তোমার পছন্দের একটা সাদা ফুল যেমন ধরো
জুঁই, শিউলি কিংবা বেলি আমার রক্তে রাঙিয়ে
তোমায় গোলাপ হিসেবে উপহার দেব।-
👉 Physics Honours করে চাকরির চেষ্টায় দিন কাটাচ্ছি…😄😄
👉 মিথ্যা কথা বলা... read more
আমি জানি সে আসবে
কিন্তু,
সময় কই?
মৃত্যুর হাতছানি দৃশ্যমান।-
কি খুঁজছো তুমি
ধনী, রূপবান নাকি এমন
একটা মানুষ
যে তোমায় ভালবাসবে?-
কিছু প্রশ্ন
তোমার অপেক্ষায়,
কত মিথ্যে বাহানায়
আর ভুলিয়ে রাখবো তাদের?-
আমার প্রতি তোমার ভালোবাসা ছাড়া চাইনা কিছু বেশি;
আমি উপহার হিসেবে গোলাপ নয়, কাঠগোলাপে খুশি।-
কবিতার ছন্দপতনে কবির মৃত্যু,
দোষটা তবে কার?
আজ কবি উত্তীর্ণ,
আসলে সমস্তটাই কবিতা।-
তোমার চোখে থাকা আমার প্রতি মায়া
সহস্রের সাথে শূন্যের গুণফলের সমান।
তোমার ভালোবাসা পাওয়া ততটাই কাল্পনিক
যতটা মরুভূমিতে জলের অবস্থান।।-
তোমার কাছে রেখে আসা আমার প্রিয় জামাটা
আজও কি তোমায় আমার কথা মনে করিয়ে দেয়?
নাকি সময়ের চোরাবালিতে আমার স্মৃতিগুলো হয়েছে দহন?
শোনো, অনেকদিন তোমায় দেখিনি পারলে একদিন এসো
তোমার হাসি দেখব বলে আমার কবরের পাশে
যত্ন করে রেখেছি তোমার প্রিয় রডোডেনড্রন।-