QUOTES ON #শান্তনা

#শান্তনা quotes

Trending | Latest
29 OCT 2019 AT 0:54

মিথ্যে শান্তনা দিয়েই জীবনটাকে
বাঁচিয়ে রাখা,
জীবনের মায়ায় পড়েই চোখ
চেয়ে থাকা।

কিন্তু আজ যে
শান্তনারাও সুটকেসে মিথ্যে গুছিয়েছে।
বলে "আমরা সেই মনেই থাকি,
যে মন পায় ভালোবাসা,
যে মন করেনা স্বপ্ন হত্যা।"

-


27 SEP 2020 AT 12:09

আড়াল করে রেখেছিলাম আমি
তোমার ভালোবাসা,
তুমি তোমার রাগী রেখেছিলে পুসে
আমায় না করে ভরসা!!

-


16 JUN 2020 AT 23:03

তোর একটা একটা বাক্য রাখবো হৃদয়ে
তুই চাইলে মরে আরো অপেক্ষায় রাখিস
তোর হারানোর কথা ভাববো না ।
তোর শক্তিতে আমি আশুর হোয়ে থাকবো
কোনো দেবদেবীর ছলনায় আসবো না।
আসলে ভালোবাসার মর্মতা শিকিয়াছিশ মরে
সত্য আজীবন মনে রাখবো
কোনো ছলনার শিকার হবো না ।
তুই চাইলে মরে আরো অপেক্ষায় রাখিস
তোর হারানোর কথা ভাববো না ।
হ্যাঁ তোর শক্তিতে অশুর হোয়ে থাকবো
কিন্তু কোনো ধ্বংসের কথা ভাববো না ।
হোয়ত বিচলিত হোয়ে আছি সময় ক্ষণে
হোয়ত দিবালোক বা রাত্রি নামছেনা পলোকে
তবু তোর হারানোর কথা ভাববো না।
আসলে মিলন তো ইহালক পরলোকে
তাই তোর শক্তিতে আমি আশুর হোয়ে থাকবো
কোনো রাক্ষস বর্ণ ধারণ করবো না ।

-


16 MAY 2020 AT 23:38

তোলপাড় হয় মনের ভেতর কখনোবা লাজুক শব্দগুলো খেলে লুকোচুরি
চোখের সামনে তোমায় দেখতে পেলেই বেরোবে বলে খালি করে হুড়োহুড়ি।
কিন্তু কপাল খারাপ.....
মুখ ফুটে মনের কথা কখনো বলতেই পারিনি তোমায়, আসলে নেই এতো ধক
তাইতো এখন ভীতু মনটাকে শুধুই শান্তনা দিয়ে বলি ' আঙুর ফল টক '।


- নীল

-


20 APR 2021 AT 14:48

যখন শান্তনারা পাশে এসে বসে
দুটি ঠোঁট অযথাই মুচকি হাসে।
মন তো তখনও সেই নদীরই পাশে
যেখানে হৃদয় হেসেছিল, তাকে ভালোবেসে...

-


9 DEC 2020 AT 15:25

অতীতের স্মৃতি
অতীতের পাওয়া স্মৃতিগুলি যদিও মিটে যায়,
তবুও তার দাগ গুলি মনের মধ্যে রয়ে যায়।
তোমাকে নিয়ে রাজপ্রাসাদ গড়েছিলাম মনের আয়নায়,
কষ্টের সাথে বিদায় দিয়েছি,
নিজেকে আঁকড়ে ধরেছি,
রেখেছি নিজেকে সবসময় ব্যস্ততায়।
তুমি হয়েছো আজ ইতি,
ভগ্ন হৃদয়ের মধ্যে পড়ে রয়েছে শুধু তোমার স্মৃতি।
স্মৃতিসমাহার গুলো মনে পড়লে,
অশ্রু শিক্ত নয়ন ভরে যায় কান্নায়।
নিজেকে আবদ্ধ করেছি,
জড়িয়েছি শরীরে চাঁদর ডুবিয়েছি নিজেকে শান্তনায়।
আজ রয়ে গেছো শুধু তুমি কল্পনায়।

-


30 DEC 2022 AT 19:38

যা হচ্ছে ভালো এর জন্যই হচ্ছে...
যা হবে ভালো এর জন্যই হবে,
এই দুটো লাইন মনকে শান্ত করার জন্য যথষ্ট।।

-


19 JAN 2023 AT 1:10

জীবন দুই ভাগে বিভক্ত, একভাগ হল সুখ-শান্তি, আরেকভাগ দুশ্চিন্তা।
কারণ কারও জীবনে শেষ বলে কোনো কিছু হয় না, তাই সে মানুষটি জন্য নতুন কিছু অপেক্ষা করে থাকে

-