হাওয়া পেলাম অনেক, যেখানে গাছ বেশি..
ছাওয়া নিলাম কায়িক, মেঘের পাশাপাশি..
ফেরার পথে,
ঠাঁয় পেলো কিছু, ক্ষুধার্ত শরীর আনন্দে..
মুগ্ধ প্রায় সকল জীব, প্রকৃতির এরূপ গন্ধে..
ফেরার পথে,
ফিরি আমি, ফিরে আরো অনেকে..
ফিরছি কোথায়? বোঝাতে পারিনা মনকে..-
আমার কাছে ভ্রমণ হল নুতন জায়গা বিশ্লেষণ করা
অভিযান করা, অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হওয়া-
হঠাৎই দুর্গম অভিসার নীল দিগন্ত ছাড়িয়ে,
কখনও বা ঝড়ের কুণ্ডলী মাঝে ঘূর্ণন-লীলা
কারণ আকণ্ঠ পান করেছি যে ভ্রমণ সুরা!
হয়েছি প্রেমী সুবাসের, পেয়েছি সাথী যাত্রাপথে,
ধ্বনিতত্ত্বে নদীর কলকল, চিরহরিৎ-এর শ্ শ্;
তোমারই গল্পে গান লিখেছি স্বরের স্বরাজে!
নামকরণে পবন, ডাকনামে হাওয়া, কখনও বা বাতাস...
ভ্রমণের না আছে সময় না সীমাবদ্ধতা...-
পাহাড় তোমায় ভালোবাসি, তাই তো ছুটে আসি বারেবার ;
পাহাড় তোমার গল্প শুনি, তাই তো মন যে টানে আমার..
-
অপেক্ষার প্রহর গোনে ধৈর্যশীলে, স্বপ্ন ছোঁয়া অবহেলিত মন,
সহস্র শোকে জর্জরিত তবু, সুখ-বন্দরের খোঁজে অব্যাহত ভ্রমণ।-
ঘর গোছাতে গিয়ে পুরোনো ফটোফ্রেম টা খুঁজে পেল রিয়া, কলেজ থেকে দীঘা গেছিল তারা, সেখানে সমুদ্রের তীরে তোলা গ্রুপফটো।
রিয়ার চোখ পরে ফটোতে নীলাঞ্জনের দিকে, মৃত্তিকার হাতে হাত রেখে উজ্জ্বল চোখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মৃত্তিকার ঠোঁটে এক অনাবিল হাসি।
নীলাঞ্জনের কথা ভুলে যেতে চায় রিয়া, ফটো টা ড্রয়ারে ঢুকিয়ে রেখে সে কাজে মন দিল, কিছু ভ্রমণের স্মৃতি হয়তো বিষাক্তও হয়।-
ভ্রমণ মানে আমার কাছে জীবনে বাঁচার অঙ্গীকার,,
ভ্রমণ মানে নতুন জায়গার বিশ্লেষণ, তাকে নিয়ে মূল্যায়ন,,
ভ্রমণ মানে এ বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ।।
-