Trinanjoy Ghar   (Trinanjoy)
202 Followers · 127 Following

সামান্য লেখালেখির শখ রাখি 😌
Joined 24 July 2018


সামান্য লেখালেখির শখ রাখি 😌
Joined 24 July 2018
31 JUL 2021 AT 16:19

এ ধ্বংস ইতিহাস পায় যদি,
অনতিদূরে সৃষ্টি দাঁড়িয়ে থাকে।
কত সুখ দুঃখ মিশে যায় কালের গভীরে,
আবার নতুনত্ব সুযোগ পায় ধ্বংসের সাথে।

এ ধ্বংস মুছে দিয়ে যায় সভ্যতার শক্ত প্রাচীর,
ধ্বংস আনে নতুন কালের গান।
এ ধ্বংস ভেদাভেদ বোঝেনা,
মুছে দিয়ে যায় সকল মান অভিমান।

-


30 JUL 2021 AT 10:27

মেঘের বুকে অভিমান থাক,
আত্মগ্লানি থেকে যাক অন্তরে।
মনের ব্যাবধান কমে যাক,
নাবিকের যাতায়াত বাড়ুক জীবনের বন্দরে।

-


29 JUL 2021 AT 10:20

ক্ষতের পাশে গোলাপ,
শুকিয়ে গেছে সেই কবে।
তবু বুকের মাঝে চেনা ঝড়,
বৃষ্টি নেমেছে সবে।

অন্ধকারে ডুবে আছে আজও,
মনের গোপন কোনা।
সিক্ত এ বুকে ছুঁয়ে দেখো,
তোমার নামটা যায় শোনা।

-


28 JUL 2021 AT 9:26

ভিজে যাক মনের সব রুক্ষতা,
নরম ঝাপটা লাগুক শরীর জুড়ে।
তোমার উষ্ণতা আমায় স্পর্শ করুক,
আমার আলিঙ্গন নিক তোমায় মুড়ে।

আজ প্রকৃতি মেতেছে মাতাল হাওয়ায়,
মনের খাতা গোনে কাছে থাকার প্রহর।
ভেসে যাক আজ সব ধুলোমলিন বিচ্ছেদ,
বৃষ্টি ভিজুক সারা শহর।


-


25 JUL 2021 AT 14:36

মরচে ধরেছে দেহ ,মনে,
বুকে ক্ষয়িষ্ণু স্বপ্নের ভিড়।
স্বপ্নের দুনিয়া বড্ডো অচেনা লাগে আজ,
বিশ্বাসে ধরেছে চিড়।

দেহ-মনে বেড়েছি যত,
বাস্তবতার আলিঙ্গন গায়ে মেখেছি।
এই বাস্তবতার রুক্ষ মাটিতে,
কত স্বপ্নের মৃত্যু দেখেছি।

চেনা মানুষ বদলে গেছে,
তাই নিজেকেই বেসেছি ভালো
একাকি সুখ খুঁজে চলি আজ,
আকাশ জানে এটুকু শুধু আলো।

-


25 JUL 2021 AT 10:21

শুধু জানি ফিরবে তুমি,
আবার সেই চেনা গন্ধ হয়ে।
তবু না এলেও ভালোবাসবো তোমায়,
তোমার উপেক্ষা যে গেছে সয়ে।

আসলে আবার মেশাবো তোমায়
জীবনের প্রতিটা গল্পে।
সুখে দুঃখে ভাগ বসাবো আবার,
খুশি থাকবো নাহয় অল্পে।

-


20 JUL 2021 AT 10:53

এবার তবে সময় এনো,
আলিঙ্গনে বেঁধে রাখবো তোমায়।
স্মৃতির ভীড়ে মিশবো দুজনে,
যখন ব্যাস্ত শহর নিশ্চিন্তে ঘুমায়।

-


19 JUL 2021 AT 18:16

আমি তোমার অলিখিত কবিতার নায়ক হবো,
নয়তো বা মুখচোরা আকাশের হঠাৎ তোমায় স্পর্শ করা বৃষ্টির ফোঁটা,
কিংবা তোমার চুলে মিশে থাকা সুগন্ধির উৎস,
তোমার গালে পড়া রোদেলা চুম্বন।

আমিই আবার বসন্তের প্রেমের হাওয়া হবো,
কিংবা তোমার মন ভালো করা শরতের মেঘ।
নয়ত ধরো তোমার আর স্বপ্নের মাঝের সেতু হবো,
কিংবা হবো সুন্দর কাজল টানার মাঝে তোমার জলে ঝাপসে আসা দুটো চোখ।

-


10 JUL 2021 AT 14:53

প্রেমের বাঁধন অস্তাচলে,
মুহুর্তেরা বিচ্ছেদের শব্দ শোনে।
দীর্ঘশ্বাসে থেকে যায় কাতর আর্তি,
বর্ষা নামায় চোখের কোণে।

-


4 JUL 2021 AT 16:23

নিকষ কালো অন্ধকারে তুমি,
সেই জ্বলতে থাকা প্রদীপ যেনো।
তুমি সেই বাঁশির সুর,
প্রতি ছন্দে তালে হৃদয় কেনো।

নিস্তব্ধতার শহরে তুমি,
শব্দ তোলা মাতাল হাওয়া।
সন্ধ্যে নামার অগোচরে তুমি,
প্রেমিকার প্রথম ছোঁয়া।

-


Fetching Trinanjoy Ghar Quotes