পায়ের জন্য লেগে থাকায় ভাত যেমন, বিরক্তিকর ;
থাকবো আমি শুধুই তোর, বিরক্ত হয়েই জীবনভর ।-
পৃথিবী নামক নাট্য মঞ্চে আমরা প্রত্যেককে এক একটা চরিত্র ,
আর আমি সেই চরিত্র গুলির মধ্যে থেকে এমনই একটা চরিত্র ....
যে কারো না কারোর জীবনে বিরক্তিকর।-
তোর আর আমার ভালোবাসা
পেন্ডুলামের ওই দোলন গতির মত ।।
যেখানেই যাবি আমার ভালোবাসার টান তোকে আবার আমার কাছেই নিয়ে আসবে ।।।-
হেমন্তের জাদুতে গলায় আবার সেই ঢোক গিলতে ব্যথা, মাথা টিসটিস তার ওপর সর্দিও গেছে বসে । করোনার কানে এই সুখবরটি যদি যায় তো ...
-
বিরক্তকর মানুষগুলো আর যাই হোক না কেন কখনো ধোঁকা দিতে পারে না।
কেননা তারা মিছে মিছে অভিনয় জানে না।-
বেশি ভালোবাসা দিওনা
বেশি ঘৃণা পাবে না।
বেশি বেঁধে রেখো না
ছেড়ে চলে যাবে না।-
একটু আগেই দেখলাম যে কোলাবের জন্য "মনের ঘরে নিম্নচাপ" লাইনটা| বিরক্ত লেগে গেল দেখেই! বহুত্ দেখলাম এই লাইন নিয়ে লেখালেখি...
বর্ষাকালে কি অন্যান্য বাংলা লাইনগুলি ধুয়ে গেছে???-
ভিড় একটা বাস
অচেনা কিছু নিশ্বাস
অশ্রাব্য শব্দের চাষ
বিরক্তিকর চারপাশ
চেনাশোনা এক আভাস
সিথিতে সিঁদুরের উল্লাস
হঠাৎ স্তব্ধতা একরাশ
অপ্রাপ্তির যত হাহুতাশ
আর কি জানতে চাস
আলোটা নিভিয়ে যাস
ঘুমোয়নি কয়েকটা মাস
----আর কি জানতে চাস - - - --
কাউকে বেশি ভালবাসলে,
কারো প্রতি বেশি আকৃষ্ট হলে,
তার কাছে তুমি বিরক্তের কারণ হবেই হবে।।-