Moumita Datta   (Moumita Datta)
0 Followers · 2 Following

Joined 29 December 2022


Joined 29 December 2022
31 DEC 2022 AT 23:30

২০২২ এই বছর টা কারুর কাছে ছিল খুব ই আনন্দের আর কারুর কাছে ছিল দুঃখের,
কেউ হারিয়েছে তার প্রিয় জনকে
আর কেউ ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া সব কিছু।
কেউ হেসেছে তার সব স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে
কেউ কেদেছে তার সব স্বপ্ন ভেঙে যাওয়া কারণে!
সব বছর সবার জন্য সুখের হয়না ,
সুখ দুঃখ সব নিয়ে ই বেচেঁ থাকতে হয় এটাই জীবন,
আসছে বছর সবার জীবনে সুখ শান্তি নিয়ে আসুক এটাই পার্থনা।
"বিদায় ২০২২"

-


31 DEC 2022 AT 14:20

জানুয়ারি স্বপ্ন দেখায় আর
ডিসেম্বর বাস্তবতা

-


30 DEC 2022 AT 21:55




Bachpan ke woh din Bhi.
Kiya khoob the.
Na Dosti ka matalab pata Tha.
Na matlab ki Dosti Thi!

-


30 DEC 2022 AT 19:38

যা হচ্ছে ভালো এর জন্যই হচ্ছে...
যা হবে ভালো এর জন্যই হবে,
এই দুটো লাইন মনকে শান্ত করার জন্য যথষ্ট।।

-


30 DEC 2022 AT 12:06

"বাতাসে শীতের গন্ধ"
চারিদিকে বইছে বাতাস
সারাটা দিন,
কনকনে শীত,
শীতে কাঁপি সর্বক্ষণ
বন্ধ দরজায়,
ঠক্ঠক্ আওয়াজ,
মনে হয় যেন কে এসেছে
জানি না কখন,
গরম চায়ের কাপ,
ঠাণ্ডায় জল হয়ে গেছে।
ভোরের কুয়াশা,
গ্রাসিছে চৌদিক,
কিছু দেখা নাহি যায়।।

-


29 DEC 2022 AT 23:42

"শুভ সূচনা "
পৃথিবী নতুন রূপে সাজবে
নতুন দিনে নবীন এর হাত ধরে,
নতুন উদ্যমে নব নব উদ্ভাবিত চমকে
নবরূপে নতুন সাজে হবে পদচারণা ।।
গ্রীষ্মের খরতাপে তপ্ত মাঠ
যেমন থাকে বৃষ্টির ঝিরিঝিরি ফুটার প্রতীক্ষাতে ,
তেমন করে নতুন বৎসরের আগমনে
নব উচ্ছাস দাড়িয়ে
পুষ্পমাল্য হাতে বরণের অপেক্ষাতে
সকল গ্লানিকে বিদায় জানাতে।
একটা সময় হারিয়ে গেলো
সময় নদীর বাকে,
সাদাকালো স্মৃতি গুলো রইলো পরে এই শূন্য বুকে...
নতুন বছর , নতুন আশা
সপ্নের দিন গুনা
ভালো থেকো, ভালো রেখো
করি এই শুভ কামনা।।।
"শুভ নববর্ষ"

-


29 DEC 2022 AT 22:22

যেখানে তুমার গ্রহণ যোগ্যতা নেই সেখান থেকে সরে আসাই শ্রেয় .....


কারণ এই বিশাল পৃথিবীতে নিজেকে ছোটো মনে হওয়ার মতো ভয়ংকর বাজে অনুভূতি আর কিছুতে নেই....।

-


29 DEC 2022 AT 21:59

কিছু প্রিয় জিনিস....
হউক না অন্য কারোর,
তবুও তো সারা জীবন মনে থেকে যাবে
সেই প্রিয় জিনিসটা কখনো আমারই ছিল....।।

-


Seems Moumita Datta has not written any more Quotes.

Explore More Writers