গোকুল পণ্ডিত  
284 Followers · 233 Following

Joined 12 March 2019


Joined 12 March 2019

একটা অচেনা নম্বর থেকে ফোন আসুক,
আর তোর কণ্ঠস্বর ভেসে উঠুক ।

চাইছি আমি আমার মরু সাহারার মরুদ্যানে
তোর মুখটা ফুল হয়ে আবার ফুটুক।।

-



তুমি বলেই আজ করছি সম্বোধন।
ছিলো একদা যে সখ্যতা তা বহুদূর আজ এখন।।
বন্ধুত্বের সংজ্ঞা জানিনা, আমি মানিনা বেড়াজাল।
শুধু জানি তুই বন্ধু ছিলি, বন্ধুত্বটাও ছিলো নির্ভেজাল।।

তারপর সময়ের স্রোতে ভেসে গেছে আমাদের বাল্যকাল।
যদিও বন্ধুত্বটা টিকে ছিলো যার আজকে হাল বেহাল ।।
জানিনা কে কতটা দোষী , কার পাল্লা কতটা ভারী।
আমি আজও সেই ব্যাচেলর আর তুই যে গুণী সংসারী।।

-



আমাকে প্রেমিক সাজতে দিলে প্রেমিক হব তোর।
নিয়ন আলোর রাত কেটে আর হবেনা কখনো ভোর।।
তোর সুবাস নিয়ে স্নিগ্ধ তনুর তুমুল নেশায় মাতবো ।
আমি তোর বুকেতে আশ্রয় নিয়ে গোপন ফাঁদ পাতবো।।

-



দু'দিন পর মরেই যাবি ,
তিনদিন পর কেউ নেবেনা আর খোঁজ।
তাই মরার আগে জীবন ভরে
বাঁচতে শেখ তুই রোজ।।
নিয়ে যাবিনা কিছুই ,
প্রেম ভালোবাসা সবই মিছে মোহ মায়া ।
আঁধারেও নিজের সাথ ছেড়ে দেয়
নিজেরই আপন ছায়া।।

-



কিছুকিছু মেয়ের চোখ দেখে মনে হয়,
নেমে দেখি গভীরতা কত।
তলিয়ে যাওয়ার ভয়ে আজও নামা হয়নি,
আমি তাইতো বেদনাহত।।
কিছুকিছু মেয়ের চোখ দেখে মনে হয় ,
তীরের ফলার মত।
রক্তাক্ত করে যায় ভিতরে ভিতরে,
করে যায় ক্ষতবিক্ষত।।

-



আমার কূল খুঁজে মরে।
কবে ভিড়াবো সাধের তরী তোর বালুচরে।।
তীরে বসে স্রোতের ধারায় ভিজাবো চরণ ।
চাইনা তার আগে আমি অকাল মরণ ।।
ভেসে যাওয়া মন আমার ফিরিবারে চায় ।
মন বাঁধবে নোঙর ফিরে তোর মোহনায় ।।

-



কথা দিলাম আমি মরলে এবার মশা হব ,
তারপর মাতাল হব মশার তেলে ।

তোর চোখ মুখ ঠোঁট গালে জ্ঞান হারিয়ে পড়ে রব ,
কেমন মজা! লোকে বলবে আমাকে মন্দ ছেলে।।

-



বৃষ্টিমুখর দিনে একটা গান ধরেছিলাম -
বৃষ্টিকে আমি ভালোবাসি বৃষ্টি মাখবো তাই ...

একলাইন শুনেই পাশের বাড়ির বৃষ্টির মা কাকিমা বলে উঠলো -

' মুড়ো ঝাঁটাখানি আমিও তুলে রেখেছি
আয় তোকে একটু ঝালাই।।'

কোনো মানে হয়, বলুন তো !

-



আঁকিবুঁকি তুই এঁকেছিস বুকের পরে।
স্মৃতিচিহ্ন হিসেবে ধরে রেখেছি আমি জনম জনম ধরে।।
আমার সুখের দিনের সাথী, তুই রঙিন স্বপ্নের কারিগর ।
তোরই দেওয়া স্মৃতিচিহ্নে আমি যতনে সাজাই বাড়িঘর।।

দেওয়ালে এঁকে টানাটানা চোখ নরম তুলিতে কাজল আঁকি।
তোর ললাটে নীলচে টিপ এঁকে অবাক নয়নে দেখতে থাকি।।
ওই কোমল ঠোঁটের উপর ঘাস ফুলের পাপড়ি বুলাই আমি ।
কেনো যে তোর মায়ায় পড়েছিলাম!জানি আমি আর অন্তর্যামী।।

ক্যানভাস জুড়ে দিই পেলব তনুতে নীলাভ শাড়ির রঙের টান ।
আর দরজা জানালার সকল পর্দা আমি ছিঁড়ে করি খানখান।।
দেখবো আকাশে সাজানো মেঘ রঙের এলোচুলেরই বাগান ।
আমি চাতক সেজে বসে আছি , তোর বৃষ্টি করবো বলে পান ।।

-



সকালসকাল গিন্নীর সেই মুখ নিঃসৃত বাণী।
যে স্বামী না শোনে সে স্বামী নিশ্চিত আসামী।।
গিন্নীর সকল বাক্যই বেদবাক্য,অমৃত সমান ।
কহেন কেলানে গোকুল,সবাই গিন্নীকে করুন সম্মান।।

রাক্ষসরাজ রাবণ সহ কৈলাশপতি দেবাদিদেব।
শুনেছেন সবাই মনোযোগে,তুমি তো সামান্য পতিদেব।।
সকালসকাল গিন্নীর সেই মুখ নিঃসৃত বাণী।
যে স্বামী না শোনে সে স্বামী নিশ্চিত আসামী।।

-


Fetching গোকুল পণ্ডিত Quotes