১)ছবছর আগেকার নাটক, আবার নতুন ভাবে মঞ্চস্থ হচ্ছে, আমরাও চাই এটা দৃশ্যায়ন হোক ও সঠিক পরিসমাপ্তি ঘটুক। কিন্তু, কখনো ই তা এই কোভিড পরিস্থিতি তে নয়। তার উপর,দুজন অভিনেতা অনুপস্থিত।কত বড়ো অসাম্য!!!!
২) ৯ কোটি রাজ্যে বাসীর ভালো মন্দ দেখার দায়িত্ব দিয়ে, যাকে রাজভবনে বসানো হয়েছে।
তিনি কি আদৌ, রাজ্যবাসীর ভালো মন্দ বোঝেন!!! সন্দেহ জাগে মনে।
৩) নয়কোটি রাজ্যবাসীর সংখ্যা গরিষ্ঠ ভালোবাসা দিয়ে যাদের সম্মানিত করে, প্রশাসনের শীর্ষে স্থান দিয়েছে , তাদের উচিত এই কোভিড পরিস্থিতি তে সেবা র মাধ্যমে মানুষ কে সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়া।সেটা না করে, কিছু অংশ প্রতিহিংসায় মেতে উঠেছেন। এখানে ও প্রশ্ন জাগে, এরা কি আদৌ ভালোবাসা ও সম্মান পাওয়ার যোগ্য!!!!!
এসব দেখে মনে হচ্ছে,দেশ পরাধীন থাকলেই ভালো হতো।তাও,এইসব অনৈতিক কাজের কারণ খুঁজে পেতাম।😐😐
-
**প্রশ্ন**
আকাশটা আজ টুকরো টুকরো ছিন্ন ভিন্ন লাগছে কেনো?
রাস্তাঘাট, বাড়িঘর, সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যমানতা কমে আসছে কেনো?
অসহায়তার কালো চাদরে, যেনো মুড়ে যাচ্ছে ভালো থাকার সমস্ত আয়োজন।
মায়ের,কোল থেকে সন্তান হারিয়ে যাওয়ার বাস্তব চিত্র , ঘুমোতে দিচ্ছে না।
চিকিৎসা পরিষেবার বাস্তব চিত্র তুলে ধরে, মানুষ কে সঠিক পথে পরিচালনা করা ও পরিষেবার উন্নতিতে মানবিক চেষ্টার পরিবর্তে-
সরকার, চিকিৎসা পরিষেবার সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যস্ত।
কেনো, মুমূর্ষু রোগীর, হাসপাতালে গিয়ে, তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে?
কোবিড চিকিৎসার পরিকাঠামো এখনো তৈরী হলো না কেনো?
সত্যি কি সরকার বর্ণিত কোবিড বেড বিদ্যমান?
তা, না হলে ও কিছু বেড ও কি খালি নেই?
নাকি, রিজার্ভ করা আছে, নেতা,মন্ত্রী, বড়োলোকেদের জন্য?
নানান প্রশ্ন নিয়ে ,অসহায়তার কালো শেকলে , রুদ্ধ হয়ে ঝঞ্ঝা থামার প্রতীক্ষায় বসে আছি।-
**দুঃখ_কষ্ট**
তুমি তো জানো না,
সে এক ভীষণ পীড়া।
আকাশ, বাতাস, তিমির, অরণ্য ভেদী,
ছুটে আসে আমার পানে-
অসহায় চিন্তাক্লিস্ট মুখ গুলির, নিদারুণ বাস্তব চিত্র।
ক্ষয়ে ক্ষয়ে যায়, অন্তরাত্মা।
হতবাক হয়ে যাই-
চিন্তাক্লিস্ট দৈন্যতার, প্রখর স্পর্ধায়।
এটা কি দুঃখ বিলাসিতা!
হবে হয়তো।
দুঃখ কষ্টের প্রকৃত রূপ ও প্রখরতা, প্রান্তিক মানুষগুলোর অনুভবে।
সবকিছু হারিয়ে, অসহায়, নিরন্ন মানুষ গুলোর একমাত্র কাজ-
জীবন টাকে ধুঁকতে ধুঁকতে টেনে নিয়ে চলা।
এক ই ভূখণ্ডে ,দুই পৃথিবী।
এ যেনো অবিচারের নামান্তর।
-
***ওরা পরিযায়ী***
ওদের জীবনাকাশে দূর্যোগ অব্যাহত।
রাষ্ট্র আজ ওদের জন্য, অন্ধ ধৃতরাষ্ট্র।
নগর, শহর, বন্দর গড়তে ওরা জীবন রাখে বাজি।
জীবনের নাট্যমঞ্চে,আজ ওদেরচরিত্র ,পরিযায়ী।
রাতের আকাশ,নদীপথ নীরবে, সঙ্গ দিয়েছে।
কেবল মৌলিক অধিকার, ওদের ছেড়ে গেছে। হতাশার কুয়াশায়, ঢেকেছে জীবন।
বাঁচার চেষ্টায়, জীবন পণ।
রক্ত ঝরছে পায়ে,সঙ্গী ছেড়ে গেছে মাঝপথে।
তবু ফুটো পয়সার জীবন, বাঁচতেই হবে!
