গোকুল পণ্ডিত  
282 Followers · 227 Following

Joined 12 March 2019


Joined 12 March 2019

টা ছটফটিয়ে আজও মরছে তোরই জন্য।
পাগলীরে ! তবুও তোর কাছে আমি বন্য অতি জঘন্য ।।
আজও তুই আমার স্বপ্নচারিণী,আমি স্বপ্নে দেখি তোর ছায়া।
একদিন উড়াল দেবে বুকের পাখিটা ভেঙে তোর সকল মায়া।।

পড়ে র'বে শুধু শূন্য খাঁচা , পড়ে র'বে নিথর দেহ ।
দু'দিন পরেই বিলীন হব ,আর খোঁজ নেবেনা কেহ।।
বুকের পাখিটা ছটফটিয়ে আজও মরছে তোরই জন্য।
পাগলী রে! তবুও তোর কাছে আমি বন্য অতি জঘন্য।।

-



সেখানে আর রাখবো কাকে !
তুমিই যেখানে ধ্রুব সত্য ,
সেখানে বিলিয়ে দিই আমার আমিটাকে।।
হৃদয়ে কোমল বিছানা পেতে ,
আমি আহ্বান করি যাকে ।
তুমিই যে সেই ' মিষ্টি ' নাম ,
ভালবাসে এ হৃদয় তোমার তুমিটাকে।।
চুম্বন আঁকি ললাট জুড়ে ,
আমি চুম্বন আঁকি তোমার মাথায় ।
তোমাকে আগলে রাখি এ বুকে,
তুমিই আমার শেষের গল্প গাথায়।।

-



সকালে উঠিয়া আমি মনেমনে বলি।
বউ ছাড়া এই জীবনে কেমনে আমি চলি।।
নাই কোনো রঙ,সবই বে-রঙ;একেবারেই সাদামাটা।
কবে বউ দেখাবে গরম খুন্তি! কবে দেখাবে মুড়ো ঝাঁটা।।

-



পাহাড়, নদী; কথা রাখো তুমি মেঘ।
প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে আমি জমিয়েছি আবেগ ।।
প্রেম এ বুকে শান্ত নদী, চিরকাল বয়ে চলে ।
প্রেম এ বুকে চিরসবুজ, ছায়া সুনিবিড় বক্ষ তলে ।।

কথা রাখো নীল আকাশ, সাগর; কথা রাখো তুমি প্রিয় ।
বাড়িয়ে দিলে হাত, তুমিও কোমল হাতটা বাড়িয়ে দিও।।
প্রেম এ বুকে নিত্য ডানা মেলে উড়ে যায় বহুদূর ।
আমি হয়ে যাই গাঙচিল আর তুমি হও সমুদ্দুর।।

-



সীমান্ত এঁকেছে পূর্ব পুরুষ
আর তুমি এঁকেছো নিরীহ মানুষের রক্ত।
এমন আক্রমণ সানাবো যে
তোমাকে হতেই হবে আমার ভক্ত।।
রক্ত আর জল একসাথে নয়
আমি সীমান্তে আঁকবো দাঁড়ি।
তুমি যদি চাও সন্ত্রাস
আমি ভাঙবো সন্ত্রাসের নাড়ী।।

-



রব উঠেছে ,
আসলে তা যুদ্ধ নয়।
এ যে শয়তানের সাথে দেবতার
ছলনার অভিনয়।।

চাইলেই শেষ করা যায়.
তবুও সুযোগ দেওয়া।
না যদি বোঝো এখনো
পরে লাশ গুনেগুনে নেওয়া।।
সাক্ষী আছে ইতিহাস ,
আছে সাক্ষী মহাকাব্য।
পতন দেখে শয়তানের
আমি গঙ্গা স্নানে নামবো।।

-




তাকে জাগতে দিওনা আর।
তুমি দেখালে রক্তচক্ষু
আমারও আছে উপড়ে নেওয়ার অধিকার।।
তোমার সমূলে বিনাশ লিখবো,
এমন করে যাব ছারখার।
ভবিষ্যৎ প্রজন্ম এসে জবাব চাইবে,
' আকা ',তুমি আমাদেরও ভবিষ্যৎ করেছো বেকার।।

-



গোধূলি বেলার তুমি কনকচাঁপা ফুল।
তুমি প্রেমিকের নেশা,প্রেমিক তোমাতেই মশগুল ।।
এ কেমনরকম জ্বেলেছো আগুন!তাপ লাগেনা শরীরে।
এদিকে হৃদয় যাচ্ছে জ্বলে পুড়ে,আমি অকালে বুঝি মরি রে।।

শিরা ধমনীতে বিদ্রোহ,দেখো হৃৎপিণ্ডও সামিল তাতে ।
কথা দাও, তুমি কথা দাও; এ বুকে শান্তি ঝরাবে প্রভাতে।।
নরম নদী হয়ে এসো , আমি তোমার কোমলতা ছুঁতে চাই।
রাঙাবো তোমায় বাহারি ঘাসফুলে,আমি তারপর উড়াব ছাই।।

তোমার কোমলতা ছুঁতে চাই.....


-



হায় রে ! আমার Double bed এর খাট!
যার একপাশে আমি পড়ে থাকি আর বাকিটা খোলা মাঠ।

IPL-এর ভরা মরশুমেরও Bat-এ Ball-এ নেই ছোঁয়া ।
এটা কি আমার জীবন,? নাকি ধূসর বরণ ধোঁয়া।।

-



যাদের বুকে মাথা রেখে রাতে,
সুখনিদ্রা যাওয়ার মত কেউ নাই।
আমি চাইছি তাদের রাত ঘুম
জ্বলে পুড়ে হোক ছাই।।

যাদের কপাল চোখ ঠোঁট গাল
চুমে যাওয়ার মত কেউ নাই সকালে।
আমি চাইছি তাদের আর ঘুম না ভাঙুক ,
বিদায় নিক তারা অকালে।।

-


Fetching গোকুল পণ্ডিত Quotes