QUOTES ON #ভুলতে

#ভুলতে quotes

Trending | Latest
21 NOV 2019 AT 22:07

স্মৃতির ডালে সুখের পাতা, ঝরছে কেমন আনমনায়;
মন্দত্ব আজ বাঁধছে বাসা, ইচ্ছেগুলো ভূমিতে লুটায়।

-


21 NOV 2019 AT 13:01

এক আকাশ দিয়েছ তুমি সতরঙ্গি ভালোবাসাই
মন পক্ষী উড়েছে অত্যন্ত মন আনন্দের

-


7 NOV 2022 AT 23:30

তুমি তো ভুলেই যাবে,আমি তো পারবো না ভুলতে তোমায়...

-



মিথ্যে স্মৃতি ভুলতে হবে তাকে
আমার দুচোখ তোমারই ছবি আঁকে

-


4 JUN 2022 AT 11:21

আমি তোমার জন্য পাগল হতেও পারলে।।
তোমার জন্য আমি!
আবার তোমাকেও ভুলে যেতেও পারি।

-


28 NOV 2020 AT 13:14

রাখতে পারিস আমাকে তুই তোর থেকে অনেকটা দূরে!
বলতে পারিস আমাকে "তুই যাস আমাকে ভুলে!"
বাঁধতে পারিস ঘর তুই অন্য কারোর সাথে,
গড়তে পারিস এক নতুন সংসার পুরাতন কে ভুলে গিয়ে!
থাকতে পারিস ভাল তুই নতুন স্ত্রী কে নিয়ে,
হাসতে পারিস আবারও তুই অন্য কারোর সাথে!
মনের দুঃখ পারিস বলতে নতুন প্রেমিকাকে,
আমাকে তুই পারিস ভুলে যেতে এবারে!

আমার অনেকটা কাছে রাখব তোকে সারা জীবন ধরে!
বললেও তুই শুনবোনা ভুলবোনা আমি তোকে!
বাঁধবোনা আমি ঘর আর অন্য কারোর সাথে,
গড়বনা আর কোনো নতুন সংসার তোকে ভুলে গিয়ে!
থাকবনা আমি অন্য কাউকে বিয়ে করে তার সাথে,
হাসবনা আর আমি অন্য কারোর সাথে!
মনের দুঃখ বলবনা আমি আর কাউকে!
সাথে থাকিসনি বলেই তো আর পারিনা তোকে ভুলে যেতে?!

-


30 SEP 2021 AT 7:46

অনেক ভাগ্যের ব্যাপার নিজের প্রেম পাওয়া, আর
আরও ভাগ্যের ব্যাপার সেই প্রেমকে ভুলতে পারা।

-


18 JUL 2021 AT 14:23

আমার মনে হয় যত দিন যায়!
মানুষ অপমান গুলি ভুলতে সাহায্য পায়।

-


16 JAN 2021 AT 13:55

ভুলতে ভুলে যাই ,তবু হাসতে না😅❤️🌻

-



ভুলতে চেয়েও মনে পড়ে সেই দিন,,
আসলে ভুলতে চাওয়াটাই মস্তবড় ভুল!
@তনিমা

-