ধূসর করিবে মোরে এমন কেহ নাই,
রঙিনে সাজাইবে মোরে এমনও কেহ নাই।
আমার সাদা-কালো আমার মাঝেই আছে,
শুধু অপেক্ষা যদি কোনো বিশেষের দেখা পাই!
-
একবার যখন কলম ধরেছি তোমার খাতিরে,
তোমার হয়ে কালিই না হয় আমায় ভালোবাসবে।
তুমি আমার থেকে যতো দূরেই থাকো না কেন
আমার প্রত্যেক কবিতায় তুমি লুকোনো থাকবে।
😇❤️-
রাতের বুকে এক অসীমতা লেগে আছে,
যার স্পর্শ মাত্রই শরীর ও মনের ক্লান্তি হারায় নিমেষে।
ঘুমন্ত এই পৃথিবী জানেনা কেউ জেগে আছে একা,
তারা স্বপ্নের ঘোরে স্থীর হয়ে রয়েছে।
-
আজ সবাই চূর্ণবিচূর্ণ,
হয়তো কারণগুলো ভিন্ন ভিন্ন।
কিন্তু কেউ আজ সম্পূর্ণ বেঁচে নেই,
তাই সবার দুঃখ লুকোনোর কায়দাটাও অতি ভিন্ন।
❤🩹
-
জীবনটা দ্বায়িত্ব, কর্তব্য আর কাজেই কেটে গেল।
অনুভূতিগুলো আর প্রকাশ পেলো না।জীবনটা কাটানো তো হল,কিন্তু জীবনকে বাঁচা হলো না।
🥀
-
কিছু কথা বড্ড সত্যি,
😌
যতোই প্রেম বা ভালোবাসা থাকুক না কেন!
একদিন তাকে অথবা আমাকে ছেড়ে যেতেই হবে...
🥀-
হাসছো তুমি যেভাবে আজ,
এভাবেই হাসতে থেকো আজীবন।
আমার চলে যাওয়ায় দুঃখ পেওনা
তুমি সুখে থেকো ভালো থেকো আমরণ
-
তোমার অভিমানের কারণ হয়তো আমি,
ছেড়ে যাওয়ার মুখ্যতাও বোধহয় আমি।
ভালো থেকো তুমি,তোমার মতোন,তোমার শহরে,
শুধু থেকে যাবে কবিতা আর এই মনে তুমি।
-