অপরাজিতা যদি আরো একটু বড় হত,
ভ্রমরা-মাঝির নৌকা, অপরাজিতই থাকত।-
গা ঘেঁষে চলাচলে জলধারা
মনেতে বিষম লাগে, শব্দেরা আরও চুপ হয়
কংক্রীটের মতো সয়ে যায় সব
প্রতিবাদ আসে না আসে না অভিমান
বাস্তব চিনে ফেলা আলো ঠিকরে আসে করতলে
আর সব রং, মিছিমিছি, শখে বেমানান l-
শখগুলো তুলে রাখি
লক্ষ্যগুলো পূর্ণ হোক ।
প্রাপ্তিতেই সন্তুষ্ট থাকি
অহংকারগুলো চূর্ণ হোক ।-
শখ
ধিরে ধিরে পায়ের তলার মাটি সরে তৈরি হচ্ছে বিশাল কূপটি,
যার চাই শেষ শিকড় যা আকড়ে বেঁচে থাকা ।
সব শেষ আগুনের শিখা অলিগলি বেয়ে দোর গোড়ায় ,
এবার অপেক্ষা নিভে যেতে যেতে ফিরে চাওয়া।
পরিধী বরাবর হেটে দেখি বাড়ি নেই, খড়ের চাল পুড়ে ছাই।
আরও দূরে যাই খালি পা তবুও তো আশা,
প্রদীপ জ্বালিয়ে রাত কাটবে দুনিয়া জোনাকীময়।
গিয়ে দেখি পৃথিবী পুড়েছে অনুতাপে প্রানের জোড়া নিখোঁজ ভস্মের জংগলে,
তার মাঝে হাতের আঙ্গুল সীমানা ছাড়িয়ে স্পর্শক সন্ধানী আপন মনে।
আঁচলের আগুন শরীরে উঠে এলো ,
প্রদীপ নাহোক নিজের শিখা শখ মেটালো।।-
শুষ্ক মরুর বুকে থাকে তীব্র জলপিপাসা.. থাকে শখ... এক আকাশ সবুজের
বাধা হয় প্রকৃতি..তীব্র মরুঝড় উঠিয়ে
টুটি চেপে পরিসমাপ্তি ঘটায় যত আবদারের।-
চোট পাওয়ার পর মানিয়ে নেওয়া কষ্টের
মানুষের কাছে স্মৃতিচারণ চিরকাল শখের ......।-
শখ যা ছিল স্বপ্নেই সব শেষ,
বাস্তবে সামর্থের মধ্যেই গল্প শেষ।
Instagram- @priyankasarkar.1-