-
সকালের একটুখানি রৌদ্রের আঁচে....
রাস্তার ধারে পড়ে থাকা উলঙ্গ শিশুটা ;
শীতের রাতের ভয়ঙ্কর প্রকোপের এর হাত থেকে বাঁচে!!-
শিশুশ্রম বন্ধ হোক,
শিশু হল নবজীবনের এক নতুন অধ্যায়,
এগিয়ে চলতে যারা জোগায়, আমাদের নতুন প্রান
শিশু সুশিক্ষা প্রদান প্রতি পিতামাতার দায়িত্ব
শিশুদের নিরাপত্তা দেওয়া জাতির কর্তব্য
জাতি ধর্ম নির্বিশেষে সকল শিশু নিষ্পাপ,
প্রতিটি শিশুর মাঝে ঘুমায়, এই জাতির ভবিষ্যৎ
শিশুদের নির্যাতন,বেত্রাঘাত,শিশুশ্রম চরম অপরাধ
আরও হয় ধর্ষন ও পাচারের মতো জঘন্য অন্যায়
বন্ধ হোক শিশুশ্রম, শিশুর ভবিষ্যৎ-কে করো সুরক্ষিত
তবেই এগিয়ে যাবে সমাজ,
দেশের ভবিষ্যৎ হবে সংরক্ষিত।-
হটাৎ মা কেমন কুচকে উঠলো ,
ঘুম টা আমার ভেঙ্গে গেলো,
প্রকাণ্ড এক চাপের বসে অন্ধকার ছেড়ে,
জরায়ু ছেড়ে আলো দেখলাম,
মা তুমি বলতে তো পরতে !
খুঁকি আর তোরে রাখবো না রে!
বেশ তা না হয় হলো বললে না !
তবে আমি তো কোনদিন ......…
(বাকিটা ক্যাপশনে)
চামেলী ,"আমার কথা"-
যারা ফুল, শিশু ও গান ভালবাসেনা .....!
তারাই সব নিষ্ঠুর কাজ করতে পারে!
✍️ Biswarup
-
গর্ভস্থিত শিশুটিও
ব্যাকুলতায় চায়....
সৌরজগতের মানব অস্তিত্ব
পৃথিবীর আলোতে
আলোকিত হতে।
যেন.. মৃৎ ভেদি উদ্ভিদের মতো
মৃত্তিকা ভেদে,
মাতৃসম সূর্য কিরণের
উষ্ণ ছোঁয়ায় লালিত হতে।-
।। অবুঝ শিশুর অবুঝ কথা ।।
বাপ-মা টাও সাত-সকালে চলে গেছে। নামটাও আমার কেমন হারিয়ে ফেলেছি জানো.. সবাই কেমন ডাকে 'এই', 'এই' করেই, তাই 'এই'-টাই আমার এখন নাম হয়ে গেছে। এক কাকুর বাড়িতে থাকি। কাজ না করলে থাকতে দেবে নে বলেছে, তাই রোজ সকালে বেরোই পথে। পথ টাই যে আমার অফিস। রোজই মাইনে হয়। সত্যি, যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।-
অবিরাম বৃষ্টি ঝরছিল।
আমরা কেউ ছাতা কিংবা রেইনকোট গায়ে
অফিসের পথে।
শুধু ওরা দুজন ভিজছে উদোম গায়ে।
ওদের বৃষ্টিতে ভয় নেই।
ওরা শীতকেও মানিয়ে নেয়।
গরমে দিব্যি কাটিয়ে দেয়।
ঘর বাড়িহীন, স্বজন বিহীন ওদের কোনো কষ্ট নেই।
কষ্টে থাকি আমরা।
যাদের স্বাচ্ছন্দ্য অভ্যেস এ দাঁড়িয়েছে।-
ছোট্ট মেয়ে ব্যস্ত ভীষণ করছে লেখাপড়া
অ-আ-ক-খ, A-B-C-D , আর মজার ছড়া।
কতকিছু লিখে চলে সারা দিন রাত ধরে,
দুষ্টু বুদ্ধি নেই তার, পড়াশোনাই মাথায় ঘোরে।
দস্যি তো সে নয় কো মোটেই, ভীষণ রকম শান্ত,
ঘরময় আলো করে সে সব কাজেই লক্ষীমন্ত।
রান্না-বাটি খেলবে না সে, চায় না রাজা-রাণী,
সেই মোদের আদরের খুকু, সেই তো চোখের মণি।
-