QUOTES ON #শুভ_দীপাবলি

#শুভ_দীপাবলি quotes

Trending | Latest
14 NOV 2020 AT 16:26

-


27 OCT 2019 AT 12:00

আমার সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা 🎇🎃🎆

প্রদীপের আলোয় সকলের হৃদয়
আলোকিত হয়ে উঠুক,
শব্দবাজিতে সকলের মন থেকে
দুঃখের ছায়া মুছে গিয়ে আনন্দের
বৃষ্টি ঝরে পড়ুক।

-



" শুভ দীপাবলী "

শুভশক্তির উৎসব শুভ দীপাবলী,
অমাবস্যার অন্ধকারের হৃদয়ে জ্বলে দীপের আলো ।
শুভ দীপাবলীর শুভ সন্ধ্যায় yq দাদা বন্ধু দিদিভাই বোনদের শুভেচ্ছা জানাই,
আলোর উৎসবে অন্তরাত্মা জেগে উঠুক এসো একসাথে প্রদীপ জ্বালাই ।।

দুঃখকে ভুলতে কেউ কেউ জ্বালায় রং মশাল,
সুখ সমৃদ্ধি আনন্দ সুস্বাস্থ্য কামন করি, ভরে উঠুক মন প্রদীপের উজ্জ্বলে ।
রঙ্গোলির রঙে আলপনা এঁকেছে ঘরের আঙ্গনে দুয়ারে দুয়ারে,
উজ্জ্বল রঙিন আলোয় সাজিয়েছে সুখের ঘর ।।

আলোর উৎসবে আঁধার মুছে উৎসবে মেতে উঠুক মন,
কেটে যাক মহামারী করোনা কাল প্রিয়জনের হোক খুশির মিলন ।
আপনজন প্রিয়জন সবাইকে জানাই শুভ দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন,
শ্যামা মা আমার করুণাময়ীর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে জানাই প্রার্থণা ।।
Panchanan Maiti,,,14/11/20/870🌺🌺🙏🙏




-


26 OCT 2019 AT 21:45





শুভ দীপাবলি
(নিচের কথা গুলো খেয়াল রেখো একটু আমি জানি তোমরা সবাই শুনবে )








-


14 NOV 2020 AT 10:23

দীপাবলীর আলোর রেশে
সব উঠুক সেজে নতুন বেশে।।

শুভ দীপাবলী
🧨🧨✨✨

-


27 OCT 2019 AT 14:31

রঞ্জকবিতর্কে আমার কালী কালিমালিপ্ত আজ,
উড়ন্ত ফানুসের ধূম্রপানে নেশাগ্রস্ত পবনরাজ;
শহরটা ভোগবাদী আধ্যাত্মিকতার নাগপাশে কারারূদ্ধ,
আতসবাজির নিনাদে আঁধারপ্রেমের শব্দেরা স্তব্ধ।।

-


27 OCT 2019 AT 11:45

আলোয় আলোয় ভরে উঠুক সব ঘর
আজি মিটে যাক সব অন্ধকার..
কালী মা আসুক ধরিত্রী তে,
কালিমা ঘুচুক জগৎ থেকে।।

-


18 OCT 2017 AT 0:15

মনের কথা থাকুক মনেই
চোখা-চোখিতে ফুটুুক ফুলঝুরি
বাজির আওয়াজ স্তব্ধ করুক
আলোর মাঝে আমাদের লুকোচুরি।

শুভ দীপাবলি।

-


24 OCT 2022 AT 18:59

Happy Diwali

-


27 OCT 2019 AT 12:02

মনের আলোয়....
প্রতিভা পাল সেন
"""""""""""""""""""'''
রোদের হাসি-মাখা একমুঠো রোদ
মেখে নিলাম মনে, আঁধার চিনব বলে!
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রগাঢ় অন্ধকার যখন
সমগ্র অস্তিত্ব থেকে আলো শুষে নেবে;
যখন দিন-রাতের সন্ধিক্ষণ, প্রহরে-প্রহরে
দিনের শেষ আলোটুকুর স্বাদ, মনের ভেতর গুনবে!
ভাবছি, তখন আমি
এই রোদটুকু ছড়িয়ে দেব আঁধারে আর
আলোর প্রদীপ জ্বালাবো, মনের অভ্যন্তরে!!

।। শুভ দীপাবলি।।

-