যে মাছটা পালিয়ে যায় সেই মাছটাই বড়...
যে জিনিসটা হয়না পাওয়া সেটাই জানি দড়।
মূল্যহীন ভাবি তাকে সহজে যা পাই...
মূল্যবান হলেও সেটার কদর নাই তাই।
অলীক সুখের হাতছানিতে ছুটছি লাগাম ছাড়া...
হোঁচট খেয়ে পড়ি যখন হই যে দিশা হারা।-
23 FEB 2021 AT 20:13
23 JUN 2020 AT 17:43
কাছের সম্পর্ক,
কখনও সঠিক যত্ন, সঠিক মূল্য পায়না।
আষ্টেপৃষ্ঠে কাছে থাকলে অবহেলায় সরিয়ে দেয়,
আর অনেক দূরে চলে গেলে ব্যাকুলতায় কাছে পেতে চায়।-
30 DEC 2019 AT 13:55
আরম্ভে সবাই থাকে ভীষন জলন্ত রঙীন,,,,,,
সমাপ্তিতে এসে সবই হয়ে যায় বিবর্ণ মলিন।-
21 JUN 2020 AT 1:26
নিঃস্বার্থ ভালোবাসা
কখনোই স্বীকৃতি পায় না ।
না পরিবারের কাছে
না সমাজের কাছে ...
Selfless love is never recognized by family or society...-
12 MAY 2020 AT 20:57
আমার অভিমান ভাঙানোর অধিকার তোর নেই,
যখন আমার ভালোবাসা-ই তোর কাছে মূল্যহীন ।-