'একটা সম্পর্কে দেখা করাটা খুবই প্রয়োজন'।🌼❤️
দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়!
সম্পর্কের গভীরতা বাড়ে, অনেক ভুল বোঝাবুঝি মানিয়ে নেওয়া যায়,
কাছে থেকে, পাশে বসে নিজেদের মধ্যে অল্প কিছু কথায় সবটা ঠিক করা যায়!😌💖
দেখা হয় না, বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে!🥀💔
অথচ হয়তো সামনা সামনি দেখা হলে, কথা হলে, একটু জড়িয়ে ধরলে, হাতে হাত রাখলে আজ অনেক সম্পর্কগুলো কতোই না সুন্দর হতে পারতো!✨❤️🩹
"তাই সম্পর্কে দেখা করাটা সত্যিই খুব প্রয়োজন"।।🌹🤍
-
আমাকে সাপোর্ট করো, পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর সাপোর্... read more
আমি এমনিই এক জায়গায় যেতে চাই!
যেখানে শান্তি আর সুখ ছাড়া আর কিছু নাই!
আমি সেই স্বপ্নের জায়গায় হারিয়ে যেতে চাই!
সেখানে শুধু আমি ছাড়া আর কেহ নাই!
কিচ্ছু চাই না, শুধু সুখ আর শান্তি চাই!-
এপ্রিল ফুল;
সে তো ছোট থেকেই হয়ে আসছি
বাবা মার কাছে!
কখনোই বুঝতে দিতে চায় না
আমাদের চাহিদা পূরণের কষ্ট!🌻❤️-
এপ্রিল ফুল নাকি বোকা বানানোর দিন।
আচ্ছা বলুন তো আমাদের মতো সাধারণের কাছে বোকা বানানোর বা বোকা সাজার আবার আলাদা কোনো দিন হয় নাকি? আমরা তো প্রতি পদে পদেই বোকা হয়ে যাই। কখনো ব্যাবসায়ীদের দ্বারা, কখনো ডাক্তারের দ্বারা আবার কখনো ভালোবাসার মানুষের দ্বারা। আমরা বোকা হই কিন্তু, বোকামির দ্বারা কোনো শিক্ষা নেই না। আগেরবারের বোকা হয়ে যাওয়ার স্মৃতি দ্রুত ভুলে যাওয়ার পরেই পরের বার আরও বড়ো বোকামি করে বসি। আসলে আমরা যেমন বোকা হই তেমন মানুষকে বোকা বানাতেও ভালোবাসি। অনেকসময় বাবা মায়েদেরও বোকা বানিয়ে আমরা বোকামির মতো কাজ করে বসি। আবার কখনো প্রেমিক প্রেমিকার সাথে চুটিয়ে প্রেম করার পরও বিয়ের কথা বলতেই টাটা বাই বাই বলে চলে আসি। অপরকে বোকা বানিয়ে কখনো নিজের মহৎ কাজ সম্পূর্ণ করা যায় না। এই নীতি কথা তো আমরা ছোটবেলার নীতি শিক্ষার বইতে ছেড়ে এসেই বড়ো হয়ে এখন মস্ত বড়ো চালাক হয়ে গেছি। আচ্ছা... আমরা কি একবারও ভাববো না যে বোকা বানাচ্ছি নিজের প্রিয়জনকে, নিজের দেশকে, নিজের দেশবাসীকে, এমনকি সর্বোপরি নিজেকে। আমরা বারবার বোকা সাজার পরও চালাক সেজে ঘুরে বেড়াই। তাই আমাদের কাছে একদিন নয় নিত্যদিনই বোকামির দিন।।🍁🌚-
হ্যাঁ... মানছি,
আমি মানুষটা আর বাকি পাঁচজনের থেকে
মানসিকভাবে অনেকটাই দূর্বল...
সেইজন্যই হয়তো আমায় বহুবার
ভাঙতে হয়েছে, ভালোবাসা আর অভিনয়ের
পার্থক্য বুঝিনি বলেই সে হয়তো সুযোগ নিয়েছে,
নরম মনের মানুষ পেয়ে বহুবার ভেঙেছে আমায়...
