আসবে ফিরে ঝলমলে স্বর্ণ'ঝরা দিন, প্রহর গোনে নিশুতির একাকিত্বের অপেক্ষা;
আঘাতে আঘাতে ইস্পাত হৃদয়টা উদাসীন, সময়ের সাথে সাথে হাত ধরেছে উপেক্ষা।-
অপেক্ষারা আজ মন থেকে নিয়েছে বিরতি,
আর অনুভূতি গুলো যেনো হয়েছে অতিথি।-
মনের ভেতর গোপন কথা,
চেপে রেখে ভাবি রোজ।
আপন আমি বলি যারে,
সেকি নেবে আমার খোঁজ।-
কতদিন গৃহপ্রান্তে বসি বাতায়নে
হে নাথ.... তোমার কথা ভাবি মনে,
সম্মুখে মেলে দিয়ে আমার দুই আঁখি
আনমনে তোমায় অনুভব করি একাকী l-
নীলচে শোকে পুড়ছে ব্যথা, হৃদয়-ভাঙা ঝড়—
মাঝের ঘরে অতীত স্মরণ, আর হচ্ছি ভীষণ পর...
-
তোমায় মনে করা সন্ধ্যারাও আজ বিরতি ডাকে আনমনে,
জানি মনে পড়বে না কখনো তবু অযথায় অপেক্ষা করে দিন গুনে।-
হয়নি /
বৃষ্টি ছুঁয়ে তোমার কাছে যাওয়া যায়নি //
আড়ালে তুমি,তাই তোমায় পাওয়া হয়নি /
আমি স্বপ্ন ভেঙে জীবন আজও পাইনি /
তুমি বৃষ্টি দেখো আনমনে /
আমি বৃষ্টি মেখে চনমনে//
তুমি আঁচলে ভরো বৃষ্টি /
তোমার প্রতি আজও আমার অপলক সেই দৃষ্টি//
কবে সাঙ্গ হবে ঘন কালো মেঘের আনাগোনা?/
কবে সাঙ্গ হবে নিরালায় বসে একাএকা দিন গোনা?//
আমার যে এখনো স্বপ্ন ভেঙে জীবন পাওয়া হয়নি /
আমার যে এখনো তোমায় ছুঁয়ে মরে যাওয়া হয়নি//-
পরিবেশে আজ বইছে বিষাক্ত হাওয়া,
করছে সব নিজের স্বার্থ বুঝে আসা যাওয়া।
তুমি কেমন আছো কেউ রাখেনি তার খোঁজ,
শুধু মুখেই বলে "মনে পড়ছে তোকে রোজ"।।
-
মেঘেরা আজ নৃত্য রতা।
আসমান জুড়ে মেঘের ছটা।
কি করবে ভেবে না পায়।
তাই বসে বসে দুপুরে কবিতা লিখে যায়।-