Zeshan Khan   (কালোমেঘ)
25 Followers · 31 Following

চলো শুরু করি অনুভূতির মিছিল
Joined 24 April 2019


চলো শুরু করি অনুভূতির মিছিল
Joined 24 April 2019
27 JUN 2023 AT 17:05

মৃত নদী

ডাকি তারে, না ডাকিয়া পাই,
সহস্র অভিনয়
গহীন বনে কি লুকিয়ে আছে,
হারিয়ে প্রত্যয়
কে বা ডাকে শুদ্ধতায়, অবিকল
মিছে নামে
কে বা ডাকে ছলে, মিথ্যার অভিমানে।
অন্ধ রাত কি বা জানে মতি ঝরা ব্যথা
পাখিদের ঘুম ভাঙ্গে,আমার চিৎকার যেথা।
সহস্ত্র অভিনয় করে গেল স্বপ্ন
আমি হিনা পাবে কি অমূল্য রত্ন
অভিনয়ে ভেঙে শব্দের চুড়ি
জানালার কোন ঠেসে বসে থাকা মাধুরী।
স্বপ্ন,মন অনেকগুলো গুচ্ছ শব্দ
বুঝিনি সকাল, চলে গেছে অনেকগুলো শকাব্দ।
এবারের যন্ত্রণা বেঁধে রেখে আঁচলে
বুঝিনি বহু প্রেম,অভিনয় আসলে
থেকে যাক ফুলরা,ফুলের কুঁড়িতে
ছিঁড়ে ফেলা ফেলে দেওয়া থাক বারণ
স্বাদ হীন, একাকিত্বের,মৃত নদীতে

-


23 MAR 2022 AT 19:55

একটা প্রেম কখনো নিশ্চুপ হয়না, একে ওপরের কাছে শুধু শান্তির এসপেক্টশন টাই থাকে, একে ওপরের প্রতি শুধু নিবেদন থাকে, তবে পবিত্র এর সাথে, হতেই পারে একজনের পারিপার্শিক অথবা পারিবারিক দিক থেকে অবহেলিত,সে ক্ষেত্রে কিন্তু একজন প্রেমিক
বা প্রেমিকার কাছে শান্তির চাহিদা থেকে যায় থেকে যায় মনোসুখের এসপেক্টশন। কারণ সময় অনেক নিহৃদয় একে আমরা গ্রাস করতে পারিনা,শুধু মাত্র মৃত্যুই পারে সময় কে গ্রাস করতে।
কালোমেঘ

-


19 MAR 2022 AT 15:29

কল্পনা হয়তো ব্যর্থ হয়েছে,হয়তো সময় জয় স্লোগান দিচ্ছে,তবে আমার ব্যর্থ হয়নি অনুভূতি, আমি এই ব্যর্থতায় জয়ের ধ্বনি খুঁজে পাচ্ছি, খুঁজে পাচ্ছি সাগরের পাশে রাত্রী যাপনের সময়,আবার কখনো ট্রেন্ট এর ভিতরে অনেক প্রমিস এর স্বাদ, তবে মনে রেখো আমি জয়ী হয়েছি এই ব্যর্থ কল্পনার মাঝে, তবে তুমি হেরেগেলে নিষ্পাপ রাতের কাছে,যে রাত তোমার কাছে বিদায়হীন
তবে সে রাত আমার কাছে শরীরহীন মানব যন্ত্র হয়ে থাকছে। কালোমেঘ

