মাপতে পারো অঙ্ক কষে সূর্য কত দূরত্বে,
দু'টি মনের দূরিয়া মাপার মতো কোন নেই ফিতে-
আলোকবর্ষে দূরত্ব মাপি,মাখছে স্মৃতি চরাচর।
সনেট ভুলে এখন আমি,কবিতাপ্রেমী যাযাবর।।-
সূর্য আজ হাতছানি দেয় অটুট সাক্ষী থাকার,
তোর আমার এই দুই পৃথিবীর অলীক ভালোবাসার...-
যশের পথের জটিল গ্রাস , লক্ষ্যভেদ বুকের ক্ষেত্র ,
মনের ঘরে দূরত্ব ফেলছে নিঃশ্বাস , সম্পর্ক সেখানে ব্রাত্য ।-
তুমি আমি চাইছি বলেই বাড়ছে দূরত্বের বটবৃক্ষ ,
ভালোবাসার মুহূর্তের খরায় মনের রাজ্যে লেগে যায় দুর্ভিক্ষ ।-
দূরত্বটা রোজই যেন একটু একটু বাড়ে
হাত পা বাঁধা মন কেমনেরা দীর্ঘশ্বাস ছাড়ে।-
পেন্ডুলামের দূরত্বতে রাত্রিযাপন.. ব্যালকনি তে মন্দবাসার টব নিঃঝুম..
বাঁচবো বলেই কুড়িয়ে আনি দুপুররাতে.. স্লিপিং পিলের একদিস্তা আনকোরা ঘুম..।।-
সম্পর্কে আছি ,অভিমান গুলো আমার একার না!!
তাও আজ বড্ড একা ,তোকে ভুলতে পারি না।-
দূরত্বরা গন্ডি কাটে তোমার আমার মাঝে,
লুপ্তপ্রায় অনুভূতি সব চাতক হয়ে বাঁচে।-
দুটো শব্দের মধ্যে
আলোকবর্ষের দূরত্ব জমে আছে..
শুধু দুটো কবিতার দূরত্ব নয়-
কতো-সতো পৃথিবী, চাঁদ, উপচাঁদ,
আর হাজার হাজার জন্ম-মৃত্যুর দূরত্ব..
তাই দীর্ঘশ্বাসও আজ নীরবতা পালন করছে...-