সাকি তোমার বিরহে যবে হারিয়েছি আপনারে -
নয়ন ভরে আপানারে সেদিন,দেখেছি আপন করে!!
প্রেম যেথায় পুষ্পবারি ,বিরহ তথায় খোদার দ্বার,
বিরহে মিলে খোদার জ্যোতি,প্রেম যদি হয় শুদ্ধতার!!-
পৃথিবীতে এসেছি-১৫/০৫/১৯৯৯
আমি কোনো লেখক বা কবি নয় আর হবার চেষ্টা ও... read more
মাঝে মাঝে আমাকে বৈদিক কোনো সামুদ্রিক জলোচ্ছ্বাস ডুবিয়ে দিয়ে যায়;
নোনা পানির শুলপীড়া শিনার লহুকে আগুনের মত দগ্ধ করে তোলে,আর সেই নোনা পানির অক্সিজেন স্বল্পতাকে উপেক্ষা করে ম্যানগ্রোভের মত তবুও বেঁচে থাকতে হয়,,,হুঁ বেঁচে থাকতে হয়,হয়তো বাঁচার জন্য নয় ,,,হয়তোবা কাউকে বাচাঁনোর জন্য!!
আর কিছু মানুষ রোজ ভিতর থেকে একটু একটু করে মরে যায়...
জীবন্ত লাশের উপর রূপবতী কতগুলো গোলাপ চারা,প্রকৃতির প্রতিকূলতাকে কাটিয়ে হাসি মুখে বেড়ে উঠতে থাকে,
হয়তো কাব্য প্রিয় কোনো প্রেমিকের ভালোবাসার আদরে নিজেকে জড়িয়ে রাখতে,নয়তো বা অভিমানী প্রিয়ার শেষ বাসরে রক্তের হার হয়ে তাকে আপন করে সাজাতে!!
কেউ একজন নাকি বলেছিল কবিদের কোনো ভালোবাসা হয় না,হয় শুধু প্রেম আর প্রেমের বিরহ নিঃসৃত প্রাণায়ু থেকেই জন্ম নেয় বৃহত্তর শব্দ ভান্ডার!!-
ভিজে মাটির গন্ধে বারবার ঘুম ভেঙ্গে যায় ;
চোখের দেউড়িতে মাঝে মাঝে ভেসে উঠে-
বিষন্ন অপ্রস্তুত অর্ধনমিত কয়েকটি মুখ—
ঠিক যেন খাদ্যের খোঁজে ব্যর্থ হয়ে ফিরে আসা কুকুরটির মত !!
তোমারা ভালো ভাবে চেয়ে দেখবে সেই ভেজা চোখে—
প্রকাশিত অপ্রকাশিত কতসব অবহেলা ঝর্ণার—
মত ঝরে পড়ে!!
আবারও তন্দ্রায় আচ্ছন্ন হয়ে আসে দুটি চোখ-
তোমাদেরই মত...
ঔ আবার কে যেন ডাকে—
-কোনো এক অমানুষের মত মানবিক কোন আওয়াজ মনে হয় -
... তোমারা তো চোখ পেয়েছ,পেয়েছ বোধ,বুদ্ধি আর
অগাধ জ্ঞান আর আমরা তো তাও পাইনি...
আমাদের বাঁচাও,আমারা বাঁচতে চাই...
-
সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে যায়, আর কিছু জিনিস এমন আছে যা নিজে থেকেই পাল্টে হয় যেমন স্বভাব!!
-
মিছে আলেয়ার পিছে ছুটে মারি হায়;
প্রিয় তুমি ছিলে অন্তরালে?
কেন তবে হায় প্রিয় আমি ডুবে যায়-
মৃত সাগরের নোনা জলে!!
যৌবন পিয়াসা নদীর বুকে হরিণী-
তুমি রাখলে গো তপ্ত বালি,
ঢাললে না তবুও প্রণয় বারি দয়িনী-
ডুবালে লাল শারাব ঢালি!!
