মেঘলাদিনের ঝাপসা আলোয়
পুকুর পাড়ে আনমনা,
চল দুজনে বসবো আবার
বলল কে কি, ভাববো না।
হঠাৎ যদি আঁধার হয়ে
বৃষ্টি নামে ঝমঝমিয়ে,
ভিজবো আমি অঝোর ধারায়
তোমার প্রথম প্রেমিক হয়ে।-
At facebook- Aniket Roy
The knife from the friend hurts more than the bullet of the enemy, because the friend knows exactly where the hit will be most fatal and can hit you being closer.-
হঠাৎ করে সুর কাটল
বাজলো কোথাও বেসুরো গান,
কোথাও একটা ভাঙন ধরছে
আমরা ভাবি অভিমান।,
চোখের কোণ ভিজল হঠাৎ
হাল্কা ধাক্কা বুকটায়,
হিসেবে কোথাও ভুল হয়েছে
আমরা ভাবি প্রশ্নটায়।-
শহর জুড়ে বৃষ্টি এল তাই,
জানলা দিয়ে শহরটাকে দেখে
তোমার খোঁজে পাড়ার মোড়ে যাই।
যদিও জানি নেইকো তুমি সেথা
কিন্তু যদি হঠাৎ হাজির হও,
দেখতে তুমি আর পাবে না আমায়
তুমি তো আর আমার প্রেমিক নও।
-
কিসের আশায় জাগছ তুমি
মনখারাপের মাঝরাতে,
কেনই বা সব করছ মনে
হাঁটছ স্মৃতির রাস্তাতে।
পুরনো ক্ষত ভুলে একবার
ভাবো নিজের মনে,
বাসতে ভালো তো সবাই পারে
রাখতে পারে কজনে?-
গল্প লিখি তোমায় নিয়ে
পদ্য লিখি মাঝরাতে,
তুমিও হয়তো ভালোই আছ
কি জানি কোথায়, কার সাথে?
কিন্তু যদি একলা লাগে
মনখারাপের রাতে,
গল্পগুলো পড়ে দেখ,
আমিও আছি সাথে।-
দিনের শেষে একলা বসে
কাঁদছি আমি চুপ করে
মন ভেঙেছে হয়তো তোরও
বুঝবি সেটা কি করে?
পাশে আছি বলছে যারা
খোঁজ নিয়ে দেখ তো,
আগে যাদের বলেছিল
তারা এখনও আছে তো?-
চোখের জলের দোষ বুঝি
যখন তখন বেরোয় বলে?
তোমার কোনো দায় নেই
এই যে আমায় আঘাত দিলে?
মনখারাপের কারণগুলো
সবাই যদি বুঝতো
ভালবাসা সস্তা হত
মানুষ চেনা শক্ত।-
तब मेरे लिए उस मोड़ पे टहरते थे
क्या आज भी वही से गुजरती हो?
तब भी साथ लिए थे वो रास्ते
क्या आज भी तुम उसपे चलती हो?
तब तो एक साथ भीगते थे
क्या आज भी उन्हे याद करती हो?
तब भी तुम्हे ख्याल नही रहता था।
क्या आज भी मुझे याद करती हो??
-
খুঁজবো তোকে পাহাড়গুলোয়
ইচ্ছেনদীর ধারে
যেদিন আবার দেখা হবে
দেখব দুচোখ ভরে।-