কত মায়ের সন্তানেরা হাসিমুখে ভারতমাতকে ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন।আজ আমরা স্বাধীনতার ৭৭ বছরে পদার্পণ করলাম।তাই আজ স্বাধীনতার পুণ্য প্রভাতলগ্নে যেন সেই সব বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী জীবন বলিদানের অবদানকে আজীবন স্মরণ করি।
"মুক্তির মন্দির সোপান তলে,কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলে।"
সমস্ত দেশবাসীকে জানাই গৌরবান্বিত ৭৭ তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
জয় হিন্দ বন্দে মাতরম।💐✊🇮🇳🇮🇳🇮🇳✊💐-