পদার্থবিদ্যার অপদার্থ   (অঙ্কুশ মাজি)
1.1k Followers · 12 Following

read more
Joined 14 November 2019


read more
Joined 14 November 2019

তোমার পছন্দের একটা সাদা ফুল যেমন ধরো
জুঁই, শিউলি কিংবা বেলি আমার রক্তে রাঙিয়ে
তোমায় গোলাপ হিসেবে উপহার দেব।

-



আমি জানি সে আসবে
কিন্তু,
সময় কই?
মৃত্যুর হাতছানি দৃশ্যমান।

-



আমার প্রতি তোমার ভালোবাসা ছাড়া চাইনা কিছু বেশি;
আমি উপহার হিসেবে গোলাপ নয়, কাঠগোলাপে খুশি।

-



কবিতার ছন্দপতনে কবির মৃত্যু,
দোষটা তবে কার?
আজ কবি উত্তীর্ণ,
আসলে সমস্তটাই কবিতা।

-



- অঙ্কুশ মাজি

-



তোমার কাছে রেখে আসা আমার প্রিয় জামাটা
আজও কি তোমায় আমার কথা মনে করিয়ে দেয়?
নাকি সময়ের চোরাবালিতে আমার স্মৃতিগুলো হয়েছে দহন?

শোনো, অনেকদিন তোমায় দেখিনি পারলে একদিন এসো
তোমার হাসি দেখব বলে আমার কবরের পাশে
যত্ন করে রেখেছি তোমার প্রিয় রডোডেনড্রন।

-



কি খুঁজছো তুমি
ধনী, রূপবান নাকি এমন
একটা মানুষ
যে তোমায় ভালবাসবে?

-



কিছু প্রশ্ন
তোমার অপেক্ষায়,
কত মিথ্যে বাহানায়
আর ভুলিয়ে রাখবো তাদের?

-



আজ সকালে মা-বাবা মাসির বাড়ি গেছে, তাই নিজেকে একটু ব্যস্ত রাখার জন্য পুরনো আলমারিটা গুছাচ্ছিলাম। আলমারি গোছানোর সময় হঠাৎ একটা ডাইরি খুঁজে পায়। ডাইরিটা খুলে বুঝতে পারি সেটা বাবার তাই একটু কৌতূহল হয়েই পড়া শুরু করি। ডাইরিটা পড়ে জানতে পারি বাবা অতীতের একজনকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু যাকে ভালোবাসতো সে অন্য একজনকে বিয়ে করে বিদেশে চলে যাই।
বাবার জীবনের একাকিত্বের দিনগুলোর কথা এই ডাইরির পাতায় তোলা। বাবার অতীতের দিনগুলো কতটা বেদনাদায়ক তা এই ডাইরিটা না পড়লে বুঝতে পারতাম না।
ডাইরির শেষ পাতায় এসে আমি আর আমার চোখের জলকে ধরে রাখতে পারলাম না কারণ শেষ পাতায় লেখা ছিল,
"জানো আমার মেয়ে হয়েছে, ঠিক যেমনটা আমরা স্বপ্ন সাজিয়েছিলাম। তোমায় আমি আজও ভালোবাসি এবং আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তোমায় ভুলতে চায় না তাই তোমার নামে আমার মেয়ের নাম রেখেছি "বনলতা"।"

- অঙ্কুশ মাজি

-


Fetching পদার্থবিদ্যার অপদার্থ Quotes