কত স্মৃতি জাগে মরুময় ক্লান্ত শহরে;
পথ ভ্রষ্ট নাবিক যেমনে-
কত বেদন,ছিল প্রণয় আরু তিমিরে-
আঁখি মুক্তা রাখি চরণে!!-
যখন যেখানে দেখি চির-নতুন প্রভাত-সম
(ছিন্ন-খন্ড-তুচ্ছ)শূন্য দহে কে সিন্ধুপ্রিয়তম?
স্বর্গ অনিল নরক দ্বারে নিবৃত্তে শিখা্লাহাব্,
খন্ডিত দহে পুঞ্জিত কে দিল আদি শুয়াইব?
শুকরিয়া লহ হে,দিলে যে আলো অন্ধকারে,
অনাবিল জ্বালালে প্রদীপ এই মরু চরাচরে!
ধরণী দর্পনে উদয় ডঙ্কা মণিত সৃজন মৃদুলে-
গৌরব চঞ্চল বিহঙ্গে শঙ্কিত সুধার কাজলে।
মনের অহং রেখেছি গো হাতে,দিতে বিসর্জন,
অনাদি অভয় ঐরূপ মানবে,ফুটিও চিরন্তন।।-
যখন যেখানে দেখি চির-নতুন প্রভাত-সম
(ছিন্ন-খন্ড-তুচ্ছ)শূন্য দহে কে সিন্ধুপ্রিয়তম?
স্বর্গ অনিল নরক দ্বারে নিবৃত্তে শিখা্লাহাব্,
খন্ডিত দহে পুঞ্জিত কে দিল আদি শুয়াইব?
শুকরিয়া লহ হে,দিলে যে আলো অন্ধকারে,
অনাবিল জ্বালালে প্রদীপ এই মরু চরাচরে!
ধরণী দর্পনে উদয় ডঙ্কা মণিত সৃজন মৃদুলে-
গৌরব চঞ্চল বিহঙ্গে শঙ্কিত সুধার কাজলে।
মনের অহং রেখেছি গো হাতে,দিতে বিসর্জন,
অনাদি অভয় ঐরূপ মানবে,ফুটিও চিরন্তন।।-
যখন যেখানে দেখি চির-নতুন প্রভাত-সম
(ছিন্ন-খন্ড-তুচ্ছ)শূন্য দহে কে সিন্ধুপ্রিয়তম?
স্বর্গ অনিল নরক দ্বারে নিবৃত্তে শিখা্লাহাব্,
খন্ডিত দহে পুঞ্জিত কে দিল আদি শুয়াইব?
শুকরিয়া লহ হে,দিলে যে আলো অন্ধকারে,
অনাবিল জ্বালালে প্রদীপ এই মরু চরাচরে!
ধরণী দর্পনে উদয় ডঙ্কা মণিত সৃজন মৃদুলে-
গৌরব চঞ্চল বিহঙ্গে শঙ্কিত সুধার কাজলে।
মনের অহং রেখেছি গো হাতে,দিতে বিসর্জন,
অনাদি অভয় ঐরূপ মানবে,ফুটিও চিরন্তন।।-
আমি প্রায় রোজ হারিয়ে যায়,
হারিয়ে যায় শহরে বন্দরে কিংবা-
জনবহুল কোনো লোকালয়ে-
কিংবা নেপোলিয়নের সেই দুর্গম রাজত্বে !!
হয়তো বা কখনো নিজেও নেপোলিয়ন হয়ে যায়...
... আবার ফিরে আসি,
ফিরে এসে আবিষ্কার করি সেই আমার আমিকে!!
যে সৃষ্টির নগন্য অস্তিত্ত মাত্র,
তবুও যেমন বৃহৎ দেহকান্ডে ক্ষুদ্র চক্ষু-দুখানি...-