QUOTES ON #লুকিয়েরাখাসেইছবিটা

#লুকিয়েরাখাসেইছবিটা quotes

Trending | Latest
24 OCT 2019 AT 9:24

আগেই করেছিনু ডিলিট,
শটিত মনের মানুষ করে না মোর হৃদয়ে ফিট!

-----রুবাইয়া ইকবাল

-


24 OCT 2019 AT 9:14

রাখা অতি সংগোপনে,মনের কোনে।

-



এখনও আছে আমার মনের মাঝে
সেই ছবিতে ছিলিস না মুখোশের সাজে ।
যখন প্রস্ফুটিত করলি তোর ছদ্মবেশ
তোকে চিনে ওঠতে পারলাম না শেষমেশ।
ছবির সাথে সেদিনকার মুখের মিল ছিল না লেশ
কেন করলি এরকম আমরা ছিলাম তো বেশ ।।

-


24 OCT 2019 AT 11:43

লুকিয়ে রাখা সেই ছবিটা,
বিদায়ের পরের মুহুর্ত থেকে,
সেই তো সামলাচ্ছে সম্পর্কটা।
তুই চলে যাওয়ার পর যেন,
আরো জীবন্ত হয়েছে ছবিটা।
রোজনামচার প্রতিটা গল্প
চুপ করে শোনে সবটা....
ছবির সদাহাস্য মুখখানি,
কখনও প্রতিশ্রুতির আড়ম্বর দেখায়নি।
হ্যাঁ, মানছি সে আমার নীরব শ্রোতা,
দিতে পারেনা ভালোবাসার ওম টা।
নোনাজলের খরস্রোতায় বাঁধ দিতে....
এগিয়ে আসে না হাত টা
তবুও তোর ফেলে যাওয়া সংসারের,
মোক্তারনামা পেয়েছে ওই ছবিটা ।।

-


24 OCT 2019 AT 9:30

আজ‌ও দেখি রোজ।
কারণ,,,,
ছবিটা তো রয়েগেছে কাছে,
শুধু তোমার নেই খোঁজ।

-


24 OCT 2019 AT 9:40

মনের কোণে লুকিয়ে রাখা সেই ছবিটায় আজ বিষাক্ত পোকারা জাল বোনে,
ব্যাথা জড়ানো প্রেমের সংলাপও সময়ের ছন্দে পাগলের প্রলাপ হয়ে যায় আনমনে।
- (সোহাগের কলমে🙂🖋️)

-


24 OCT 2019 AT 9:32

লুকিয়ে রাখা সেই ছবিটা লুকোনো আছে এখনও,
সবার চোখের আড়ালে তোমায় দেখি রোজ।
তোর আমার স্মৃতি বলতে তো শুধু ওটাই, বাকি সবই মুছে গেছে অভিযোগের কারনে।
ব্লকলিস্টে থাকা নম্বরে আর ফোন আসেনা জানি,
মনে পরে না ভুলে যাওয়া প্রতিশ্রুতি গুলো,
তুমি তো হারিয়ে গেছো আগেই,
তাই সিক্রেট ফোল্ডারে লুকিয়ে রাখা 'তোমাকে' আর হারাতে চাই না।

-



আজও দেখি অবসর পেলে, যে ছবিতে ভরা যৌবন, একরাশ কালো চুল;
মাংসপেশির সবল রূপ, কাঁচা সোনা গায়ের রঙ;
না নারী নই..আমি এক পুরুষ!
যে পুরুষে তোমরা ধর্ষক খোঁজো, যে পুরুষে অসুর বোঝো!
আমরাও আগলাই সংসার, আমরাও করি সঞ্চয়;
আমাদেরও চোখ ভেজে, ভাঙে মন;
আমরাও করি ত্যাগ, ভুলি শখ;
আমরা নারীর দুর্বলতাকে নয়, পরিশ্রমকে সন্মান করি;
আর তাইতো “তুমি পারবেনা আমাকে দাও” বলি..

শুধু দোষী,খারাপ,নোংরাতে নয়...
বাবা,দাদা,স্বামীতেও পুরুষ খোঁজো।।

-


24 OCT 2019 AT 9:01

আছে মনের এক কোণে..
কবে আসবে বলতো সেই দিন ?
যেদিন শুধু মনে নয়,
তোর সঙ্গে তোলা ছবিটা ;
অ্যালবামে বাঁধিয়ে রাখতে পারবো ।।

-


24 OCT 2019 AT 20:56

আজও আমার মনিকোঠায় রয়ে গেছে।
তুমি থাকবে বলেও চলে গেলে ঠিকই
কিন্তু তোমার দেওয়া শেষ স্মৃতি ভেবে রেখে দিলাম ছবিটিকে

-