স্বার্থ,হিংস্রতার সংমিশ্রণ মুখোশ
অন্তরালে বড়োই আরামপ্রদ জীবকোষ।
ঘটলেই স্বার্থচ্যুতি পরিত্যক্ত খোলস
যায় থেকে জ্ঞাতহীনতার আপসোস।।
- Momo
-
যাদের আমরা আপন ভেবে কাছে রাখি,
সে আপন জন রায় "কেন" সব থেকে বেশি
কষ্ট দেয়, বিশ্বাসঘাতকতা করে, স্বার্থপরের
মত উপকারের দিনগুলো ভুলে যায়???
মানুষ হওয়া সত্বেও সকলের মধ্যে "কেন" মনুষ্যত্ব নেই???-
|| অনন্তের পথে ||
•••••••••••••••••••••
হাজার পথ পেরিয়ে আমি
নির্বাসনের দিকে,
বিপুল স্মৃতি থমকে গেছে
আচমকা অভিমানে।
তবুও যেনো ডাকছে কেউ
ওই দূরেতে আমার চেনা সুখ,
তুমি বলো ' আকাশ ' তোমার পরিধি;
আমার কাছে ' বৃষ্টি ' হয়েই আসুক।
বৃদ্ধ বুকে জমছে হাজার ক্লেশ
বুকচেরা পথ কাঁটায় গেছে ভরে,
নরম বালিশ বিছিয়ে সবুজ ঘাস
ফাগুন বেলায় আমায় ভালোবেসে।।-
যতই সহজ সরল হও ভাই।
যতই পদ লেহন করোনা।
সমাজে কোনো কদর নাই।
স্বার্থে আঘাত হানলেই,
বলবে কোথাও গিয়ে মরোনা।
সমাজটা আজ এভাবেই চলে।
বিশ্বাসীরাই কু-কথা বলে।
বন্ধু মেনে ভাব জমালে ?
টাকা নেই তো দেবে ফেলে।
সমাজে এসব কি চলছে !
বুঝা বড় ভার,
সৎ ব্যক্তিরাই তলে পরে,
সত্যের ই হয় হার ।-
কিছু কিছু মানুষ সত্যিই বড়ো স্বার্থপর হয়,
তুমি তার একশো টা ভালো কাজ করে দাও
কখনও লোকের কাছে তোমার নাম করবেন না,
কিন্তু যদি কখনও একটা ভুল করে ফেলো
তাহলে আর রক্ষে নেই,
তখন প্রত্যেকের কাছে নিন্দা করতে
একবারও ভুলে যান না,
আর ওই একটা ভুলের জন্য তার কাছে
সারাজীবনের জন্য তুমি খারাপ হয়ে যাবে ।।-
আলো আঁধারের এই যুগেও, দখল করেছিলাম যেটুকু সুখ,
বুঝিনি, মাস্কেরও পিছনে লুকিয়ে থাকা সেও...এক মুখোশ পরা মুখ।।-
বিনষ্টকারী খেলায় প্রথমার মুকুট পেয়েছে মনুষত্ব,
বাস্তবিকতায় মিষ্টির অন্তরালে রুচিবিরোধী তিক্তবিরক্ত,
-
ক্লান্তির ক্যানভাসে অতর্কিতে স্বতন্ত্রের পূর্ণতায় বিমোহিত অতুষ্ণ স্পর্শন,
প্রশ্ন চিহ্নের মুখে, একি বাস্তব নাকি ক্ষণস্থায়ী সম্মোহন!-
নীরবতা
----------
চুপ!
তোর নামে লেগেছে সেকেন্ড হ্যান্ডের ট্যাগ,
তোর তো হয়েছে ব্রেকআপ!
অন্তরের কোণে বিরহের দাগ,
সংবাহন করছিস হৃদ দহনের উত্তাপ।
চুপ!
তোর তো ক্ষণে ক্ষণে পরিবর্তন,
বোধহয় এটা তৃতীয়!
শুধুই ভুল মানুষের ঢল,
হতে পারলি না নির্দিষ্ট কারোর প্রিয়।
চুপ! একদম চুপ!
সঠিক সিদ্ধান্তের নামে তুই অসঙ্গত,
তুই থাক নির্বাক,
আগে সারা মনের ক্ষত,
তারপর দিস ভালোবাসার হাঁক।
-