চেনা গলির মোড়গুলো আজ বেশ অচেনা,
কোনো গলিটা বাঁক নিতে গিয়ে ফুরিয়ে গিয়েছে,
আবার কোনোটা নির্জনতাকে সঙ্গী করে বেঁচে আছে।
প্রতিটা গলিই স্বজনহারার দুঃখে বড়োই নিঃসঙ্গ।-
Poet, story writer
First milk on 17-11-1998
Lionell Messi, AB Devillier... read more
খরস্রোতা নদীর ন্যায় বয়ে যাবো কোনো এক দুর্গম মরুতে,
মরিচীকা নয় বরং শস্য শ্যামলাতে ভরা এক উর্বর প্রান্তর হয়ে জন্ম নেবো এই ধরাতে ।-
মধ্যপ্রদেশের ভীল উপজাতির এক আদিবাসী মহিলা
প্রসব যন্ত্রণায় কাতর, মৃত্যুর সম্নুক্ষীন
দায়ী প্রশাসন, নাকি চিকিৎসক - না না এ তো
অস্পৃশ্যতার এক মায়াবী খেলা, পরাজিত মানবতা।-
We spend more time to overcome our past and makes ourselve more stronger,
To create something new we give some extra effort,
But at the end of the day i feel I'm alone, noone beside me that drags me into the deep ocean of frustration.-
I would like to tell you how much i miss you in these days,
In the tough times i need you in every moment,
In every moment i miss your company, the essence of your hair, the smile of your face.
I wanna give you a tight hug and enjoy those divine beauties with all my heart.-
প্রেম - ভালোবাসাটা অগোছালোই ভালো,
সুন্দর করে গুছিয়ে নেওয়ার অনেক সুযোগ পাওয়া যায়।-
আমার অপূর্ণ কাব্য গুলো এই নতুন বছরের আলিঙ্গন পাক,
পুরোনো সব স্মৃতি গুলো ধুয়ে মুছে যাক আবারো একটা নতুন অধ্যায়ের আসায়,
বেপরোয়া শীতকে কোলে করে নতুন বছরের আগমন যেনো এক নতুন বিভিষিকার পরিভাস,
মহামারীর পরিসমাপ্তি যেনো একান্তই কাম্য এ নতুন শুরুতে,
আসুন দুঃখ দুর্দশা ভুলে আবারো একটা নতুন শুরুর প্রয়াস করি সকলে মিলে।-
আজ আমরা অনেকটা বড়ো হয়ে গেছি,
মামারবাড়ি থেকে ফিরে এসে আর গল্প গুলো একে অপরকে বলি না,
আনন্দমেলাটা কিনি হয়তো কিন্তু তার গল্প গুলো নিয়ে আর আলোচনা করি না।
আজ আমরা অনেকটা বড়ো হয়ে গেছি,
রবিবারের সকালে Video game র আসর আর বসে না,
একে অপরের সাথে আর আমরা গল্পের বই আদানপ্রদান করি না।
আজ আমরা অনেকটা বড়ো হয়ে গেছি,
সাইকেল নিয়ে আমরা আর বিকেল হলেই ঘুরতে বেরোই না,
ছুটির দিনে ক্রিকেটের আসর আমরা আর বসাতে পারি না।
আজ আমরা অনেকটা বড়ো হয়ে গেছি,
দিনের শেষে সুখ-দুঃখ ভাগ করার সাথী হয়তো বা অন্য কেউ হয়েছে,
কিন্তু একে অপরের প্রতি জমে থাকা পাগলামিটা হয়তোবা এখনও জমে আছে শুধু একটা মুহুর্তের অপেক্ষা মাত্র, সেই উন্মাদনাটা এখনও আমাদের মধ্যে আছে শুধু একটা সময়ের অপেক্ষা মাত্র।
-
স্তব্ধ মনে ফের একটা শিহরণ জাগায়।
স্মৃতি রোমন্থনে ফিরে আসা সম্পর্কের ভীত আজও বেশ অটুট,
কটুক্তির সঙ্গে করা বার্তালাপও বেশ সুমধুর,
মুখোমুখি বসে থাকা দুটো মন ফের প্রেম নিবেদনে ব্যর্থ।-
তোমার ওই মায়াবী চোখে ডুবেছি বারংবার,
না জানি তোমার নেশা কখন আমায় লেগে গেছে।
আমি তো অপেক্ষায় আছি ওই ভিজে বাতাসের,
না জানি কখন ঝড়ে পড়বে বারিকনা হয়ে তোমার আঙিনায়,
আমার প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমার আঁখিজোড়া মেলে ধরবে আমার পানে।-