আমি স্বপ্নেই তোকে ছুঁয়েছি ,
আমার স্বপ্ন দেখাই করবার ।
তোর কপালটাকে QR CODE ভেবে
ঠোঁটে SCAN করে গেছি বারবার ।।
তুই বাস্তবে দারুণ ছোঁয়াচে রোগ ,
তবুও অধিকার চাই তোকে ছোঁয়ার ।
তোকে ছুঁয়েই আমার মরণ হোক ,
আর দোষ হোক কালো ধোঁয়ার ।।-
আমায় টেনে নিয়ে যায় ,
' তুমি ' নামক এক পাহাড়ী নদীর মোহনায়।
এ কেমন তুমি কল্লোলিনী!
আছড়ে পড়ছো আমার বুকে।
আমিও বক্ষপিঞ্জরে আগলে তোমায়
স্বপ্ন দেখি মহাসুখে।
অজানার টান আমায় ভাসিয়ে নিয়ে যায় ,
' তুমি ' নামক মহাসাগরের গভীরতায়।
ডুব সাঁতারে পাড়ি দিয়ে
আমি ভিড়বো তোমারই তীরে।
' মিষ্টি ' তুমি মনোরম অতি ;
আমি ফিরবো তোমারই নীড়ে ।।-
কবি বলেছেন-
এক জনেতে মন না ভরলে ,
প্রেম করো দুই জনকে ।
এভাবেই প্রেমিক প্রেমিকা বাড়িয়ে চলো ,
শুধু থামতে দিওনা সরল মনকে ।।
সবাই প্রেম করো বহুজনকে...
-
শোন মা শ্যামা , শ্মশান কালী;
পাপীদের নরমুণ্ড দেখি তোর হাতে ।
নাকি পাপকে করতে বিনাশ !
তোর আগমন ঘটেছিল এই ধরাতে ।।
শত সহস্র কোটি বছর পেরিয়ে গেছে ,
তুই আবার খড়্গ ধর।
এ মরা সভ্যতাকে বাঁচা ,
নরখাদক রূপী শেয়াল কুকুর বিনাশ কর ।।-
ওনাকে বলে দিও....
কাউকে চাঁদের মত জোছনা দান করার আগে অন্তত আমার মত অন্ধকে দিব্যশক্তি দেওয়া উচিৎ ছিলো।
কাউকে ফুলের মত গড়ে তোলার আগে অন্তত আমার মত মধু পানকারীকে জানানোর প্রয়োজন ছিলো।
আমার মত প্রেম ভরা যৌবন দিয়ে আর কাউকে না পাঠাতে বিশ্বে।
ওনাকে বলে দিও.....-
Ex নাকে নাকে কিছু বলছে ।
সঙ্গে তার বান্ধবীরাও বাদ্যযন্ত্রে তাল তুলছে ।
কে জানে কালী পুজোর ঘোর অমাবস্যায় আবার কার ঘাড়ে চড়ে !
আমার তো এসব দেখে শুনে দারুণরকম ভয় করে।।
😂🙆😂🙆😂🙆-
প্রেমে পড়া যদি art হয়
সেরা artist তবে আমি।
জীবনভর বিলিয়ে প্রেম
আজ প্রেম খুনের আসামী।।
মিছে ভালোবাসার কয়েদখানায়
জীবন কাটিয়ে দিয়েছি।
বিনা শর্তে প্রেমের দড়ি
আমি গলেতে পরে নিয়েছি।।-
তুমি যখন ফল ফুল ধূপ ধুনোয় মাতো ,
অঞ্জলি দাও মাটির ঠাকুরকে।
আমি তখন মেতে উঠি ,
খাওয়াতে রক্ত মাংসের কুকুরকে।।-
জীবনে কেউ একজন থাকা দরকার ,
যদি না থাকে তবে না থাক।
জানি অন্তিমে ঠিকই পেয়ে যাব,
কিছু চিল শকুন আর দাঁড়কাক।।-
তোর প্রিয় মানুষ হওয়ার বাসনা ছিলো,
তুই দানব বানিয়ে দিলি।
কেনো পটলচেরা ওই ডাগর চোখে
আমাকে ডুবিয়েছিলি।।-