সিক্ত টাচস্ক্রীনের আঁচড়ে রাখা ব্লকলিস্ট
জুড়ে তোমার অস্তিত্ব বর্তমান।-
অনেক সময় প্রিয় মানুষটাকেও রাখতে হয় ব্লক লিস্টের ঘরে,
নিজের সম্মান রক্ষার্থে নাহলে ভুগতে হয় অবহেলার জ্বরে।।-
আমরা কেবল ইগোর লড়াই লড়েছিলাম, ছিলাম না স্রেফ বন্ধুও
ব্লক লিস্ট অার পুরনো লেখা পড়লেই বোঝা যায় আমাদের সম্পর্ক ।-
স্মৃতিগুলো সব বন্দী আজও ব্লক লিস্টের প্রোফাইলে !
ইচ্ছেগুলোই নতুন উদ্যম, ঠিক যেমনটা তুমি শিখিয়েছিলে ।-
সত্য ভালোবাসার মানে কজনে বা বোঝে?
সবাই শুধু শরির ছোঁয়া ভালোবাসা খোঁজে।।-
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে .....😊❤️
এগুলো এখন অতীত
বাস্তব হল
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি রেখো তোমার ব্লক লিস্ট প্রাঙ্গণে..😒😒-
মেসেজ বক্সের ওপরে থাকা নামটি কখন যেন
ব্লকলিস্টে চলে যায়।
যোগাযোগ নিভে গেলেও নামগুলি
সার্চলিস্টে থেকে যায়।
যত্নে চাওয়া ক্ষমাগুলি মুছে যায়
ব্যাকস্পেসের ধাক্কায়।
শুধু মুহূর্তগুলি মনের মেমোরিতে
বন্দি রয়ে যায়।-
তোমার শেখানো সব কিছু আজ আমার জীবন জুড়ে,
মনখারাপের দিনে , পারলে তুমি আমায় খোঁজো তোমার স্মৃতির কবর খুঁড়ে।-