QUOTES ON #EKA

#eka quotes

Trending | Latest
24 MAR 2018 AT 23:00

শেষ রাতে কবিতা লেখে জলসাঘর,
নিঃঝুম পল্লী শোনে সারেঙ্গের সুর,
কোন বিষাদের গল্প বলে রূপকথা,
আহ্লাদীরও চোখের পাতায় জলবিন্দু।

রাতপরীরা অলস কিন্তু ভারী,
ঘুম দ্রবণে দ্রাক্ষারসের ভেজাল,
ফেলে আসা অভিলাষও খুব ছোঁয়াচে,
বারে বারে ডাইরি ছিঁড়ে দেখা।

বারদালানে এখনও দাঁড়িয়ে গাড়ি,
ফিরতি পথের জুঁইয়ের ছেঁড়া মালা,
জলসাঘরের বাতিও হাসে মিটিমিটি
কবিতারাও যেন বলতে চায়না কথা।

তুমি ছিলে এক অচিন পাড়াগাঁয়ে,
লোকে আমায় বলতো, 'অভিসারিকা',
সারেঙ্গটা আবারও সে গানটুকুই বাজায়,
পেছন ফিরলে আজও আমরা একা।।

-


3 FEB 2019 AT 12:03

ঘরে আছড়ে পড়া রোদের মতন ...আগে ছাড়ো মেজে তারপর পিছু পায়ে সরে যাও আমার জানলার থেকে ।
রাতের শূন্যতার মাঝে আবার তোমায় খুঁজি ...
পাই রোজ এক অন্য রূপ , জানি সেটা তোমার ই চিঠি ।
১৪ দিনের অতিক্রম যখন আবার পরে আমায় মনে হয়তো কোন পুরোনো গান বাজছে পাড়ার বিয়ের আসরে ...বা হয়তো পড়ছি মনে কারণ বাকি সবাই খুব ব্যস্ত তোমার রাত কাটানোর জন্য ।
ভয় তা যে তখন ও থাকে কারণ আবার পরের দিন তো সেই অন্ধকার আর রোদ সেও তো পাশ ছাড়বে যখন বুঝবে অন্ধকার দৌড়ে আসছে।

-


6 APR 2018 AT 20:04

ভালোবেসে বেঁধে ছিলাম
বাবুই পাখির বাসা;
দমকা হাওয়ায় উড়লো সেটা
রয়েগেলাম আমি একা...

-


12 OCT 2017 AT 14:18

ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছি একা,
কিন্তু আমি একলা তো আজ নই!
সবাই যখন খুঁজছে মনের রেখা;
আমার আকাশ নিচ্ছে তারার সই।

-


11 MAY 2021 AT 22:27

"এ জগতে সবাই একা,
ক্ষণিকের জন্য আবেগে ভরা।।"

-


21 JUL 2018 AT 22:02

লালচে গোলাপি ব্যাগটা থেকে যেদিন এক ছড়া ভালোবাসা বের করে দিলি,
উত্তর দিতে ভুলে গিয়েছিলাম।
tupperware র সবজে বোতলটা চেয়ে নিয়েছিলাম, শুকনো গলার মাটিতে যদি বৃষ্টি নামানো যায়।
ভাবিনি সেই জল বিষ হয়ে ছড়িয়ে পড়বে একদিন।
তবু সেই বিষ নিয়ে বেঁচে আছি।
বোতলের মুখে সেই নোনতা মিষ্টি গন্ধটা বাঁচিয়ে রেখেছে আজও।
ঘুটঘুটে অন্ধকারে একা একা ভেজার সময়, কিংবা নাইট বালবের মায়াবী আলোয় রাত জাগতে জাগতে,
গন্ধটা আজও সঙ্গী হয়ে থাকে।
একমাত্র সঙ্গী।
যেই সঙ্গতে কোনো চাহিদা নেই,
নেই কোনো বিশ্বাস-অবিশ্বাসের মিথ্যে খেলা।
তবু এই সাথীতেই আমার ইচ্ছা, চিন্তা আর প্রেম।
কেনো জানিস?
ওই গন্ধটাই আমার একমাত্র প্রাপ্তি।
তাই তো আজও বেঁচে আছি- ওই বিষ বুকে নিয়ে।

-


18 JUN 2018 AT 12:36

Happy Birthday Dear Friend, "Marcus".....

Ur Contagious Smile, Impacts All Of us..

You Teach, You Preach, You Care and Share.....

As You Help Mankind, Become Self Aware.

(WITH LOVE FROM TEAM CFMID)

-


20 MAR 2018 AT 13:25

- এতো ভাবতে হবে না আমায় নিয়ে..!!
- কেন ভাববো না....তোর কিছু হলে নিজেকে নিজে
দোষারোপ করি...
- বললাম তো এত ভাবতে হবে না আমাকে নিয়ে...তুই কেও
হোস না আমার..just no one..!!
- আমি না হয় কেও নই তোর জন্য...কিন্তু তুই তো আমার
জন্যে....
(ঠোঁটের কোণে তাচ্ছিল্যের একচিমটে হাসি)
- ছাড় তুই বুঝবি না...!!!

-


12 JAN 2020 AT 1:30

এখন কিছুটা বাঁচতে বাকি আর কিছুটা মরতে
তার একটাই কারণ
তুমি নাকি চেয়েছিলে নিজেকে নতুন করে গড়তে?

-


30 JUL 2017 AT 22:31

এমনিভাবেই হঠাৎ করে,
চলতে চলতে হবে দেখা।
তুমি হাঁটবে সঙ্গে নিয়ে তাকে,
আমি হাঁটবো এক্কেবারে একা।

-