এবার তবে সময় এনো,
সময়ের যে অনেক দরকার,-
আমায় তুমি সঠিক সময় দিও,
সময়ের কাজ,সময়ে শেষ করে,-
সফলতার পথ ধরে এগিয়ে চলবো,
আপনার কাছে সময় নিয়ে ফিরে আসবো।-
সময় প্রতিপদে শিক্ষা দেয়
পরীক্ষাও নেয় কোনো এক ফাঁকে
'ভবিষ্যত' তো ধোঁয়াশা মাত্র
যে সৎ তার 'বর্তমান' চেনায় তাঁকে।।-
যে সম্পর্কের কোনো,
ভবিষ্যৎ থাকে না !
বর্তমানের মোহে তার ,
অতীতের অভাব হয় না ...
✒ কলমে স্নেহা-
কল্পনার স্মৃতির পাতায়।
প্রাচীনতার গন্ডি ছিঁড়ে,
নতুন পথের প্রতীক্ষায়।
ছন্দময় পৃথিবী হতে আজ
আমি অনেক দূরে,
দীর্ঘ নিরালায় এই নিঃসঙ্গ
একাকী ঘরে।
কবিতাগুলো নিয়ম মেনে
পৌঁছে যাবে মনের কোণে।
সত্যি হবে স্বপ্নগুলো
তোমার ঐ দুই নয়নে।।-
আজ আনন্দ টা ফিকে হয়ে গেল,
তোর চোখে যে স্বপ্ন টা দেখে ছিলাম
আজ সেটা পূর্ণ হতে চলেছে।।
সাফল্য টা আমার হাতে ,
আর তুই গেলি অন্য কারো হাত ধরে।।
হয় তো সময় বয়ে গিয়েছে।।-
সবই চাপা পড়ে আছে,
জীবনের গোপন ইতিহাসে।
শুধু আমরা দুজন, বাঁধা ভীষণ,
সময়েরই অক্টোপাসে।-
বয়স বাড়ে , আয়ু কমে,
মনের মাঝে স্মৃতি জমে ।
চিন্তা আর অভিজ্ঞতা বাড়ে,
এরই পরে মৃত্যু এসে জীবন কাড়ে ।।-
সবকিছু বদলে যায়,
মানুষ কখনও বদলায় না;
কেবল অভ্যাস বদলে যায়।।
©মেহুল শুনি🌱 ✒-
সময়টা দিচ্ছে হিসেব,
ফাঁকি দেওয়া সময়গুলোর,
নিজের চোখে দেখেছি আমি,
কেমন করে সরে যাচ্ছে মনের ইচ্ছে গুলি।
-