"ইয়োর কোটের"
সমস্ত ভাই- বোনদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
বেঁধে দিলাম শক্ত করে পবিত্র রাখীর বন্ধন,
ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক সারাজীবন।
❤️❤️❤️🍫🍫🍫🍫🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🎁
❤️❤️❤️🍫🍫🍫🍫🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🎁
❤️❤️❤️🍫🍫🍫🍫🍨🍨🍨🍨🍧🍧🍧🍧🎁-
সবসময় তোর পাশে থাকবো ভাইরা
করে যে অঙ্গীকার ,
বিপদ যেন ছুঁতেও না পারে তাদের
আগলে রাখে বারবার ।
ভাই ফোঁটা দিয়ে বোন করে জানি
ভাইয়ের মঙ্গল কামনা ,
বোনকে রক্ষা করার দায়িত্ব যে তাই
সব ভাইদের সাধনা ।
নারীরা যখনই মাথা উঁচু করে বাঁচার
স্বপ্ন দেখতে চায় ,
নারীধষর্ন ও শ্লীলতাহানি দেখি এই
সমাজেই ঘটে হায়।
সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেও
আজ ভাইরাও অসহায় ,
বোনেদের লাগি কতো ভাইরা তাদের
জীবনটাও দিয়ে দেয় ।-
দিদি বোনরা খুব দয়ালু আমার,🤐
ভালোবাসে আমায় খুব,😍
যখনই বলেছি একটা GF খুঁজে দাও,😌
তারা হয়ে যায় সব চুপ।😑
Single হয়ে থাকবো কতো আর,😕
দাবি তাই আমার মানতে হবে,🤥
"ভাইফোঁটা" আমি নেবো না যদি,😪
না বলো তোমরা খুঁজবে কবে?😒-
ভাইবোনের কিংবা বোনে বোনের সম্পর্কটা কিন্তু টকঝাল মিষ্টির! ঝগড়া হতে যতক্ষন মিল হতেও ততক্ষন! কাছে থাকলে যেমন ঝগড়ার পরিমানটা একটু বেশি থাকে তেমন দূরে থাকলে ভালোবাসাটাও একটু বেশি হয়ে যায়! বোনে বোনে একটা ব্যাপার সাধারণ থাকে ড্রেস আর মেকআপ নিয়ে, আমারটা তুই নিলি? নিলি তো জিজ্ঞেস করে নিলি না? আর ভাইবোনের ঝগড়াটা ছোট ছোট সব বিষয়ে....... তুই আমায় মারলি কেনো? তুই আমার ভাগ টা খেলি কেনো? তুই আমার হেডফোনটা দিয়ে দে বলছি........ তুই আমার ফোন কেনো হাত দিয়েছিস........মা....... দেখো!
এরকম ছোট ছোট মুহূর্ত মনে পড়লে কখনো আমাদের হাসায় কখনো কাঁদায়। খুনসুটিতে ভরা মিষ্টি সম্পর্কের নাম বোন!-
সকল ভাই ও বোনের বন্ধন থাকুক অটুট হয়ে ,
দুষ্টু ,মিষ্টির এই সম্পর্ক ডুবে থাক খুশির আলোড়ণে ।👨👩👧👦-
তোর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যখন,
স্মৃতি হয়ে মনের সাদাকালো ক্যানভাসে হটাৎ ভেসে ওঠে,
বিশ্বাস কর হাজারো তারার রঙ্গমেলায় রামধনুর সাতটি
রঙের চোখ ধাঁধানো মায়াজালের রহস্য
ঠোঁটের কোণে ফিনিক মারে.....
তোর ওই নির্বোধ চোখের ক্ষুদ্ধ চাহুনি
বারবার সতর্কিত যাযাবর কে মরীচিকার দাঁড়িপাল্লায়
ভ্রান্ত মাপকাঠিতে অপাতমস্তক যখন মেপে চলে,
তবু তোর প্রতি প্রেমের ভার সূচক নাকি সর্বদা ধ্রুবক বলে।
গোলাপ বাগানের সবচেয়ে ছোট্ট চারাটি যখন তুই,
সমাজের কীট ফন্দি আঁটে,দংশাবে কোন আছিলার সাথে..
বিন্দু বিন্দু ছিটবো আমি তোর ওই চারিপাশে,
বাহুবিদ্ধে ছিন্নভিন্ন হবে কালের বাঁধন যখন সঙ্গী আমারা দুই,
সকল প্রয়াস মাটিতেই হবে বিলীন,যখন কীটনাশক হবো মুই।-
ছোটো থেকেই একসাথে,দুস্টুমিষ্টি খেলা
কি করে যে কেটে গেল মোদের ছেলেবেলা!
পুতুল খেলা মনে পড়ে,কানামাছি ভোঁ ভোঁ,
সারাবেলা কাটতো পাছে,যাকে পাবি তাকে ছোঁ,
মারামারি,ঝগড়া তখন নিত্যদিনের কাজ,
সেসব স্মৃতি খোঁচা মারে,এখন লাগে লাজ।
যা তুই নিবি,আমিও নেবো,তখন এটাই সমস্যা,
টিপ,লিপস্টিক,কাজল নিতাম,মেয়ে হবার তপস্যা।
রক্তের সম্পর্ক নেই,বলছে কারা?কতটুকুই বা তারা জানে!
কি করে তারা অন্তরের কথা জানবে,যা দেখে তাই মানে।
বড় হয়েছি,তবে ছেলেখেলাটা আজও যায়নি,
মারামারি টা আজও খুনসুটি রূপ পায়নি।
আসবি জেনে,আজও,উৎসুক মন থাকে তোর পথ চেয়ে,
সত্যিই আমি ভাগ্যবান,তোর মতো মিষ্টি বোন পেয়ে।❤️-
ভাই বোন মানে এক নিঃশর্ত সম্পর্ক
যে ভালবাসা ছাড়া কিছু চায়না।
আগলে রেখো এই অমূল্য সম্পর্ককে ,
সবাই আবার সেই সৌভাগ্য পায়না।-
রাখী মানে খুশির আলো, দিনটা বেশ জমজমাট
রাখী মানে জুটিয়ে গল্প, পোলাও কিংবা মাংস ভাত
রাখী মানে বাড়ির উৎসব, লোকজনে যায় বাড়ি ভরে
রাখী মানে সাজ গোজ, জামা কিংবা পাঞ্জাবী পরে
রাখী মানে বোনের আবদার, এই দাদা আমাকে আশীর্বাদ কর
রাখী মানে দিদির বকুনি, সারাদিনে একটুতো পড়াশোনা কর
রাখী মানে বুড়ো দাদুর প্রাণভরা হাসি, গল্প-গুজব, হইচই
রাখী মানে ঠাম্মার আবদার, আজকের দিনটা থাকবি সুজয়
রাখী মানে একটি আদরভরা সুতো, বাঁধবে বোন আমার হাতে
রাখী মানে শপথ নিলাম আমরা ভাই-বোন থাকবো একসাথে-