যখন বুঝতে ভুল করেছি, তখন সময়টা অনেক
দেরি হয়ে গেছে, কিন্তু তবুও মনে রাখবো না
কোনো কষ্ট, প্রত্যেক রাতে বালিশ ভিজিয়ে
কাঁদবো না, একগাল হাসি নিয়েই তোমার ইচ্ছা
পূরণের জন্য বেড়িয়ে আসবো তোমার থেকে...
আসলে আমি ঠকানাতে নয়
অল্প আদরেই বিশ্বাসী ।।
-
এখনকার দিনের মতো দুদিনের প্রেম চাই না,
আমি চাই শুধু কেউ একজন
আমার বেস্টফ্রেন্ড হয়ে আজীবন পাশে থাকুক...
হাসি, কান্না, ইয়ার্কির ভাগীদার হোক...
আমি চাই না কেউ চব্বিশ ঘণ্টা ফোনে
সোনা, জানু, বাবু বলে ন্যাকামো করুক,
আমি চাই সে যেনো শত ব্যস্ততার মাঝেও
একটু সময় বের করে আমায় ফোন করে
জিজ্ঞেস করবে "এই যে কী করছেন?"
আমি চাই না দুদিনের জন্য
এসে কেউ মায়া বারাক,
আমি চাই সে যেনো আমার পাশে
সারাটাজীবন থেকে যাওয়ার জন্যই আসে...
এভাবেই যেনো শুরু থেকে শেষ পর্যন্ত
থেকে যায় ঠিক একই ভাবেই,
সে যেনো আমায় বলে
ভালোবেসেছি ছেড়ে যাওয়ায় জন্য নয়,
আজীবন তোমার পাশে থেকে যাওয়ার জন্য...
আর সে যেনো আমায় কখনও
ছেড়ে যাওয়ার কথা না বলে....
হ্যাঁ, এমনই একটা তুমি চাই।।
-
যেখানে আমার এতটুকুও গ্রহণযোগ্যতা নেই,
সেখান না থাকাই ভালো, যেখানে প্রতি কথায় নিজেকে ছোটো করা হয়,সেখান থেকে
চলে আসাই ভালো...
সে আমার ফ্রেন্ড সার্কেলই হোক কিংবা প্রিয় মানুষ,
দরকার নেই ওখানে থাকার.... সময় মতো যারা চলে যেতে জানে চলে আসতেও জানে
তারাই ম্যাচিউর, তারাই জীবনে ভালো থাকতে পারে...
যেখানে আমার কোনো মূল্য নেই, বারবার ছোট হতে হয়, সেখানে আর কতক্ষন আটকে থাকবো
এবার তাকে শান্তিতে থাকার জন্য
সেখান থেকে বেড়িয়ে আসাই ভালো....
আর কতোদিন সেই অপমান সহ্য করবো,
এবার নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি,
নিজেকে কীরকম শিথিল বলে মনে হচ্ছে....
তাই যারা আমায় উৎসাহিত করবে, আজীবন পাশে
থাকবে, ছেড়ে যাওয়ার কথা ভাববে না,
আমার পাশে থেকে বলবে তুই পারবি,
চেষ্টা কর তোকে পারতেই হবে, আমি তোর
পাশে আছি সবসময়,
থেকে যাবো আমি তাদের সাথেই।।
-
ঝগড়ার পরও
একটা সম্পর্ক চরম পর্যায়ে
পৌছে যাওয়ার পরও
যদি কাছের মানুষটা
তোমায় ছেড়ে না যায়,
তবে বুঝে নিও
সেই মানুষটির কাছে তুমি খুব দামী ।
তাই তার দূর্বলতা জেনে তাকে আঘাত না করে
সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো ।
কারণ এই স্বার্থপর দুনিয়ায়
ভালোবাসার মানুষের চেয়ে
আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি ।
-
কে বলেছে
শুধু প্রেমিক-প্রেমিকাই হতে হবে??
এসব ছাড়াও আমাদের সবার লাইফেই
এমন কিছু মানুষ থাকে যাদের সাথে
কিছুক্ষন মন খুলে কথা বললেই মনে হয়
যেনো সব সমস্যার সমাধান হয়ে গেছে....
লাইফে কোথা থেকে জানি,
হুটহাট করেই এমন মানুষদের
সাথে দেখা হয়ে যায়....❤️
-