জীবনের উপন্যাসের মধ্যবর্তী অধ্যায়ে পদার্পণ...
যার ধর্ম- সংসার
গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে – উপন্যাসের নায়িকা
আর অগোছালো নয়, ক্রমে ক্রমে গোছালো হয়ে উঠছে..
চঞ্চল প্রকৃতির নেই, শান্ত হতে শিখছে..
তবে,
সে তার রাগ সংযত করতে ব্যর্থ–
এই রাগ সংযত বিষয়টিতে লুকায়িত ব্যাপার রয়েছে.....
রাগ অধিকমাত্রায় বাড়তি হয়েছে; সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে..
তার ওনার প্রতিই অধিক শুধু...
আসলে উপন্যাসের নায়িকা বড়ই রহস্যময়ী....-
অবাধ্য
জীবিত হয়েও অনুভূতি আজ শূন্য
খাঁচার ভিতর মোর দুনিয়া আবদ্ধ.
মন বাধ্যতা ভুলে অবাধ্যতায় আচ্ছন্ন
সত্যিই আমার আমিটা কি এতটাই অবাধ্য ?
লোকলজ্জার ভয়ে দুঃখ নিজেতে সীমাবদ্ধ
প্রাণচঞ্চল মন;
কি জানি কিসে আসক্ত?
ভাবলেও অবাক লাগে –
আমিটা কী সত্যিই, এমন ছিলাম এতটা অবাধ্য?
-
ভুলে যায়নি আমি তোমাকে,ভুলে যায়নি আজও I
ভুলটা শুধু আমারই ছিল,তাই ভুলতে পারিনি এখনও I
বাধা কিন্তু কিছুই ছিল না,ছিল শুধুই বোঝার ভুল I
গল্প আজ ভিন্ন হতো,আমি-তুমি হয়ে গল্পের মূল I I
-
মানুষের ভিড়ে নিজেরে যতই হারিয়ে ফেলি না কেন;
এ হারিয়ে ফেলা, হারিয়ে ফেলা বলে না।
বাস্তবে যতই জাহির করি না কেন;
নিজের মনটারে–
মোটামুটি নয়, বেশ ভালোই আছি
এ ভালো সেই ভালো নয়।
ব্যস্ততা শেষ যখনই ফিরি সেই আপন বাসায়;
সেই নামের হারিয়ে যাওয়া,
সেই নামের মোটামুটি নয় বেশ ভালো আছি–
সব স্মরণ করিয়ে দেয়;
প্রশ্নের সম্মুখীন হতে হয়
ভালো কি?
উত্তর একটাই
আমার তো সকলেই বেঁচে আছি
একদিন–
সত্যি সত্যিই ভালো থাকব । ।
-
মাঝে মাঝে মনখারাপ হওয়া
প্রয়োজন,
খুব কাছের হয়ে দূরে যাওয়া
অতিআবশ্যক।
এতে, বোঝা যায়–
যতই অন্যের জন্য ভাবি না কেন;
নিজের সমস্যা সমাধানে
একাই ভরসা।।
No one help you !
-
যখন জীবনের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ আর সাথ দেবে না –
পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা
তখন একটাই উপায় অবলম্বন করতে হবে,
আপন-সত্ত্বা .....
যা সবের উত্তর জানান দেবে....
"Believe in yourself"
-
আমার মন খারাপ হলে,
কাউকে বলতে চাইলেও কেউ শুনতে চায় না,
এতটাই অকৃতজ্ঞ নিজে...
পুরোনো যারা খুব কাছের ছিল,তারা আজ যে যার মত..
খোঁজ নেয়ার সময় নেই...
আমি খোঁজ নিতে চাইলেও অমনোযোগী..
আসলে আমি সবাইকে আপন করে ধরে রাখতে চাইলেই, হবে না তো.....
কারো আপন হতে গেলে যোগ্যতা লাগে...
হ্যাঁ তবে কারো প্রয়োজন হতে তা লাগে না...-
এখন শুধুই মনে হয় বেঁচে আছি কেন ?
সারাক্ষণ নিজেকে সর্বহারা লাগে...
নিজের বলতে যাদের ভাবী তারা
মন খারাপে কই কাজে লাগে,
সবাই নামমাত্র ...
তাই নিজের জন্য সবসময় নিজেই নিয়োজিত হতে হয়,
তাহলেই সুখী হওয়া যায়...
আশা নিজের প্রতি, নাকি অন্যের প্রতি....
-
,প্রেম-সম্ভ্রম'
হয়তো আমি পাইনা তোমায়,
অবিরত কাছে –
সবার মতন দায়িত্ববান,
প্রেমিক রূপে–
হাতের ওপর হাতটি রেখে,
নিরাপদে চলতে–
মনের কথা প্রতিনিয়ত তোমাতে
জাহির করতে–
প্রেম বলতে সবার কাছে,
এসব যদি হয়–
আমার কাছে মোটেও,
এসব কিছু নয়–
প্রেম যে শুধু কাছে থেকে হয়
তা নয় –
প্রেম তো দূরে থেকেও
সম্ভ্রমে রয়:
-
নতুন বছরে,
পুরোনো 'আমিটা'কে নতুন রূপ দেবো।
অন্যকে খুশি না করে নিজেই নিজেকে খুশিতে রাখব।
সকলের প্রিয় না নিজের কাছে প্রিয় থাকব।
চিন্তা যদিও বেশি করি, তা আর করব না।
মনের জোর আরও শক্তিশালী করব।
সবসময় খুশমেজাজী জীবন কাটাব ।।
-