QUOTES ON #অনুগল্প

#অনুগল্প quotes

Trending | Latest
16 FEB 2020 AT 11:42

বাড়ি যদি মন্দির হয় তবে
মা বাবা ভগবান
(ছোট্ট গল্প ক্যাপশনে )
#অনুগল্প #

-



“চলো ফিরে যাই”
(গল্প ক্যাপশনে)

-


24 JUN 2020 AT 17:58

আজকের দিনে, মানবিক সম্পর্ক গুলোর মধ্যে, বাবা-মাও! বাদ যাচ্ছেনা এই ব্লক ব্লক খেলা, ইন্টারনেটের মাঝে যা কল্পনাহীন এক পর্ব....

-


12 JUN 2020 AT 18:37

@_ranbir_acharya_

-


18 AUG 2020 AT 17:35

উঠে দাঁড়াতে প্রয়োজন কারও একটা হাত,
আর ঘুরে দাঁড়াতে.........
লাগে শুধু একটা আঘাত।

-


30 AUG 2018 AT 20:20

পৌষালী দু'চোখে তাকিয়ে পড়তে পারেনা।
প্রতি অনুষ্ঠানে রংমশাল আজও পোড়ে।

-


8 SEP 2020 AT 9:00

চোখের কোণে জমে নোনা পানি,
বাঁ পাঁজরে দলাপাকানো ঝড়।
অশ্লীল ক্ষত ঢেকেই বাঁচার আশা,
তবে ভেতরটা যে লাশ কাটা ঘর।।

-


23 AUG 2020 AT 18:35

চলে যাওয়া মানুষগুলো
শুধু কাঁদিয়েই যায় না-
একা থেকে বাঁচাও শিখিয়ে যায়।।

-


15 JUL 2020 AT 17:30

ঘুণ ধরা অভিযোগ কবর থেকে তুলে হাতে ধরিয়ে বললে
"মরে গেছে ভালোবাসা"।
ছোঁয়াচে ভীষণ সেই মায়ার বাঁধন, করাত দিয়ে কেটেও কাটতে পারলে না।
ভেবেছিলাম জনশূন্য দুপুরে লিখবো কিছু তবে জমাটি শব্দের প্রতিবাদে গান হয়ে দাঁড়ালো কলমের খোঁচায়।
তোমার চাওয়া যদি আগেই স্বচ্ছ হতো তবে সুনামির ঢেউ আছড়ে পড়ত না আমার বুকে।
আজ তো রাতচোরাও এসে উপেক্ষিত আমায় খিল্লি দিয়ে যায় চোখের জানালায় বসে।।

-



বাড়িতে তার মা অসুস্থ, সামনাসামনি সব ঔষুধের দোকান বন্ধ। তাই মায়ের কষ্ট না দেখতে পেরে সে ঔষুধের খোঁজে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বেলা চারটার সময়। আধঘন্টা পর উঠল ঝড়, আমফানের জেরে কেঁপে উঠল পুরো বঙ্গ। মধ্য রাস্তায় সে পেলনা কোন ঔষুধ সঙ্গে পেলনা মাথা গোঁজার মতো কোন ঠাঁই। তবুও বৃষ্টি থেকে বাঁচার জন্য এক গাছের নিচে সে আশ্রয় নিল।

এখন বাজে রাত দশটা, ঝড়-বৃষ্টি অনেকটাই থেমে গেছে।
মা কাঁদতে চাই না তবুও চোখের কোনে জল ভেসে আসছে।
মায়ের বিশ্বাস তার একমাত্র ছেলে একটু পরেই ফিরে আসবে।

-