Happy Diwali.... turn on rainbow 🌈🌈 your life
-
সেই অলংকারে নিজের মতো সাজিয়ে নিস নিজ... read more
ভালোবাসার আর্থিক মূল্য খুব কম
ভালোবাসতে জানলে,
আর যারা ভাবে ভালোবাসা expensive
তারা ভালো বাসতে জানে না,
ভালোবাসা কে একটু দাও
সে তোমাকে অনেক কিছু দেবে।।-
আজ যদি জাত টা সিড়ির মতো
উঁচু নীচু না হতো
তাহলে হয়তো আমিও
বাঁচতে পারতাম ।।
-
এই হাত দুটো পূর্ণ রেখার বন্ধনে বেঁধে
এগিয়ে যায় সুখ ও সারি
শুধু স্বপ্ন পূরণে ব্যাস্ত নই তারা
তারাও জানে বাস্তবতা।।-
এখন কালবৈশাখী ঝড় বয়ে নিয়ে আসে আমার জন্য আফুরন্ত আনন্দ, কারণ আমরা দুজনেই সম জাতি ভুক্ত। তার সঙ্গে নিংড়ে নিয়ে যায় দু ফোঁটা নোনা জল।।
-
কিছু কিছু মানুষের জীবনে এমন সময়
চলে আসে,
কোনো নতুন স্মৃতির সৃষ্টি হয়না শুধু পুরনো
স্মৃতির পাতা শেষ থেকে আবার শুরু হয়।-
তোমার ফিরে চাওয়া শেষ দিন টার
মুহূর্ত... এখনও আমার দিবা স্বপ্নে ভেসে আসে।।-
সব প্রেমিক রিয়া প্রিয়া কে খোঁজেনা,,
কিছু কিছু প্রেমিক নীলা কেও খোঁজে।।-
ভালোবেসে ফেলেছি তোর দেওয়া
মিথ্যে প্রতিশ্রুতি গুলিকে।
ভালোবেসে ফেলেছি তোর বিরহের
একাকীত্ব কে।।
ভালোবেসে ফেলেছি তোর ঘৃণার পাত্র কে।
আর বিদায় দিয়েছি শুধু তোকে।।।-