তার বাঁশির সুরে নামে প্রেমের ধারা,
তার আশীর্বাদে বিরাজমান সুখ-শান্তি, আশা ভরা।
গোকুলে মাখে আলোর হাসি,
হৃদয়ে জাগে ভক্তি জ্যোতি,
আজ প্রভুর জন্মদিন,
চারিধারে উৎসারিত হোক আনন্দগীতি।-
● A Hobby Writer ●
➡️ I am a research scholar @IITBBS, who loves to... read more
আকাশ ছুঁতে চাওয়া সাদা মেঘের ডানা,
যেন পাহাড়ি নদীর ধারা মানে না কোনো মানা।
বাউলের সুরে ভেসে ওঠা গোধূলির গান,
যেন ভোরের শিশির ভেজা দূর্বা ঘাসের ঘ্রাণ।
যেমন আবেগের ঢেউয়ে অকৃত্তিম ভালোবাসা বাড়ে,
যেমন বৃষ্টিধারার স্পর্শতে শীতলতা দেয় ধরা মাটির নীড়ে,
স্বাধীনতা তেমনি - নিঃশ্বাসের বিশ্বাসে প্রতিমুহূর্ত বাঁচে আশ্বাসে।-
বর্ষা ভাসায়, বর্ষা কাঁদায়,
বর্ষা ভাবায় প্রেমিক মন,
অক্লেশে বর্ষা মেখেছে যৌবন।
বর্ষায় অস্তিত্বের নদী বহে প্রশ্নের বাঁক,
বৃষ্টির শ্বাস-প্রশ্বাসে নবচেতনার ডাক।
মেঘলা আকাশে সময় ভাসে অনিশ্চয়তায়,
জীবনের চক্রে বর্ষা আসে নানান আশায়,
সুখ-দুঃখ, ভালোবাসা-বিরহ সবই 'বর্ষাময়'।-
যা বারবার নিজেকে আশার চাতক বানায়,
ইচ্ছেডানা মেলে স্বপ্নের উড়ান ভরায়।
কারণ মন ভরে দেখা আর স্পর্শের নেশা
যেন জাগিয়ে তোলে ভালোবাসার ভাষা।
জন্ম দেয় মুহূর্তদের নবদিগন্তের পাড়ে,
চোখেরা নানা অনুভূতি দেয় হৃদয়ের তরে;
জীবনময় এ ভুবনে দেখার শেষ নাহি যে।-
The story reflected in the eye always tells the truth, but few can truly see it with the soul.
-
তারা অবিচারে বেশি বাঁচে, বেশি বাড়ে।
চুপচাপ অস্বস্তিকর আগুন জ্বালায়-
প্রতিবাদী ভাঙা মনে, রাতের অন্ধকারে।
অশ্রুর স্রোতে অধর্ম আরও বেশি থাবা দেয় শরীরে,
নীরবে শুধু প্রার্থনা জমে স্তুপ হয় হৃদয়ের তলে।
প্রশ্ন জাগে -
শান্তির খোঁজে শাস্তি কী হবে সব অত্যাচারের?
না, বিচারের নামে অবিচার বাড়বে সবলে।-
সাদা-কালো, কিংবা অন্ধকার-আলো,
এরা সদা করে সহাবস্থান।
তুমি চলবে শ্বেত রাস্তায়
নাহ, শক্তি বাড়াবে অন্ধকারাবস্তায়;
তাহ জানান দেবে জীবনের মৌলিক অবস্থান।-
সঠিক জানিনা তার উৎসস্থল।
তবে, অতৃপ্ত ইচ্ছা, প্রত্যাশার পাহাড় চড়ে,
সুখ মোহনার তরে বয়ে চলেছে অবিচল।
আর এই নদী-ই তার গতিপথে-
কত শত ঝর্না ধারার স্বপ্ন দেখায়,
আবার বিফলে চোখের কোণে নামায় জল....-
রঙ-বেরঙীন, সুবাস মেখে আসে,
প্রাণের মাঝে জাগায় আলো,
নব আনন্দে মনটা যেন ভাসে।
শিশির ভেজা শিউলি সকাল,
ধূপের গন্ধে মোহিত রাঙা কপাল,
আর প্রার্থনার মন্ত্র স্বাস-প্রশ্বাসে;
চরণ ছুঁয়ে আশীর্বাদের পুষ্প পেয়ে,
শ্রদ্ধা ও ভালোবাসার সুঘ্রাণ বাতাসে মেশে।-