ছাইচাপা আগুন , বারুদের অপেক্ষায়।
যেদিন জ্বলে উঠবে -
ধ্বংস হবে,অসাম্যে ভরা মানবসভ্যতার।
এরপরেও দেতো হাসি হেসে,
চাকচিক্যে ভরা ব্যানার টানিয়ে বলি -
"আমার দেশ মহান"।
-
আমার YQ এর বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আমার লেখাকে Like , comments মধ্যে দিয়ে, তোমাদের অনেক ভালোবাসা, পেয়েছি। তার জন্য আমি তোমাদের কাছে, চির কৃতজ্ঞ। আমার জীবন দর্শনে, আমি কখনো কাউকে, অসম্মান বা নিচু দেখানোর কথা ভাবিনি বা ভাবি না। সকলকে সম্মানের চোখে দেখা, সকলের চিন্তা ভাবনা কে সম্মান করা।সৎ এবং সঠিক পথে চলা,এই চিন্তা ভাবনা গুলো কে গুরুত্ব দিয়েছি। হয়তো কখনো অনিচ্ছা কৃত বিচ্যুত হয়েছি। আমি আমার চিন্তা ধারা গুলো , সবসময় সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। তবুও, আমার লেখার মধ্যে দিয়ে কেউ যদি অসম্মানিত হয়ে থাকো, আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।🙏 সাথে বন্ধুবেশে তোমাদের পাশে থাকার ,ইচ্ছা প্রকাশ করি।🌹
-
একলা পথে,
আজ বৃষ্টি ঝরছে অঝোরে।
জমা খাতায় এতো অপরাধ,
বোঝেনি তো আগে।
কাঁশবন মাথা দুলিয়ে,
অভিবাদন জানায়,
সকল কে আপন করে।
অপরাধী দ্বীপান্তর বাসীর মতো,
জায়গা তাই, চরে।
যে শীর্ণকায় দূর্বা, তীব্র শীতে,
সিক্ত করি নিজেরে,
সকাল বেলা, রাতের কান্না শিশিরের
সান্ত্বনা হয় উদার চিত্তে,
তার ই তো পদদলিত হওয়া সাজে।
ভুল না করেও, ভুলের মাশুল দেওয়ায়,
পৃথিবীর অনুভূতিরা আজ বোবা কান্না কাঁদে।-
প্রীতির সম্পর্ক কি সহজে শেষ হয়, শুধু তার মধ্যে যে অবাঞ্ছিত ভাবনার ঝুল জমে ,তা ঝেড়ে ফেলতে হয়।
-
অল্পসময়ের খারাপ লাগা,কঠিন্যে মোড়া,সত্য ও সঠিক,পরম পিতাকে উপলব্ধি করার, দুটো সোপানের নাম।
-
এইমুহুর্তে একটাই চিন্তা ঘোরে মাথায় সবসময়, "করোনা ভাইরাস থেকে রক্ষা করো সকলকে ভগবান"।
-
যখন, অবকাশ ঘেরা সময়,পিছন ফিরে চায়।
থমকে যায়,
না বোঝা কিছু শব্দের, বেদনায়।
যারা নিস্তব্ধ আজ, নিজেদের মর্মার্থ বোঝানোর অক্ষমতায়।
মেঠো পথ ,চায় না মোরামে বাঁধতে।
নিজের আসল অস্তিত্বকে কে না ভালোবাসে?
আপাতদৃষ্টিতে শুদ্ধ বাতাস, কোটি কোটি দীর্ঘশ্বাসে আজ বিষাক্ত।
পৃথিবী কি পারবে, বেদনার্ত বাতাসের বিশুদ্ধতা ফেরাতে?
এতো জটিলতার মাঝেও,
আবছা আলোয় সূর্য মিশে থাকে,
দিনের সাথে ,রাত্রি না আসা পর্যন্ত।
-