-


24 JUN 2021 AT 9:32

সমাধা

একদিন হঠাৎ তোমার সামনে,আমার পাথর দেহ স্তব্ধ হ'য়ে বলে উঠবে, আমার অনুভূতি ধ্বংসের কারণ কি, এই প্রশ্নটা হয়তো প্রশ্নই থেকে যাবে,কারণ তোমার বাক্য সমাধা থাকবে, সমাধা থাকবে তোমার চোখের কালো, সমাধা থাকবে তোমার সেই শিহরিত অনুভূতি, আর আমি স্পষ্ট চোখ দিয়ে তোমাকে দেখে যাব, আবার প্রশ্ন করবো, বাতাসের স্পষ্ট জলকণা গুলো কি মিথ্যা? সেদিনের হঠাৎ বৃষ্টি কি মিথ্যা? নাকি মায়া মিথ্যা? তুমি তখনও সমাধা চোখে মিথুন বৃষ্টির শীতলা দেখবে আর আমি সিগারেটের ছাই টা ফেলে আবার নস্টালজিকের পথে এগিয়ে যাবো

-


10 FEB 2021 AT 10:10

কেটেছে প্রথম বেলা,
আজ সে প্রথম ,শেষে এসেছে
তাই বয়স সন্ধির মেলা।
ঘরের ভিতর ঘর কোরে রোজ
নিয়ে ছিলিস ছুটির বেলায়
আছি ঘরে আগুন লেগেছে,
বাঁচবি কোন সে কোন খেলায়।
যৌবনে তুই নতুন খেলায়
মেতে ছিলিষ ভিন্ন বেলায়
আমার ফুল অন্য দেহে
গেঁথেছে অন্য মালায়।



-


8 FEB 2021 AT 13:29

কিছু ভালোবাসা আড়ালে নষ্ট হয় তবুও বলা হয়ে উটে না ,
নিষ্পাপ ভাবে তাকে দেখা , নরম স্পর্শ এঁর জন্যে সময় কে বিতরণ করা , সবকিছুই মায়া দারা গড়ে নেওয়া তবুও বলা হয়ে উটে না
পিছু করা, তার বায়না শোনা , তার রঙ নেওয়া, তার পছন্দের খাওয়াএর নাম জানা, একটা মণের দুর্বলতা
তবুও বলা হয়ে উটে না ,
সে নিশব্দে ইতিহাস লেখে,
একটা অসম্পূর্ণ ইতিহাসের নাম নিয়ে।

-


8 FEB 2021 AT 0:08

ইতি লিখো শেষে, আমি জেনে যাবো
শেষ টা তোমারি ছিল
গত হয়ে গিয়েছে সেদিন ,
শুকনো গোলাপ ডায়রীতে রাখা
যেটা তোমাতে দেওয়ার ছিলো।

-


7 FEB 2021 AT 18:40

But the rose 🌹 invisible for you

-


7 FEB 2021 AT 13:09

নিয়েছি,
কি জানি সে গোলাপ স্বার্থক পাবে কি না
একটা গল্প লিখবো আজ তোমার নামে
কি জানি সে গল্প বিক্রি হবে কি না ।
তাই আজ একটা গোলাপ তোমার নামে নিয়েছি
কি জানি সে গোলাপের সুগন্ধ থাকবে কি না
তুমি আজ হয়তো লাল ওড়না পরে
শত গোলাপের সুগন্ধ নিয়ে
শত ভালো বাসা বিক্রি করে
অবশেষ করো না যেনো
তাই আজ একটা গোলাপ তোমার নামে নিয়েছি
এ গোলাপের পাপড়ি মূর্ছিত করো না যেনো ।

-


7 FEB 2021 AT 0:13

লেখা যায়না সে রুপ দিয়ে
হয়তো সাদা কাগজ খালি থাকবে
চেপে রাখা অভিমান নিয়ে ,
মুষ্ট চিটি খুলে দেখো
তোমার দোরের সামনে পড়ে
মণ তুমি খুঁলে কেঁদো
চেপে রাখা অভিমান নিয়ে ।
লেখা যদি থাকে সব
কালো মেঘে দের ডাক দিয়ে
বোলো খোলা চিঠি লেখা আছে
চেপে রাখা অভিমান নিয়ে ।


-


Fetching Zeshan Khan Quotes