কান্না পেলেও হাসতে হবে,
মুছবে যতো দুঃখ তবে,
হাসতে হাসতে বাঁচতে হবে,
নতুন জীবন ফাঁদতে হবে.
ঘুচবে যতো আঁধার তবে
আবার নতুন সূর্য উদয় হবে।-
কোনো চরিত্রের নিঃশেষ হয়না
হয় থেকে যায় দারুণ ভালোবাসায়
নয়তো তীব্র ঘৃণায়...-
একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।-
যাদের আমরা পাইনি তাদেরকে ভুল যাওয়ার ক্ষমতা হোক,
কাউকে দূর থেকে মনে রাখার এক দীর্ঘ যন্ত্রণার মুক্তি হোক,
প্রত্যেক দীর্ঘশ্বাসের সাথে বরং শান্তির চুক্তি হোক ।-
আমার কাছে রাত মানে
দার্শনিক অবসাদ...
আমার কাছে রাত মানে
তিক্ততার স্বাদ ...
আমার কাছে রাত মানেই
নিঝুম পরিবেশ...
আমার কাছে রাত মানেই
একাকিত্বে শ্রেষ্ঠত্ব দেশ।-
রয়েগেছে কিছু ডাকনাম
পড়ে আছে কিছু স্মৃতি
আমিও একদিন ভালোবেসেছিলাম
তাই আজ এই মানসিক বিকৃতি।— % &-
ঝড়ে যাওয়া কিছু গল্প
পুড়ে যাওয়া কিছু খাম
কুড়িয়ে পাওয়া কিছু স্মৃতি
বলে ওরে মন তুই থাম...
ক্লান্ত এই শরীর, আধ-ভেজা চোখ
নিদ্রাহীন রাত চায় ভোর হোক
ট্রাফিক জমেছে মনে ব্রেক কষেছে ভীষণ
চায় সে এগোতে কেটে স্মৃতির বাঁধন
বেড়েছে অস্থিরতা নিদারুণ শোক
নিস্তব্ধতা চিঁড়ে এবার বিপ্লব হোক।।-
লাগেনি আর জলপট্টি
আসেনি আর জ্বর
সময় সেদিনই থমকে গেছিল
সে চলে যাওয়ার পর।-