রথের মেলা
বৃষ্টি ভালো বাসে।
খিচুড়ি আর আলুর দাম
কলাপাতার সাথে।-
প্রতিফলন প্রতিবিম্ব হয়ে সাদা কাপড়ে
খেজুর - তালের বাগানে ধির পায়ে এগিয়ে চলে,
ঘসা কাচ দেখতে থাকে পাথরের মূর্তি।
ফুটন্ত জল সুমেরুর চাদরে বরফ হয়ে
নিস্তব্ধ গ্যালাক্সির হাতছানি পেয়ে বুঝে উঠতে চায় ওজন।
দাবার ঘর সাজাও তুমি!
ভালোবেসে তোমার অনুভূতি প্রশ্ন করে
আলোর রং কেমন?
সৈন্য দিয়ে তালগাছে ওঠা যায় না
বলার সময় তোমার মুখের ছায়া
মাটিতে না দেখা দিয়ে আকাশে দেখা দেয়।
শুধু বিশ্বাস ধরে রাখে
হারিয়ে যায় সবুজ জলের ট্যাঙ্ক,
ছেড়ে যাওয়া প্রশ্ন ভালোবাসার নতুবা আগুনের!-
গাছের নিচে আপন মনে
খোলা হাওয়ায় উড়িয়ে চুল,
মেঘলা আকাশ বৃষ্টি চুড়ি
বাজছে বৃষ্টি টাপুর টুপুর।
জলের ফোঁটা বিন্দু বিন্দু
ভাসিয়ে যায় জলের হাঁড়ি
কল বন্ধ নল বন্ধ
উপচে পড়া জলের হাঁড়ি...-
অনুভূতির অন্তরালে
নীল আকাশের চাদরে ঢাকা ,
ঝুপ ঝাপ সেই নদীর তীরের কথা।
দিগন্ত ছোঁয়া রামধনু
বয়ে চলা নদীর জলে কথা...-
ভালোবাসার বাউল গান
আনমনে বাজবে জীবন ভর,
রক ব্যান্ড শুনতে পারো
সময় হলে কৃষ্ণ রাধে বলতে পারো!-
অস্থিরতার সুচিত্রা সেন
একটা পদ্ম ফুলে ছড়িয়ে পড়ে,
হারিয়ে যাওয়া কলম দেখে
হারিয়ে যায় হৃদয় মাঝে।-
স্মৃতির নদীতে উষ্ণ আবেগের ছোঁয়া
সমুদ্রের ঢেউ বদলে দিয়েছে মাটি,
মাটির ওপর বালির আস্তরণ
হারিয়ে যাওয়া ছুঁচ খুঁজে চলেছে কেউ!-